দুই দল পাড়ি দিচ্ছে ভিন্ন পথ। এক দল আছে জয়ের ধারায়, আরেক দল বন্দী পরাজয়ের বৃত্তে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামেও কাল দিনজুড়েই থাকল সেই আবহ।

আজ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের আগে দুই অধিনায়কের মুখেও সেই সুর। ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ অতীত ভুলতে চাইলেন, বাংলাদেশের লিটন দাস চাইলেন আগের সিরিজগুলোর চেয়ে বেশি চ্যালেঞ্জ নিতে।

একসময় টি–টোয়েন্টিতে  প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজ এখন এই সংস্করণে একরকম নিজেদের হারিয়ে খুঁজছে। হেরেছে সর্বশেষ ৭টি টি–টোয়েন্টি সিরিজেই (মাঝে আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ জিতেছে। সেটি তিন ম্যাচের সিরিজ হলেও প্রথম দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে)। যার মধ্যে আছে গত বছর নিজেদের দেশে বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাই হওয়াও। কিন্তু দলটির জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে সর্বশেষ সিরিজটিই—শারজায় তারা হেরেছে নেপালের কাছেও।

উল্টো পথে থাকা বাংলাদেশ টি–টোয়েন্টিতে ছন্দের খোঁজে ছিল লম্বা সময়। তবে এ বছরের জুলাই থেকে এই সংস্করণে বদলে যাওয়ার বার্তা দিচ্ছে তারা। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ নামবে টানা পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে।  

অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। কাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অফিসে কাজ করার কোনো ওয়ে নাই

আগের পর্বআরও পড়ুনআজকে তো চিনতেই পারলেন না২১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ