ঠিক দুই মাস আগে ডোনাল্ড ট্রাম্পের কাছে নির্বাচনে হারের পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গত সোমবার (৬ জানুয়ারি) আদতে নিজের পরাজয়ের প্রত্যয়ন বা সার্টিফিকেশনের সভাপতিত্ব করলেন।
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের প্রেসিডেন্ট হিসেবে তিনি সোমবার হাউস স্পিকারের বেদিতে দাঁড়িয়ে ইলেকটোরাল কলেজ ভোট গণনায় নেতৃত্ব দিলেন। এর মধ্য দিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো। এই ভোট গণনার দুই সপ্তাহ পর হোয়াইট হাউসে ফিরবেন ট্রাম্প।
পুরো ব্যাপারটাই কমলার জন্য বেদনাদায়ক ও বিব্রতকর। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় তিনি ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য বড়সড় হুমকি হিসেবে চিহ্নিত করে আসছিলেন।
অবশ্য এমনটা নয় যে এই প্রথম যুক্তরাষ্ট্রে কোনো পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী তাঁর প্রতিদ্বন্দ্বীকে নির্বাচনকারীদের সংখ্যা গুনতে কংগ্রেসের যৌথ অধিবেশনে নেতৃত্ব দিলেন। ২০০১ সালে এই অমর্যাদা হজম করেছেন আল গোর। তারও আগে করেছেন রিচার্ড নিক্সন, ১৯৬১ সালে।
তবে এবারের ঘটনাটিকে দোলাচলের এক নির্বাচনের উপযুক্ত সমাপন হিসেবে দেখা যায়। কমলা যুক্তরাষ্ট্রের প্রবীণতম প্রেসিডেন্টের সহচর থেকে হঠাৎ ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী পতাকা হাতে সামনে চলে এসেছিলেন। পরাজয়ের ধসে ভিতের গভীর দুর্বলতাগুলো ফুটে ওঠার আগ পর্যন্ত তাঁর অল্প দিনের প্রচারণা দলটিকে একঝলক আশা দেখিয়েছিল।
নির্বাচনী প্রচারণায় বক্তৃতা রাখছেন কমলা হ্যারিস। উইসকনসিন অঙ্গরাজ্যের ওয়েস্ট অ্যালিস শহরে, ২৩ জুলাই ২০২৪.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৯ জনের মায়োর্কার জালে তিন গোলে শুরু বার্সার
প্রথমার্ধে নির্ধারিত সময় শেষে তখন অতিরিক্ত ৭ মিনিটের খেলা চলছিল। ক্যামেরা গ্যালারিতে ধরতেই দেখা গেল রিয়াল মায়োর্কার জার্সি পরা অল্প বয়সী ছেলেটি কাঁদছে। পাশের একজন গা সাপটে সান্ত্বনা দিলেন। ছেলেটি হয়তো কল্পনাও করেনি, ঘরের মাঠে লা লিগার নতুন মৌসুমে শুরুতেই দুঃস্বপ্ন দেখতে হবে!
২৩ মিনিটের মধ্যে দুই গোল হজম করেছে মায়োর্কা। এই যন্ত্রণায় ‘বোনাস’ দুটি লাল কার্ড। সেটাও ম্যাচের ৩৯ মিনিটের মধ্যে! মায়োর্কার জন্য এরপর আর ম্যাচের কী থাকে!
বার্সেলোনার জন্য কাজটা কঠিন কিছু ছিল না। গত মৌসুমে লিগে ১০২ গোলের পথে শিরোপা জিতে প্রাক মৌসুমে ৪ ম্যাচে করেছে ২০ গোলে। লা লিগায় নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ থেকেই বার্সা গোলের ‘গাড়ি’ ছোটাবে সেটাই তো প্রত্যাশিত। শুরুটা কিন্তু তেমনই ছিল। ৭ মিনিটে রাফিনিয়ার গোলের পর ২৩ মিনিটে ফেরান তোরেসের গোলে আরও অনেক গোল দেখানোর পূর্বাভাস দিয়েছিল হ্যান্সি ফ্লিকের দল। কিন্তু বেশ কিছু সুযোগ তৈরি করেও গোল পেয়েছে মাত্র একটি। যোগ করা সময়ের ৪ মিনিটে গোল করেন লামিনে ইয়ামাল। ৩-০ গোলের জয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল কাতালান ক্লাবটি।
সেই মিশনে মার্কাস রাশফোর্ডকে প্রথম ম্যাচ থেকেই পেয়েছে বার্সা। স্থানীয় সময় সকালে লা লিগায় নিবন্ধিত হয়ে ম্যাচে নেমেছেন ৬৯ মিনিটে তোরেসের বদলি হয়ে।
বিস্তারিত আসছে…।