ঘোরাঘুরি করতে পছন্দ করেন গীতিকার, গায়ক ও সুরকার আহমেদ রাজীব এবং অভিনয়শিল্পী ইমতিয়াজ বর্ষণ। ঘোরাঘুরি করতে করতেই একসময় দুজন মিলে গড়ে তোলেন ট্রাভেল ব্যান্ড হ্যালির ধূমকেতু। প্রথমে দুটি গান কাভার করেছেন। এবার আর কাভার গান নয়, নিজেদের মৌলিক গান নিয়ে হাজির হলেন তাঁরা। তা–ও আবার একসঙ্গে দুটি গান প্রকাশ করলেন। ‘মেঘে মেঘে’ ও ‘হাওয়ার চিঠি’ শিরোনামে গান দুটির অডিও ভার্সন প্রকাশিত হয়েছে।

ইমতিয়াজ বর্ষণ জানালেন, অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব মিউজিক, স্পটিফাই, আইটিউনসসহ বৈশ্বিক বেশ কয়েকটি অডিও প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে গান দুটি। ‘হাওয়ার চিঠি’ গানের কথা লিখেছেন মহি মুহাম্মদ। সুর করেছেন আহমেদ রাজীব। অন্যদিকে ‘মেঘে মেঘে’ গানটির কথা ও সুর করেছেন অভিনেতা ও সংগীতশিল্পী ইমিতিয়াজ বর্ষণ। দুটি গানে কণ্ঠ দিয়েছেন আহমেদ রাজীব ও ইমতিয়াজ বর্ষণ।

হ্যালির ধূমকেতু ব্যান্ডের দুই সদস্য ইমতিয়াজ বর্ষণ ও আহমেদ রাজীব.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হাদিকে গুলি: দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে ইউনূসের আহ্বান

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার গুলিবিদ্ধ জুলাই অভ্যুত্থানের মুখ শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রেক্ষাপটে এই বৈঠক হয়। ১২ ফেব্রুয়ারি ভোট সামনে রেখে ইউনূস সতর্ক করেন যে, এটি নির্বাচন বানচাল করার পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি প্রশিক্ষিত শুটার ও ক্ষমতাচ্যুত শক্তির বিরুদ্ধে জুলাইপন্থীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে এক থাকার আহ্বান জানান।

সম্পর্কিত নিবন্ধ