Prothomalo:
2025-05-01@13:59:38 GMT

এভাবেই ফিরতে চেয়েছিলেন শিমু

Published: 14th, January 2025 GMT

মা হতে চলেছেন, খবরটি শোনার পর একেবারেই অভিনয় থেকে সরে যান সুমাইয়া শিমু। মাঝখানে দু–একবার মন টানলেও ক্যামেরার সামনে দাঁড়ানো সম্ভব হয়নি। একবার একটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে একই কাজের জন্য কয়েকজনের কাছ থেকে ফোন পান। চরিত্র, পরিচালক, প্ল্যাটফর্ম—সবই পছন্দ হয়। কিন্তু মা হতে চলেছেন যে এ অবস্থায় কী করে অভিনয় করবেন! কারণটা না বলেই না করে দেন শিমু। মন খারাপ করেন পরিচালকেরা। পরে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আবার শিমুকে বলা হয়, তাঁকেই গল্পের জন্য দরকার। তখন এই অভিনেত্রী বুঝিয়ে বললেন। ‘মাতৃত্বকালীন সময়টা ছিল আমার জীবনের সেরা সময়। অভিনয় থেকে দূরে থাকলেও জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় পুরোটাই উপভোগ করেছি,’ বলেন শিমু।

প্রশংসিত হয়েছেন শিমু। ছবি: চরকির সৌজন্যে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মে দিবসের ঢাকার শ্রমিক সমাবেশ ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ 

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের  শ্রমিক সমাবেশকে সফল করতে ১১নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১ মে) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় এ কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। 

এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময়ে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন এবং সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ দিপু'র নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শ্লোগানে শ্লোগানে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
 

সম্পর্কিত নিবন্ধ