ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছেন।

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং ট্রাম্পকে ‘যুদ্ধের’ ঝুঁকি নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন।

মধ্যপন্থী হিসেবে পরিচিত পেজেশকিয়ানের সাক্ষাৎকারটি ট্রাম্পের শপথ গ্রহণের এক সপ্তাহেরও কম সময় আগে প্রচারিত হলো। ট্রাম্প তার 
প্রথম মেয়াদে ইরানের বিরুদ্ধে কঠোর নীতি বাস্তবায়ন করেছিলেন। ২০২৪ সালে মার্কিন নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন যে তাকে হত্যার চেষ্টার পিছনে ইরানের হাত থাকতে পারে।

পেজেশকিয়ান এনবিসিকে বলেছেন, “আমরা (ট্রাম্পকে হত্যার চেষ্টা) শুরু থেকেই কখনো এই চেষ্টা করিনি এবং করবও না।”

পেজেশকিয়ান আরও বলেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং তেহরান "পারমাণবিক অস্ত্র" তৈরির চেষ্টা করছে না।

২০১৫ সালে ইরানের পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণে জাতির চুক্তি হয়েছিল। ট্রাম্প তার প্রথম মেয়াদে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন।  ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছিলেন যে মার্কিন মিত্র ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালাতে পারে।

পেজেশকিয়ান এনবিসিকে বলেছেন, “আমি আশা করি ট্রাম্প এই অঞ্চল এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবেন, বিপরীতে রক্তপাত বা যুদ্ধে অবদান রাখবেন না। আমরা যেকোনো পদক্ষেপের প্রতিক্রিয়া জানাব। আমরা যুদ্ধকে ভয় পাই না, কিন্তু আমরা তা চাইও না।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।

বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ