অতিরিক্ত আইজি-ডিআইজিসহ পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি
Published: 16th, November 2025 GMT
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা তিন পৃথক প্রজ্ঞাপনে তাদেরকে বদলি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপ-সচিব আবু সাঈদ।
আরো পড়ুন:
ক্লাস শেষে বাড়ি ফেরা হলো না শিক্ষকের
বিএনপি নেতা খুন: অভিযুক্ত ছাত্রদল কর্মী ফেসবুকে লিখলেন ‘আউট’
একজন অতিরিক্ত আইজি, তিন ডিআইজি, ১১ অতিরিক্ত ডিআইজি এবং ১৬ পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে পুনর্বিন্যাস করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরে কর্মরত মো.
গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এঞ্জেলাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ফরিদপুরের এসপি মো. আব্দুল জলিলকে পিবিআইয়ে, পাবনার এসপি মো. মোরতোজা আলী খানকে সিআইডিতে এবং নীলফামারীর এসপি আবুল ফজল মোহাম্মদ তারিক হোসেন খানকে পিবিআইতে বদলি করা হয়েছে।
ঢাকা/এএএম/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভেনেজুয়েলায় মার্কিন হামলা কি আসন্ন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক হামলার বিষয়ে মনস্থির করেছেন বলে ইঙ্গিত দিয়েছেন। উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁকে এ বিষয়ে ব্রিফ করেছেন। পেন্টাগনের ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ অনুযায়ী, ক্যারিবীয় অঞ্চলে ১৫ হাজার সেনা ও ১২টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ১৯৮৯ সালের পানামায় আগ্রাসনের পর সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি। জবাবে ভেনেজুয়েলাও সেনা মোতায়েন করেছে। মাদুরো সতর্ক করে বলেছেন, এটি ‘আরেকটি গাজা’ হতে পারে।