জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্যক্তি ও মন্ত্রিপাড়া কেন্দ্রিক রাজনীতি করে- এমন অভিযোগ তুলে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সংগঠক মুহাম্মদ রাকিব। রবিবার (৩০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি পদত্যাগের ঘোষণা দেন। 

তিনি ফেসবুক পোস্টে লিখেন, “আমি মুহাম্মদ রাকিব সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও নির্বাহী সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এনসিপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় দক্ষিণ অঞ্চলের সংগঠক। এনসিপি শুরু থেকে রাজনৈতিক ভুলের মধ্যে রাজনীতি করতে আসছে। গণ-অভ্যুত্থানের শক্তি হিসেবে আমার মতো অনেক তরুণ এনসিপিতে রাজনীতি করতে আসছি। কিন্তু পরিতাপের বিষয় হলো এনসিপি জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক রাজনীতি না করে ব্যক্তিকেন্দ্রিক ও মন্ত্রিপাড়াকেন্দ্রিক রাজনীতি করছে। যা একটি দলের রাজনৈতিক শিষ্টাচার কিংবা সাংগঠনিক কার্যক্রমের বহির্ভূত।”

আরো পড়ুন:

পদত্যাগের ঘোষণা দিলেন রাঙামাটি এনসিপির প্রধান সমন্বয়কারী

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না: নাহিদ 

মুহাম্মদ রাকিব লিখেন, “এনসিপির অনেক নেতা আর্থিক কেলিঙ্কারিসহ নানা অপকর্ম জড়াচ্ছেন, যা গণ-অভ্যুত্থানের সাথে আকাঙ্ক্ষার সঙ্গে সম্পূর্ণ পরিপন্থি। সম্প্রতি আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করা বাউলের পক্ষে এনসিপির কট্টর ইসলামবিদ্বেষীরা অবস্থান নিয়েছে। যা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আরো আঘাত করেছে। এনসিপির বিভিন্ন কাজে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে, যা আমাদের দেশের ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করছে।”

তিনি আরো লিখেন, “সর্বোপরি জাতীয় নাগরিক পার্টি জনগণের রাজনীতির বাহিরে গিয়ে ব্যক্তিগত রাজনীতি করায় আমি এনসিপির প্রাথমিক সদস্য পদসহ কেন্দ্রীয় সংগঠক পদ থেকে পদত্যাগ করলাম।”

ঢাকা/রায়হান/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এনস প এনস প র পদত য গ র জন ত স গঠক

এছাড়াও পড়ুন:

পুঁজিবাজার বিষয়ক প্রশিক্ষণ: বিএএসএম-জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুঁজিবাজারভিত্তিক বাস্তব জ্ঞান সম্প্রসারণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)। সেই লক্ষ্যে রবিবার (৩০ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিএএসএম এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বিএএসএম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

৯ ব্রোকার হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিল ডিএসই

ডিএসইর চিঠির জবাব দেয়নি খুলনা প্রিন্টিং

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে নন-ফাইনান্সিয়াল রিসোর্স শেয়ারিং এবং বিএএসএম অনলাইন-অফলাইন লাইব্রেরি অ্যাক্সেস আনুষ্ঠানিকভাবে শুরু হবে। বিএএসএমের মহাপরিচালক কামরুল আনাম খান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল ইসলাম স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. আবুদ দারদা, ডিন, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এবং ব্যবসা প্রশাসন বিভাগের সভাপতি এস এম মুজাহিদুল ইসলাম।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল ইসলাম সমাপনী বক্তব্যে বলেন, “এই সমঝোতা স্মারক উচ্চশিক্ষায় পুঁজিবাজারভিত্তিক বাস্তব জ্ঞান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রিসোর্স শেয়ারিংয়ের মাধ্যমে শিক্ষার্থীর দক্ষতা উন্নয়ন আরো সহজ হবে।”

বিএএসএম মহাপরিচালক কামরুল আনাম খান বলেন, “বর্তমান আর্থিক পরিবেশে তথ্যভিত্তিক বিনিয়োগ শিক্ষা নতুন প্রজন্মের জন্য অপরিসীম গুরুত্ব বহন করে। এই চুক্তি সচেতন বিনিয়োগ শিক্ষার মাধ্যমে স্থিতিশীল আর্থিক সমাজ গঠনে সহায়ক হবে।”

উল্লেখ্য, অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও সমন্বয় করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মো. সাইফুল ইসলাম এবং আয়োজক বিএএসএম-এর পক্ষ থেকে মো. সাদ্দাম হোসাইন খাঁন।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ