Prothomalo:
2025-01-15@14:59:03 GMT

কমলা হ্যারিসের সামনে এখন কী

Published: 10th, January 2025 GMT

ঠিক দুই মাস আগে ডোনাল্ড ট্রাম্পের কাছে নির্বাচনে হারের পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গত সোমবার (৬ জানুয়ারি) আদতে নিজের পরাজয়ের প্রত্যয়ন বা সার্টিফিকেশনের সভাপতিত্ব করলেন।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের প্রেসিডেন্ট হিসেবে তিনি সোমবার হাউস স্পিকারের বেদিতে দাঁড়িয়ে ইলেকটোরাল কলেজ ভোট গণনায় নেতৃত্ব দিলেন। এর মধ্য দিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো। এই ভোট গণনার দুই সপ্তাহ পর হোয়াইট হাউসে ফিরবেন ট্রাম্প।

পুরো ব্যাপারটাই কমলার জন্য বেদনাদায়ক ও বিব্রতকর। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় তিনি ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য বড়সড় হুমকি হিসেবে চিহ্নিত করে আসছিলেন।

অবশ্য এমনটা নয় যে এই প্রথম যুক্তরাষ্ট্রে কোনো পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী তাঁর প্রতিদ্বন্দ্বীকে নির্বাচনকারীদের সংখ্যা গুনতে কংগ্রেসের যৌথ অধিবেশনে নেতৃত্ব দিলেন। ২০০১ সালে এই অমর্যাদা হজম করেছেন আল গোর। তারও আগে করেছেন রিচার্ড নিক্সন, ১৯৬১ সালে।

তবে এবারের ঘটনাটিকে দোলাচলের এক নির্বাচনের উপযুক্ত সমাপন হিসেবে দেখা যায়। কমলা যুক্তরাষ্ট্রের প্রবীণতম প্রেসিডেন্টের সহচর থেকে হঠাৎ ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী পতাকা হাতে সামনে চলে এসেছিলেন। পরাজয়ের ধসে ভিতের গভীর দুর্বলতাগুলো ফুটে ওঠার আগ পর্যন্ত তাঁর অল্প দিনের প্রচারণা দলটিকে একঝলক আশা দেখিয়েছিল।

নির্বাচনী প্রচারণায় বক্তৃতা রাখছেন কমলা হ্যারিস। উইসকনসিন অঙ্গরাজ্যের ওয়েস্ট অ্যালিস শহরে, ২৩ জুলাই ২০২৪.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

স্থানীয়ভাবে তৈরি ৩ যুদ্ধজাহাজ যুক্ত হলো ভারতীয় নৌবাহিনীতে

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে আরো তিন আধুনিক যুদ্ধ জাহাজ। বুধবার মুম্বাইতে স্থানীয়ভাবে তৈরি করা যুদ্ধজাহাজ তিনটি নৌবাহিনীতে কমিশন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই প্রথম দিল্লি সম্পূর্ণরূপে ভারতে নির্মিত তিনটি যুদ্ধজাহাজ একসাথে কমিশন করলো। পাকিস্তান ও চীনের সঙ্গে পাল্লা দিতে নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর এই পদক্ষেপ নিয়েছে ভারত।

কমিশন করা জাহাজ তিনটির মধ্যে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস সুরাট, স্টিলথ ফ্রিগেট আইএনএস নীলগিরি এবং সাবমেরিন আইএনএস ভাগশির। ডেস্ট্রয়ার আইএনএস সুরাট পি১৫বি স্টিলথ ফ্রিগেট প্রকল্পের প্রথম জাহাজ। এটি ১৬৪ মিটার দৈর্ঘ্য এবং আট হাজার টন ভার বহনে সক্ষম। এই জাহাজে ৭৫ শতাংশ দেশীয় উপাদান ব্যবহার করা হয়েছে।

স্টিলথ ফ্রিগেট আইএনএস নীলগিরি নতুন শ্রেণির ফ্রিগেট। এর বহরে সাতটি জাহাজ থাকবে এবং এটি বর্তমানে পরিষেবায় থাকা শিবালিক-শ্রেণির আপডেট সংস্করণ। 

আইএনএস ভাগশির পি৭৫ স্করপিয়ান প্রজেক্টের শেষ সাবমেরিন। সবথেকে আধুনিক এবং প্রযুক্তি নির্ভর সাবমেরিন এটি। ফ্রান্স নাভাল গ্রুপের সাহায্যে এই সাবমেরিন তৈরি করা হয়েছে। এতে আধুনিক মিসাইলসহ সেন্সর যুক্ত করা আছে। শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম এই সাবমেরিন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ