পরিস্থিতি কি তাহলে আপাতত শান্ত হলো? নাকি নতুন কোনো ঝড়ের আভাস এটা? চাইলে সে রকম ভাবাই যায়। এল ক্লাসিকোতে বদলি হওয়ার পর নিজের আচরণের জন্য রিয়াল মাদ্রিদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে যাঁর সঙ্গে এই আচরণটা করেছিলেন, রিয়াল মাদ্রিদের সেই কোচ জাবি আলোনসোর নামও নেননি তিনি ক্ষমা চাওয়ার বিবৃতিতে।

আরও পড়ুনআলোনসোর সঙ্গে সম্পর্কে ফাটল, রিয়াল ছাড়ার হুমকি ভিনিসিয়ুসের২৮ অক্টোবর ২০২৫

রোববার রাতে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার মিনিট বিশেক আগে ভিনিকে তুলে নেন আলোনসো, বদলি নামান রদ্রিগোকে। ভিনি প্রথমে বিশ্বাস করতে পারেননি কোচের সিদ্ধান্ত। মাঠ ছাড়ার সময় টিভি ক্যামেরায় ধরা পড়ে তাঁর বিস্মিত মুখ, মুখে প্রশ্ন, ‘আমি? আমি? কোচ, আমি?’
তারপরই সোজা টানেলে চলে যান। হেঁটে যেতে যেতে যেন নিজেকেই বলছিলেন, ‘সব সময়ই আমি! আমি দল ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, আমি চলে যাচ্ছি।’ কিছুক্ষণ পর অবশ্য আবার ফিরে এসে বেঞ্চে বসেন ম্যাচের শেষ সময়টা দেখার জন্য। ম্যাচটা ২-১ গোলে জিতেছে রিয়াল।

এল ক্লাসিকোকে বদলি হয়ে যাওয়ার পর কোচের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন ভিনিসিয়ুস.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ট্রেন থেকে নেমে এলেন চঞ্চল, মোশাররফ, বাঁধনরা...

পুরো অডিটরিয়াম অন্ধকার। মঞ্চ ঢাকা লাল কাপড়ে। মঞ্চের দিকে হালকা একটু আলো। সাউন্ডবক্সে বেজে উঠল কিছু কথা আর সেই সঙ্গে ট্রেন চলার শব্দ, সরতে থাকে মঞ্চের লাল পর্দা। দেখা যায় মঞ্চে ছিল ট্রেনের আদল। গল্পে চরিত্রগুলোর যে নাম, সেই নামে ডাকা হলো শিল্পীদের। একে একে ট্রেন থেকে নেমে আসে পরিচিত সব মুখ।

কথা বলছেন নির্মাতা তানিম নূর, পাশে অভিনেতা ইন্তেখাব দিনার। হইচইয়ের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ