চট্টগ্রামে আজ শুরু হচ্ছে মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল
Published: 29th, October 2025 GMT
চট্টগ্রামে শুরু হচ্ছে সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। পাশাপাশি ট্রফি উন্মোচন করা হয়।
আরো পড়ুন:
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারাল রিয়াল
প্রিমিয়ার লিগে অঘটন চলছেই, এবার হারল ম্যানসিটি
সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্টে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত পাঁচটি ক্লাব- চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ, কল্লোল সংঘ গ্রীণ এবং এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব অংশগ্রহণ করবে। লীগ পদ্ধতির টুর্নামেন্টটিতে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী চার ক্লাব সেমিফাইনালে অংশ নেবে। পরে সেমিফাইনাল জয়ী দুই দল ফাইনালে খেলবে।
টুর্নামেন্টের প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দলকে দেড় লাখ টাকা টাকা ও ট্রফি এবং রানার আপ দলকে এক লাখ টাকা ও ট্রফি দেওয়া হবে। এছাড়া তৃতীয় ও চতুর্থ দলকে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। পঞ্চম অবস্থানে থাকা দল পাবে ২০ হাজার টাকা। পাশাপাশি প্রতিটি খেলার ম্যান অব দ্যা ম্যাচকে দুই হাজার টাকা এবং ক্রেস্ট দেওয়া হবে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও টুর্নামেন্টের সেরা গোলপিকার পাবেন ১০ হাজার টাকা করে।
টুর্নামেন্টের সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ১১ লাখ ৮০ হাজার টাকা। পুরো টাকাই ব্যয় করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা.
এ সময় উপস্থিত ছিলেন- সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামীম, উপদেষ্টা মো. হাফিজুর রহমান, সহ-সভাপতি ও মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক মো. শাহজাহান, সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, মো. আমিনুল ইসলাম, সহ-সভাপতি লোকমান হাকিম মো. ইব্রাহিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক আনম ওয়াহিদ দুলাল, যুগ্ম-সম্পাদক শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, চসিক মেয়রের ক্রীড়া প্রতিনিধি আবদুল আহাদ রিপন, সদস্য আলী আকবর, আলী হাসান রাজু।
ঢাকা/রেজাউল/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিশ্বে সবচেয়ে কম বয়সীদের শাসন করছেন সবচেয়ে বেশি বয়সী যে ১০ নেতা
ফাইল ছবি: রয়টার্স