হাদির চিকিৎসায় রক্তের ব্যবস্থা করেছে সেনাবাহিনী
Published: 12th, December 2025 GMT
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার জন্য রক্তের ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢামেক হাসপাতাল সূত্র জানিয়েছে, ওসমান হাদির চিকিৎসার জন্য প্রচুর রক্তের প্রয়োজন পড়ছে। চিকিৎসা যেন দ্রুত এবং স্বাভাবিকভাবে চলতে থাকে, সেজন্য রক্তের ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, দুপুর ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসেন। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান।
ঢাকা/রায়হান/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পানির দরে বিশ্বকাপের টিকিট বিক্রি হলেও চাহিদা তলানিতে
পানির দরে শুরু হয়েছে ২০২৬ সালের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের টিকিট বিক্রি। তবে চাহিদা তলানিতে। বৃহস্প্রতিবার (১১ ডিসেম্বর) থেকে বিক্রি শুরু হয়েছে টিকিট বিক্রি। ভারতের ভেন্যুগুলোর টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ রুপি, আর শ্রীলঙ্কার ম্যাচের সর্বনিম্ন মূল্য ১ হাজার শ্রীলঙ্কান রুপি। অত্যন্ত কম দামে টিকিট ছাড়ার পরেও ওয়েবসাইটে সেভাবে ট্রাফিক নেই। স্বাভাবিকভাবেই পাওয়া যাচ্ছে ম্যাচের টিকিট।
বাংলাদেশের ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য অবশ্য সব ম্যাচেই ১০০ রুপি নয়। কলকাতায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সর্বনিম্ন মূল্য ৩০০ রুপি। মুম্বাইয়ে বাংলাদেশ-নেপাল ম্যাচের সর্বনিম্ন মূল্য ২৫০ রুপি। কলকাতায় বাংলাদেশ-ইতালির ম্যাচের টিকিট ১০০ রুপিতে পাওয়া যাবে।
কিন্তু প্রতিবেশী ভারতে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটের আসর বসলেও অন্যবারের মতো এবার বাংলাদেশের ম্যাচের টিকিটের চাহিদা নেই। ভারতে টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থা বুক মাই শো ডট কম এক কর্মকর্তা জানান, বাংলাদেশের ম্যাচের টিকিটের চাহিদা বাংলাদেমিদের মধ্যে অন্যবারের তুলনায় অনেক কম। এত কম দামে টিকিট কিন্তু ১২ ঘন্টা পরেও বাংলাদেশ ম্যাচের টিকিট পড়ে আছে এমনটা সাধারণত হয় না। বিগত কয়েক বছরের বাংলাদেশিদের মধ্যে টিকিট কেনার এত কম চাহিদা আমরা অন্তত দেখিনি। হয়তো তাদের অভ্যন্তরীণ কিছু সমস্যা তাদের নিরুৎসাহিত করছে।
সিএবি সূত্র জানায়, বুক মাই শো এর তরফে শুক্রবার সকালের রিপোর্ট কার্ডে টিকিট বিক্রি কম হওয়ার পিছনে দুটি কারণ এখনো পর্যন্ত বুক মাই শো' র পরিচালক বোর্ড ও সিএবি ও বিসিসিআইকে লিখিতভাবে জানানো হয়েছে। তার মধ্যে অন্যতম ১২ তারিখ বাংলাদেশের নির্বাচনের ঘোষণা এবং তার আগে-পরে ৭, ৯ ও ১৪ তারিখ বাংলাদেশের ম্যাচ। তাদের অনুমান নির্বাচনের কারণেই বাংলাদেশের অনেক সমর্থক দেশ ছেড়ে মাঠমুখী নাা হওয়ার বিষয়ে চিন্তাভাবনায় আছে।
অন্যদিকে, ভারতের ভিসা জটিলতা বাংলাদেশিদের আগাম টিকিট কিনতে নিরুৎসহিত করছে বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ।
যদিও রিপোর্টে দাবি করা হয়েছে, ১০০ রুপি টিকিটের অন্তত ৫০ শতাংশের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। টিকিট কিছুটা ঢিমে তালে বিক্রি হলেও সম্পূর্ণ টিকেট তিন থেকে চার দিনের মধ্যে বিক্রি হয়ে যাবে বলেই আশা করছে তারা।
এদিকে রেকর্ড কম দামে টিকিট বিক্রি প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত বলেছেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের টিকিট বিক্রি শুরু হয়েছে। আমাদের প্রধান লক্ষ্য যাতে সবাই খেলা দেখতে পারেন।”
সর্বনিম্ন দাম জানালেও টিকিটের সর্বাধিক মূল্য জানাননি আইসিসির প্রধান নির্বাহী।
চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ২০টি দল আগামী বিশ্বকাপে অংশ নেবে। ‘এ’ গ্রুপে আছে- বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া।
‘বি’ গ্রুপে থাকছে- শ্রীলংকা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান।
‘সি’ গ্রুপে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, নেপাল ও নবাগত ইতালি।
‘ডি’ গ্রুপে রাখা হয়েছে- নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।
টুর্নামেন্টের উদ্বোধনী দিন (৭ ফেব্রুয়ারি) মাঠে নামবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেন্সে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর কলকাতার ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি নবগাত ইতালির মুখোমুখি হবে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
ভারতের পাঁচটি ও শ্রীলংকার তিনটি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮ মার্চ পর্দা নামবে বিশ্বকাপের।
ঢাকা/সুচরিতা/শাহেদ