ট্রাম্পের ‘অবৈধ হুমকি’ মোকাবিলায় ওপেকের সহায়তা চান মাদুরো
Published: 1st, December 2025 GMT
যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ক্রমবর্ধমান ও অবৈধ হুমকি’ মোকাবিলার জন্য তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন (ওপেক)-এর সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
সোমবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
আরো পড়ুন:
ক্যালিফোর্নিয়ায় শিশুর জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৪
ভেনেজুয়েলার আকাশপথ ‘পুরোপুরি বন্ধ’ ঘোষণা ট্রাম্পের
প্রতিবেদনে বলা হয়, রবিবার (৩০ নভেম্বর) প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর এই জোটের সদস্যদের কাছে লেখা এক চিঠিতে মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম ভেনেজুয়েলার তেল মজুদ ‘দখল’ করার চেষ্টা করছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টেলেসুরে প্রকাশিত চিঠির অনুলিপি অনুসারে, মাদুরো বলেন, “এই আগ্রাসন ঠেকাতে আপনাদের সর্বোচ্চ প্রচেষ্টা আমি আশা করি। এটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের ভারসাম্যের জন্য গুরুতর হুমকি তৈরি করছে, তা হোক উৎপাদক কিংবা ভোক্তা দেশ।’
মাদুরো ওপেক এবং বৃহত্তর জোট ওপেক প্লাস- উভয়ের কাছে ‘ভেনেজুয়েলার ভূখণ্ড, জনগণ ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী সামরিক শক্তি ব্যবহারের’ বিষয়টি উত্থাপন করেছেন।
ভেনেজুয়েলার কাছে বিশ্বের সর্বাধিক (আনুমানিক ৩০৩ বিলিয়ন ব্যারেল) তেলের মজুদ থাকা সত্ত্বেও, দেশটি ২০২৩ সালে মাত্র ৪.
ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরবের পাশাপাশি ভেনেজুয়েলা ১৯৬০ সালে ওপেকের প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর একটি। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির সদস্যরা তেল সরবরাহ নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক তেলের দামে প্রভাব বিস্তারে যৌথভাবে কাজ করে আসছে।
ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী মোতায়েন
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে ‘ভেনেজুয়েলার আকাশপথ সম্পূর্ণভাবে বন্ধ’ বলে ঘোষণা দেওয়ার একদিন পরই মাদুরোর চিঠিটি সামনে এসেছে।
শনিবার (২৯ নভেম্বর) ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ট্রাম্প বলেন, “সব এয়ারলাইন্স, পাইলট, মাদক ব্যবসায়ী এবং মানব পাচারকারীদের উদ্দেশ্যে বলছি, অনুগ্রহ করে ভেনেজুয়েলার উপরের এবং আশপাশের আকাশসীমাকে পুরোপুরি বন্ধ বলে বিবেচনা করুন।”
কারাকাস ট্রাম্পের এই বিবৃতিকে ‘ঔপনিবেশিক হুমকি’ বলে অভিহিত করেছে।
মাদুরোর সরকার কয়েক মাস ধরে অভিযোগ করে আসছে যে, ট্রাম্প প্রশাসন ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার মাধ্যমে ভেনেজুয়েলার তেল ও গ্যাস সম্পদ দখল করার চেষ্টা চালাচ্ছে।
তবে হোয়াইট হাউজের দাবি, মার্কিন বাহিনী মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করছে। যদিও সমালোচকরা বলছেন, ওয়াশিংটনের নিজস্ব তথ্য দেখায় যে ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রে আগত মাদকের একটি উল্লেখযোগ্য উৎস নয়।
ট্রাম্পের নির্দেশে চলতি বছরের সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় অঞ্চলে মাদক চোরাচালানের অভিযোগে নৌযানগুলোতে হামলা চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছেন।মানবাধিকার কর্মীরা এই হামলাগুলোকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে নিন্দা করেছেন।
যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি মোতায়েন করেছে, যার মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, অন্যান্য যুদ্ধজাহাজ, হাজার হাজার সেনা এবং এফ-৩৫ যুদ্ধবিমান।
ঢাকা/ফিরোজ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র য ক তর ষ ট র
এছাড়াও পড়ুন:
সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটের নাফ নদীর মোহনায় স্পিডবোট উল্টে মা-মেয়ে মারা গেছেন। আহত হয়েছেন দুইজন। তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপে ফেরার সময় নাইক্ষ্যংদিয়া এলাকায় প্রবল ঢেউয়ে স্পিডবোটটি উল্টে গেলে তারা মারা যান।
আরো পড়ুন:
টঙ্গীতে জোড় ইজতেমায় আরো ২ মুসল্লির মৃত্যু
তাহাজ্জুদের নামাজের মধ্যে মাদ্রাসাছাত্রের মৃত্যু
নিহতরা হলেন- সেন্টমার্টিনের পূর্বপাড়ার মরিয়াম খাতুন (৩৫) ও তার ৫ বছরের মেয়ে মাহিমা আক্তার।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, সেন্টমার্টিন থেকে ছাড়ার পর যাত্রীবাহী স্পিডবোটটি নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ প্রবল ঢেউয়ের আঘাতে উল্টে যায়। আরেকটি স্পিডবোট দ্রুত গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। মা-মেয়ে দুইজন ঘটনাস্থলেই মারা যান।
নিহত মরিয়ামের ভাই বশির আহমেদ বলেন, “বোন আর ভাগ্নিকে নিয়ে স্পিডবোটে শাহপরীর দ্বীপে ফিরছিলাম। ঢেউয়ের ধাক্কায় বোট উল্টে যায়। আমার বোন ও ভাগ্নি মারা গেছেন। আজই বোনের ঢাকা যাওয়ার কথা ছিল।”
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আলভী বলেন, “হাসপাতালে আনার আগেই মা–মেয়ের মৃত্যু হয়। একই ঘটনায় আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, “দুর্ঘটনায় দুজন মারা গেছেন। কীভাবে স্পিডবোটটি উল্টে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
ঢাকা/তারেকুর/মাসুদ