দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন কক্সবাজার যুবদলের দুই কর্মী। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের বাইপাস সড়কের উত্তরণ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুই যুবদলকর্মী হলেন সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)। তাঁরা দুজনই শহরের বাইপাস সড়কের চারপাড়া এলাকার বাসিন্দা। গুলিবিদ্ধ দুজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গুলিবিদ্ধ সাইফুলের পরিবারের দাবি, দুই বছর আগে সাইফুলের ভাই ও চাচাতো ভাইকে দুর্বৃত্তরা হত্যা করেছিল। এবারও তারাই সাইফুলকে হত্যার চেষ্টা করেছে।

কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক প্রথম আলোকে বলেন, ‘সাইফুল ও ফারুক সক্রিয়ভাবে যুবদলের রাজনীতিতে জড়িত। দুজন রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুর্বৃত্তরা তাঁদের গুলি করে। গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। পরে সেখান থেকে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুজনের পরিবারের বরাত দিয়ে আজিজুল হক দাবি করেন,‘২০২৩ সালের জানুয়ারিতে ব্যাডমিন্টন খেলায় বাগ্‌বিতণ্ডার জেরে সাইফুলের আপন ভাই সাইদুল ও চাচাতো ভাই কায়সারকে হত্যা করা হয়েছিল। হত্যায় জড়িত ব্যক্তিরা সাইফুলের প্রতিপক্ষ হিসেবে পরিচিত। তারাই সাইফুল ও ফারুককে রাতের অন্ধকারে গুলি করে হত্যার চেষ্টা করতে পারে।’

এদিকে গুলির এ ঘটনা জানাজানি হওয়ার পর আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। এ সময় তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ সদস্যদের নির্দেশনা দেন।

জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, ‘গুলির কারণ উদ্‌ঘাটন এবং দুর্বৃত্তদের শনাক্ত করতে মাঠে নেমেছে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য বদল র

এছাড়াও পড়ুন:

পলিয়েস্টারের শাল ১০ বছর ধরে রেশমের বলে চালিয়ে দেওয়া হয়েছে মন্দিরে

পলিয়েস্টারের তৈরি শাল রেশম পণ্য হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুমালা মন্দিরে। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত এক দশক ধরে ৫৪ কোটি টাকার এই শাল কেলেঙ্কারির বুধবার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

একটি অভ্যন্তরীণ নজরদারি তদন্তের পর এই কেলেঙ্কারি প্রকাশ পায়। সেখানে দেখা গেছে,একজন ঠিকাদার টেন্ডার নথিতে উল্লেখিত খাঁটি তুঁত রেশম পণ্য হিসেবে বিল করার সময় ধারাবাহিকভাবে শতভাগ পলিয়েস্টার শাল সরবরাহ করেছিলেন।

মন্দির পরিচালনাকারী ট্রাস্ট তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) এর বোর্ডের চেয়ারম্যান বিআর নাইডুর নেতৃত্বে উদ্বেগ প্রকাশের পর শুরু হওয়া অভ্যন্তরীণ তদন্তে অভিযোগ করা জালিয়াতির পরিমাণ প্রকাশ পেয়েছে।

ঠিকাদার শালের জন্য বাধ্যতামূলক খাঁটি তুঁত রেশমের পরিবর্তে সস্তা পলিয়েস্টার উপাদান সরবরাহ করেছিলেন। এই শালগুলো মন্দিরের প্রধান দাতাদের কাছে উপস্থাপন করা হয় এবং বেদশির্বচনমের মতো মন্দিরের আচার-অনুষ্ঠানে ব্যবহৃত হয়।

১০ বছর ধরে এই অনিয়ম সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে মন্দির ট্রাস্টের আনুমানিক ৫৪ কোটি রুপিরও বেশি ক্ষতি হয়েছে।

বিআর নাইডু বলেন, “প্রায় ৩৫০ রুপির দামের একটি শালের দাম ধরা হয়েছে এক হাজার ৩০০ রুপি। মোট সরবরাহের পরিমাণ ৫০ কোটি রুপিরও বেশি হবে। আমরা এসিবি (দুর্নীতি দমন ব্যুরো) তদন্তের দাবি জানিয়েছি।”

শালের নমুনা বৈজ্ঞানিক বিশ্লেষণের জন্য দুটি পরীক্ষাগারে পাঠানো হয়েছিল, যার মধ্যে একটি কেন্দ্রীয় সিল্ক বোর্ডের (সিএসবি) অধীনে ছিল। উভয় পরীক্ষায় নিশ্চিত করা হয়েছে যে উপাদানটি পলিয়েস্টার ছিল, যা টেন্ডারের নির্দিষ্টকরণের স্পষ্ট লঙ্ঘন। টিটিডিতে কাপড় সরবরাহের জন্য একটি একক সংস্থা এবং তার সহযোগী সংস্থা দায়ী বলে জানা গেছে।

ভিজিল্যান্স রিপোর্টের পর দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে, টিটিডি ট্রাস্ট বোর্ড ফার্মের সাথে বিদ্যমান সমস্ত টেন্ডার বাতিল করেছে এবং পুরো বিষয়টিকে একটি বিস্তৃত ফৌজদারি তদন্তের জন্য রাজ্য দুর্নীতি দমন ব্যুরো (এসিবি) -এর কাছে প্রেরণ করেছে।

মন্দিরের প্রসাদে ব্যবহৃত ভেজাল ঘি এর অভিযোগ এবং পরকামণি (হুন্ডির টাকা গণনা) চুরির মামলার সাথে সম্পর্কিত বহুল প্রচারিত বিষয়গুলোর পরে, শাল কেলেঙ্কারিটি সাম্প্রতিক সময়ে টিটিডিকে জর্জরিত করেছে। এই ধারাবাহিক কেলেঙ্কারিগুলো বিশ্বের অন্যতম ধনী ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ তদারকি ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে, যার ফলে মন্দিরের ক্রয় শৃঙ্খলের মধ্যে দীর্ঘমেয়াদী বিক্রেতাদের যাচাই এবং সততা সম্পর্কে বিস্তৃত প্রশ্ন উঠেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ