পড়াগুলো ‘সর্বোচ্চ’, ‘মাঝারি’ ও ‘কম গুরুত্বপূর্ণ’—এভাবে ভাগ করতাম
Published: 12th, January 2025 GMT
১. স্বপ্নপূরণের সংগ্রাম
বিশ্ববিদ্যালয় ভর্তির যাত্রাপথটা সহজ না। প্রতিটি ধাপেই আছে কষ্ট, ত্যাগ ও চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জগুলোকে শক্তিতে পরিণত করে নিজেকে প্রস্তুত করেছি। সঠিক পরিকল্পনা ও ধৈর্য্য ধরে এগিয়ে যাওয়ায় সফলতার দরজা খুলে গেছে।
২. প্রশ্নব্যাংক বিশ্লেষণআমার প্রস্তুতির মূল ভিত্তি ছিল প্রশ্নব্যাংক বিশ্লেষণ। বিগত বছরের প্রশ্ন থেকে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পেয়েছে, চিহ্নিত করতাম। পড়াগুলো ‘সর্বোচ্চ’, ‘মাঝারি’ ও ‘কম গুরুত্বপূর্ণ’—এভাবে ভাগ করতাম। জানা বিষয় এড়িয়ে দুর্বল অংশে বারবার মনোযোগ দিতাম। এতে করে সময় বাঁচে, কমে পড়ার চাপ। প্রতিদিন ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে তা পূরণে মনোযোগ দিতাম।
আরও পড়ুনবুয়েট ক্যাম্পাসে দেখা হচ্ছে তো?০৬ অক্টোবর ২০২৪৩.রিভিশন
আমার সাফল্যের প্রধান চাবিকাঠি ছিল রিভিশন। নতুন কিছু শেখার চেয়ে পুরোনো বিষয়গুলো বারবার রিভিশন দিয়েছি। মডেল টেস্ট সমাধান করে সময় ব্যবস্থাপনা এবং অ্যাকুরেসির মাত্রা উন্নত করেছি। পরীক্ষার পর প্রতিটি ভুল বিশ্লেষণ করে চিহ্নিত করতাম। নিশ্চিত করতাম, পরে যেন ভুল না হয়। ভুলগুলো লাল কালি দিয়ে দাগিয়ে রাখতাম, বারবার পড়তাম।
৪. অফলাইন পরীক্ষা ও অনুশীলনঅফলাইন পরীক্ষায় অংশগ্রহণ প্রস্তুতিকে দৃঢ় করেছে। এটি পরীক্ষার হলে সময় ব্যবহারের কৌশল এবং মানসিক চাপ সামলানোর দক্ষতা গড়ে তোলে। প্রতিটি পরীক্ষার ভুল বিশ্লেষণ করতাম এবং সেগুলো সংশোধন করতাম। এতে আত্মবিশ্বাস বাড়ত, দূর হতো পরীক্ষাভীতি।
৫. মানসিক চাপযখন হতাশা বা চাপ বোধ করেছি, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছি। তারা আশ্বস্ত করত, সাহস জোগাত। বড় ভাইয়েরা বলতেন, ‘তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা কোরো, বাকিটা আল্লাহর ইচ্ছা।’ এই সাপোর্ট আমাকে নতুন উদ্যমে সামনে এগোতে সাহায্য করেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র মো. অপু শাজীউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ ক্রিকেটের সমস্যা কী, সমাধান কোথায়: শুনুন তামিমের মুখে
এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা কী? কোন বিষয়টি সবার আগে সমাধান করা উচিত?
দুটি প্রশ্নের উত্তরে অনেকেই অনেক কথাই বলবেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারও বিষয়টি ভালো জানার কথা। যেমন তামিম ইকবাল। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তামিমের সামনে দুটি প্রশ্ন রেখেছিলেন। তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যাসিলিটিজ (অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধা) নাই।’
প্রথম আলোর কার্যালয়ে উৎপল শুভ্রকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আড্ডার মেজাজে তামিম বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথাই বলেছেন। নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ লক্ষ্য—এসব নিয়েও বেশ খোলামেলা কথা বলেন সাবেক এই ওপেনার।
আলাপচারিতার একপর্যায়েই বাংলাদেশ ক্রিকেটে এ মুহূর্তের সমস্যার প্রসঙ্গ উঠেছিল। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাবকে সামনে টেনে এনে তামিম বলেছেন, ‘একটা আন্তর্জাতিক ক্রিকেট দলের যে ফ্যাসিলিটিজ দরকার হয় কিংবা বাংলাদেশের মতো দেশে সবচেয়ে জনপ্রিয় খেলার একটি (ক্রিকেট), যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, তার আশপাশেও নেই। পৃথিবীর তৃতীয়, চতুর্থ ধনী বোর্ডের যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, আমরা এর আশপাশেও নেই।’
তামিম বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করলেন, ‘ক্রিকেট দলের প্রতি ভক্তদের যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য যে ফ্যাসিলিটিজ দরকার, আমরা তার আশপাশেও নেই। আপনি মাঝারি মানের ক্রিকেটার হতে পারেন কিংবা মাঝারি মানের ব্যাটসম্যান হতে পারেন, সঠিক অনুশীলনের মাধ্যমে কিন্তু আপনি মাঝারি মান থেকে দুই ধাপ ওপরে উঠতে পারবেন।’
মুশফিকুর রহিম