Risingbd:
2025-12-12@10:23:35 GMT

বর ভাড়া করছেন লাটভিয়ার নারীরা

Published: 12th, December 2025 GMT

বর ভাড়া করছেন লাটভিয়ার নারীরা

দেশটির নাম লাটভিয়া। ইউরোপের একটি দেশ। যে দেশের জনসংখ্যা খুবই কম, আর সেই জনসংখ্যার মধ্যে আবার পুরুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কম। যার ফলে সেখানকার জীবন যাপন অনেকটা জনপ্রিয় সিনেমার গল্পের মতো। 

‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, লাটভিয়ায় পুরুষদের তুলনায় ১৫.৫ শতাংশ বেশি মহিলা রয়েছেন। যা ইউরোপীয় দেশগুলির গড় ব্যবধানের প্রায় তিন গুণ বেশি।অনেক লাটভীয় নারী একা একা বসবাস করেন।  তাই ব্যবহারিক সাহায্যের প্রয়োজন থেকেই ‘হাজব্যান্ড ফর হায়ার’ সেবা হয়ে উঠেছে নির্ভরতার নতুন উৎস। দেশটির বিভিন্ন শহরে ‘হাজব্যান্ড সার্ভিস’ নামে একাধিক প্রতিষ্ঠানও আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত। 

এই পরিস্থিতিতে ‘ভাড়াটে স্বামী’ ছাড়া উপায় দেখছেন না দেশটির নারীরা।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সূর্যবংশীর ব্যাটে এবার ১৭১ রানের ইনিংস, ভারতের ৪৩৩

বৈভব সূর্যবংশী মাঠে নামা মানেই যেন চার–ছক্কার ঝড়, রেকর্ড বই ওলট–পালটের ঝড়। আজ দুবাইয়ে ওয়ানডে সংস্করণের অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপেও দেখা গেল এমন কিছুই।

ভারতের এই ওপেনার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চারের চেয়ে ছক্কা বেশি মেরে শুধু বাউন্ডারি থেকেই নিয়েছেন ১২০ রান। ৯৫ বলের ইনিংসে বাঁহাতি এ ব্যাটসম্যান ১৪ ছক্কা ও ৯ চারে করেছেন মোট ১৭১ রান! সূর্যবংশীর এই ঝোড়ো ব্যাটিংয়ে ৫০ ওভারে ৬ উইকেটে ৪৩৩ রানের পাহাড় দাঁড় করিয়েছে ভারত অনূর্ধ্ব–১৯ দল।

শুরু থেকে মেরে খেলা সূর্যবংশী ফিফটিতে পৌঁছান ৩০ বলে। এই পঞ্চাশের ৪০ রানই ছিল চার–ছক্কা থেকে। সেঞ্চুরিতে পৌঁছানোর পথে পরের ৫০ রান করেন ২৬ বলে। সব মিলিয়ে ৫৬ বলে সেঞ্চুরি করেন ৫ চার ও ৯ ছক্কায়।

আইপিএলে ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডধারী সূর্যবংশী আজও ১৭১ রান নিয়ে একাধিক কীর্তিতে নাম লিখিয়েছেন। অনূর্ধ্ব–১৯ ক্রিকেটে এটিই তাঁর সর্বোচ্চ ইনিংস। এর আগে এই পর্যায়ের ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস ছিল ১৪৩, চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে। ছেলেদের অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে সব মিলিয়ে নবম সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেললেন সূর্যবংশী। এই তালিকার শীর্ষে দক্ষিণ আফ্রিকার জোরিখ ফন শালকায়ক। চলতি বছরের জুলাইয়ে শালকায়ক জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রানের ইনিংস খেলেছিলেন।

সূর্যবংশীর সর্বোচ্চ ইনিংসের দিনে ভারতের করা ৪৩৩ ছেলেদের অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে দলীয় তৃতীয় সর্বোচ্চ। ২০১৮ সালের জানুয়ারিতে ৪ উইকেটে ৪৩৬ রান তুলেছিল নিউজিল্যান্ড। ২০০২ সালে ৬ উইকেটে ৪৮০ রান তুলেছিল অস্ট্রেলিয়া। দুটি ম্যাচেই প্রতিপক্ষ ছিল কেনিয়া, আর মাসটা জানুয়ারি।

আরও পড়ুনওয়াইড দিতে দিতে রেকর্ডে ভাগ অর্শদীপের, চার ছক্কায় বুমরাও দেখলেন নতুন কিছু৪ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ