ট্রাভেল ব্যান্ড হ্যালির ধূমকেতুর দুই গান
Published: 14th, January 2025 GMT
ঘোরাঘুরি করতে পছন্দ করেন গীতিকার, গায়ক ও সুরকার আহমেদ রাজীব এবং অভিনয়শিল্পী ইমতিয়াজ বর্ষণ। ঘোরাঘুরি করতে করতেই একসময় দুজন মিলে গড়ে তোলেন ট্রাভেল ব্যান্ড হ্যালির ধূমকেতু। প্রথমে দুটি গান কাভার করেছেন। এবার আর কাভার গান নয়, নিজেদের মৌলিক গান নিয়ে হাজির হলেন তাঁরা। তা–ও আবার একসঙ্গে দুটি গান প্রকাশ করলেন। ‘মেঘে মেঘে’ ও ‘হাওয়ার চিঠি’ শিরোনামে গান দুটির অডিও ভার্সন প্রকাশিত হয়েছে।
ইমতিয়াজ বর্ষণ জানালেন, অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব মিউজিক, স্পটিফাই, আইটিউনসসহ বৈশ্বিক বেশ কয়েকটি অডিও প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে গান দুটি। ‘হাওয়ার চিঠি’ গানের কথা লিখেছেন মহি মুহাম্মদ। সুর করেছেন আহমেদ রাজীব। অন্যদিকে ‘মেঘে মেঘে’ গানটির কথা ও সুর করেছেন অভিনেতা ও সংগীতশিল্পী ইমিতিয়াজ বর্ষণ। দুটি গানে কণ্ঠ দিয়েছেন আহমেদ রাজীব ও ইমতিয়াজ বর্ষণ।
হ্যালির ধূমকেতু ব্যান্ডের দুই সদস্য ইমতিয়াজ বর্ষণ ও আহমেদ রাজীব.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আক্কেলপুরের পেট্রলপাম্প থেকে চুরি যাওয়া ট্রাক পাওয়া গেল জয়পুরহাট শহরে
জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের একটি পেট্রলপাম্প থেকে চুরি হওয়ার এক দিন পর পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল–সংলগ্ন একটি পেট্রলপাম্পের সামনের সড়ক থেকে এটি উদ্ধার করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার গভীর রাতে আক্কেলপুরে পৌর শহরের চার মাথা মোড়ের একটি পেট্রলপাম্প থেকে ট্রাকটি চুরি হয়। পরে গতকাল বুধবার বিষয়টি টের পান মালিক।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, আক্কেলপুরের ওই পেট্রলপাম্পে দীর্ঘদিন ধরে ট্রাক ও বাস রাখেন চালকেরা। গত মঙ্গলবার রাতে মেসার্স রেখা পরিবহন নামের একটি ট্রাক সেখানে রাখেন চালক হাসান আলী। গতকাল সকালে তিনি দেখেন, ট্রাকটি আর সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ট্রাকটি চুরি করে নিয়ে যাচ্ছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
এ ঘটনায় ট্রাকটির মালিক মশিউর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আজ সকালে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল এলাকায় উদয় পেট্রলপাম্পের সামনের সড়কে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাক দেখতে পাওয়া যায়। মালিক সেখানে গিয়ে ট্রাকটি শনাক্ত করলে আক্কেলপুর থানা-পুলিশ সেটি জব্দ করে থানায় নিয়ে যায়।
মশিউর রহমান বলেন, ‘কে বা কারা আমার চুরি হওয়া ট্রাকটি জয়পুরহাট শহরের উদয় পেট্রলপাম্পের সামনে ফেলে রেখে চলে গেছে। পুলিশ গিয়ে ট্রাকটি নিয়ে গেছে।’