Prothomalo:
2025-10-03@11:36:49 GMT

কমলা হ্যারিসের সামনে এখন কী

Published: 10th, January 2025 GMT

ঠিক দুই মাস আগে ডোনাল্ড ট্রাম্পের কাছে নির্বাচনে হারের পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গত সোমবার (৬ জানুয়ারি) আদতে নিজের পরাজয়ের প্রত্যয়ন বা সার্টিফিকেশনের সভাপতিত্ব করলেন।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের প্রেসিডেন্ট হিসেবে তিনি সোমবার হাউস স্পিকারের বেদিতে দাঁড়িয়ে ইলেকটোরাল কলেজ ভোট গণনায় নেতৃত্ব দিলেন। এর মধ্য দিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো। এই ভোট গণনার দুই সপ্তাহ পর হোয়াইট হাউসে ফিরবেন ট্রাম্প।

পুরো ব্যাপারটাই কমলার জন্য বেদনাদায়ক ও বিব্রতকর। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় তিনি ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য বড়সড় হুমকি হিসেবে চিহ্নিত করে আসছিলেন।

অবশ্য এমনটা নয় যে এই প্রথম যুক্তরাষ্ট্রে কোনো পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী তাঁর প্রতিদ্বন্দ্বীকে নির্বাচনকারীদের সংখ্যা গুনতে কংগ্রেসের যৌথ অধিবেশনে নেতৃত্ব দিলেন। ২০০১ সালে এই অমর্যাদা হজম করেছেন আল গোর। তারও আগে করেছেন রিচার্ড নিক্সন, ১৯৬১ সালে।

তবে এবারের ঘটনাটিকে দোলাচলের এক নির্বাচনের উপযুক্ত সমাপন হিসেবে দেখা যায়। কমলা যুক্তরাষ্ট্রের প্রবীণতম প্রেসিডেন্টের সহচর থেকে হঠাৎ ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী পতাকা হাতে সামনে চলে এসেছিলেন। পরাজয়ের ধসে ভিতের গভীর দুর্বলতাগুলো ফুটে ওঠার আগ পর্যন্ত তাঁর অল্প দিনের প্রচারণা দলটিকে একঝলক আশা দেখিয়েছিল।

নির্বাচনী প্রচারণায় বক্তৃতা রাখছেন কমলা হ্যারিস। উইসকনসিন অঙ্গরাজ্যের ওয়েস্ট অ্যালিস শহরে, ২৩ জুলাই ২০২৪.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পূজার ছুটিতেও পর্যটকশূন্য খাগড়াছড়ি

সাপ্তাহিক ছুটিসহ দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটি উপভোগ করছেন সরকারি চাকরিজীবীসহ অনেকে। আনন্দমুখর পরিবেশে ছুটি উপভোগ করতে অনেকেই ভ্রমণ করছেন পর্যটন স্পটগুলোতে। তবে, পর্যটকশূন্য রয়েছে বাংলাদেশের অন্যতম ভ্রমণ গন্তব্য খাগড়াছড়ি।

সম্প্রতি খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করে জুম্ম ছাত্র-জনতা নামের একটি সংগঠন। খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় বিক্ষোভ চলাকালে ব্যাপক সহিংসতা হয়। পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে বাঙালিদের সংঘর্ষও হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ায় সহিংসতাকবলিত এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। এর প্রভাব পড়েছে পর্যটনেও। পূজার ছুটিতে পার্বত্য অঞ্চলের অন্যান্য জেলাতে পর্যটকদের ঢল নামলেও খাগড়াছড়িতে তা নেই। 

অন্যান্য বছর পূজার ছুটিতে খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো জমজমাট থাকলেও এ বছর হয়েছে তার উল্টো। পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, গুটি কয়েক মানুষ ছাড়া তেমন পর্যটক নেই খাগড়াছড়ির স্পটগুলোতে। পর্যটননির্ভর ব্যবসায়ীরা এখন অলস সময় পার করছেন। সম্প্রতি খাগড়াছড়িতে ঘটে যাওয়া সহিংসতার কারণে এ জেলায় পর্যটকদের আগমন কমেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন পর্যটননির্ভর ব্যবসায়ীরা। 

খাগড়াছড়ির মূল আর্কষণ আলুটিলা পর্যটনকেন্দ্র। সেখান থেকে দেখা যায় পুরো খাগড়াছড়ি শহর ও শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া আঁকাবাঁকা চেঙ্গী নদীর মনোরম দৃশ্য এবং এক পাহাড় থেকে অন্য পাহাড়ের সৌন্দর্য। সেই পর্যটন স্পটে এখন হাতেগোনা কয়েকজন ছাড়া পর্যটক নেই। খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্কেও পর্যটকের আনাগোনা খুবই কম।  

ঢাকা থেকে ঘুরতে আসা মো. ইসমাইল হোসেন ও চট্টগ্রাম থেকে আসা নিলুফার জাহান বলেছেন, পাহাড়ের মনোরম দৃশ্য দেখে তারা খুশি। কিন্তু, পর্যটক কম থাকায় তাদের ভালো লাগছে না। 

পর্যটন ব্যবসায়ী টিটু চাকমা জানিয়েছেন, পর্যটক না আসায় তার প্রতিষ্ঠানের কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন। 

হোটেল গাইরিংয়ের ম্যানেজার প্রান্ত বিকাশ ত্রিপুরা ও অরণ্য বিলাসের ম্যানেজার আব্দর রশিদ সাগর জানিয়েছেন, পূজার ছুটিতে তাদের হোটেলের ৮৫ ভাগ সিট বুকিং ছিল। কিন্তু, সহিংস পরিস্থিতির কারণে বুকিং বাতিল করছেন পর্যটকরা।

খাগড়াছড়ি পর্যটন মোটেলের অভ্যর্থনা ব্যবস্থাপক মো. সুজনুর রহমান সাগর জানিয়েছেন, তাদের যা বুকিং ছিল, সব বাতিল করেছেন পর্যটকরা। আশা ছিল, পূজার ছুটিতে ভালো ব্যবসা হবে। সহিংসতার কারণে তাদের প্রচুর ক্ষতি হলো।

পর্যটন খাতকে হরতাল, অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। 

খাগড়াছড়ির পুলিশ সুপার আশ্বস্ত করেছেন যে, পর্যটকরা এলে তাদের নিরাপত্তার দেওয়া হবে। 

খাগড়াছড়িতে এখনো ১৪৪ ধারা বলবৎ আছে। জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, পরিস্থিতি আরো স্বাভাবিক হলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে।

ঢাকা/রফিক

সম্পর্কিত নিবন্ধ