যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে গিয়ে কর্মীর মৃত্যু
Published: 29th, October 2025 GMT
শেরপুরের নকলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে অংশ নিতে গিয়ে সংগঠনটির এক কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলার কাচারি মোড় এলাকায় মিছিল নিয়ে যাওয়ার সময় মারা যান তিনি। নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মালিহা নুঝাত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ব্যক্তির নাম বাদশা মিয়া (৪৮)। তিনি উপজেলার উরফা ইউনিয়নের মৃত সফর উদ্দিনের ছেলে। পেশায় কৃষক ছিলেন।
আরো পড়ুন:
সিরাজগঞ্জে কারাগারে আ.
সুইমিংপুলে মৃত্যু: কুষ্টিয়ায় রাবি শিক্ষার্থী সায়মার অশ্রুসিক্ত বিদায়
নকলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান জানান, মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিটি ইউনিয়ন থেকে মিছিল নিয়ে কর্মীরা নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জমায়েত হচ্ছিল। এসময় উরফা ইউনিয়নের মিছিলে থাকা বাদশা মিয়া বুকে ব্যথা অনুভব করে রাস্তায় পড়ে যান। দলীয় নেতাকর্মীরা তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নকলা উপজেলা বিএনপির নেতা ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রিপন জানান, বাদশা মিয়া উরফা ইউনিয়ন যুবদলের একজন নিষ্ঠাবান কর্মী ছিলেন।
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, “বাদশা মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। অপমৃত্যু মামলা হবে।”
ঢাকা/তারিকুল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ য বদল র কর ম র উপজ ল
এছাড়াও পড়ুন:
তারেক রহমান যাকে মনোনয়ন দিবেন যুবদল তার পক্ষে কাজ করবে : সজল
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী নির্বাচনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকেই মনোনয়ন দিবেন তার পক্ষেই মহানগর যুবদলের প্রতিটি নেতাকর্মীরা কাজ করবে।
সোমবার ( ২৭ অক্টোবর) বিকেল চারটায় শহরের খানপুর হাসপাতাল রোডে মহানগর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি পূর্বে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ঘোষণা করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আমরা মহানগর যুবদলের নেতাকর্মীরা মানুষের ধার ধারে গিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ৩১ দফার বার্তা ও সালাম পৌঁছে দিতে হবে। আমরা কেউ নেতা নই, আমরা সবাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কর্মী।
দল থেকে যাকেই মনোনয়ন দেয়া হয়, আমরা সবাই তার পক্ষে কাজ করব। নেতা নয়, আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হলো আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করা।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর। এছাড়াও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।