সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু
Published: 1st, December 2025 GMT
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটের নাফ নদীর মোহনায় স্পিডবোট উল্টে মা-মেয়ে মারা গেছেন। আহত হয়েছেন দুইজন। তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপে ফেরার সময় নাইক্ষ্যংদিয়া এলাকায় প্রবল ঢেউয়ে স্পিডবোটটি উল্টে গেলে তারা মারা যান।
আরো পড়ুন:
টঙ্গীতে জোড় ইজতেমায় আরো ২ মুসল্লির মৃত্যু
তাহাজ্জুদের নামাজের মধ্যে মাদ্রাসাছাত্রের মৃত্যু
নিহতরা হলেন- সেন্টমার্টিনের পূর্বপাড়ার মরিয়াম খাতুন (৩৫) ও তার ৫ বছরের মেয়ে মাহিমা আক্তার।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, সেন্টমার্টিন থেকে ছাড়ার পর যাত্রীবাহী স্পিডবোটটি নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ প্রবল ঢেউয়ের আঘাতে উল্টে যায়। আরেকটি স্পিডবোট দ্রুত গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। মা-মেয়ে দুইজন ঘটনাস্থলেই মারা যান।
নিহত মরিয়ামের ভাই বশির আহমেদ বলেন, “বোন আর ভাগ্নিকে নিয়ে স্পিডবোটে শাহপরীর দ্বীপে ফিরছিলাম। ঢেউয়ের ধাক্কায় বোট উল্টে যায়। আমার বোন ও ভাগ্নি মারা গেছেন। আজই বোনের ঢাকা যাওয়ার কথা ছিল।”
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.
টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, “দুর্ঘটনায় দুজন মারা গেছেন। কীভাবে স্পিডবোটটি উল্টে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
ঢাকা/তারেকুর/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন স ন টম র ট ন
এছাড়াও পড়ুন:
পুঁজিবাজার বিষয়ক প্রশিক্ষণ: বিএএসএম-জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুঁজিবাজারভিত্তিক বাস্তব জ্ঞান সম্প্রসারণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)। সেই লক্ষ্যে রবিবার (৩০ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিএএসএম এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বিএএসএম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
৯ ব্রোকার হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিল ডিএসই
ডিএসইর চিঠির জবাব দেয়নি খুলনা প্রিন্টিং
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে নন-ফাইনান্সিয়াল রিসোর্স শেয়ারিং এবং বিএএসএম অনলাইন-অফলাইন লাইব্রেরি অ্যাক্সেস আনুষ্ঠানিকভাবে শুরু হবে। বিএএসএমের মহাপরিচালক কামরুল আনাম খান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল ইসলাম স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. আবুদ দারদা, ডিন, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এবং ব্যবসা প্রশাসন বিভাগের সভাপতি এস এম মুজাহিদুল ইসলাম।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল ইসলাম সমাপনী বক্তব্যে বলেন, “এই সমঝোতা স্মারক উচ্চশিক্ষায় পুঁজিবাজারভিত্তিক বাস্তব জ্ঞান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রিসোর্স শেয়ারিংয়ের মাধ্যমে শিক্ষার্থীর দক্ষতা উন্নয়ন আরো সহজ হবে।”
বিএএসএম মহাপরিচালক কামরুল আনাম খান বলেন, “বর্তমান আর্থিক পরিবেশে তথ্যভিত্তিক বিনিয়োগ শিক্ষা নতুন প্রজন্মের জন্য অপরিসীম গুরুত্ব বহন করে। এই চুক্তি সচেতন বিনিয়োগ শিক্ষার মাধ্যমে স্থিতিশীল আর্থিক সমাজ গঠনে সহায়ক হবে।”
উল্লেখ্য, অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও সমন্বয় করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মো. সাইফুল ইসলাম এবং আয়োজক বিএএসএম-এর পক্ষ থেকে মো. সাদ্দাম হোসাইন খাঁন।
ঢাকা/এনটি/ফিরোজ