কোনো ব্যাংকের পরিচালক টানা তিন মাস দেশের বাইরে থাকলে তার পক্ষে একজন বিকল্প পরিচালক নিয়োগ দিতে পারেন। বছরে একবারের জন্য এরকম নিয়োগ দেওয়া যায়। এতদিন বিকল্প পরিচালক নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগতো না। কেবল অবহিত করতে হতো। এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে বিকল্প পরিচালক নিয়োগ দিতে হবে। আজ মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক এমন এক সময়ে বিকল্প পরিচালক নিয়োগের নীতিমালা কঠিন করল যখন সরকার পরিবর্তনের পর অনেকেই পলাতক থাকায় পদ হারানোর ঝুঁকিতে আছেন। গত ১৮ সেপ্টেম্বর এক নির্দেশনার মাধ্যমে অনলাইনে পরিচালনা পর্ষদের সভায় অংশ নেওয়ার বিধান বাতিল করায় এ ঝুঁকি তৈরি হয়েছে। ২০২০ সালে করোনাভাইরাসের প্রভাব শুরুর পর থেকে অনলাইনে পরিচালনা পর্ষদের সভায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

জানা গেছে, এখন পর্যন্ত মেঘনা ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমানকে বিদেশ থেকে অনলাইনে সভা করার বিশেষ অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক এমপি। তাকে অনলাইনে অংশ নেওয়ার সুযোগের ফলে ব্যাংকটির পরিচালকদের ক্ষুব্ধ অংশ সোমবার গভর্নর ড.

আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাৎ করেন। আজ ব্যাংকটির পরিচালনা পর্ষদের পরবর্তী সভা হওয়ার কথা রয়েছে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহ উদ্ধার

ফতুল্লায় ৪৮ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) সকালে ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ড্রেন থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪৮ বছর হবে।

তার বিস্তারিত নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তার পড়নে লুঙ্গি ও শার্ট ছিল। প্রাথমিকভাবে শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে কোনো একসময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 
 

সম্পর্কিত নিবন্ধ