ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছেন।

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং ট্রাম্পকে ‘যুদ্ধের’ ঝুঁকি নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন।

মধ্যপন্থী হিসেবে পরিচিত পেজেশকিয়ানের সাক্ষাৎকারটি ট্রাম্পের শপথ গ্রহণের এক সপ্তাহেরও কম সময় আগে প্রচারিত হলো। ট্রাম্প তার 
প্রথম মেয়াদে ইরানের বিরুদ্ধে কঠোর নীতি বাস্তবায়ন করেছিলেন। ২০২৪ সালে মার্কিন নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন যে তাকে হত্যার চেষ্টার পিছনে ইরানের হাত থাকতে পারে।

পেজেশকিয়ান এনবিসিকে বলেছেন, “আমরা (ট্রাম্পকে হত্যার চেষ্টা) শুরু থেকেই কখনো এই চেষ্টা করিনি এবং করবও না।”

পেজেশকিয়ান আরও বলেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং তেহরান "পারমাণবিক অস্ত্র" তৈরির চেষ্টা করছে না।

২০১৫ সালে ইরানের পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণে জাতির চুক্তি হয়েছিল। ট্রাম্প তার প্রথম মেয়াদে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন।  ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছিলেন যে মার্কিন মিত্র ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালাতে পারে।

পেজেশকিয়ান এনবিসিকে বলেছেন, “আমি আশা করি ট্রাম্প এই অঞ্চল এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবেন, বিপরীতে রক্তপাত বা যুদ্ধে অবদান রাখবেন না। আমরা যেকোনো পদক্ষেপের প্রতিক্রিয়া জানাব। আমরা যুদ্ধকে ভয় পাই না, কিন্তু আমরা তা চাইও না।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র হতে পারে, আশা আসিফ মাহমুদের

জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘সরকারের পক্ষ থেকে চেষ্টা রয়েছে, যাতে আগামী ৫ আগস্ট ঘোষণাপত্র দেওয়া যায়। সেই ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক ঐকমত্যে আসা প্রয়োজন। সবার মতামতের ভিত্তিতে সরকার জুলাই ঘোষণাপত্র দিতে চায়। আমরা আশা করছি, আগামী ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।’

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ এ কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘নির্বাচন আয়োজনের জন্য যেসব স্টেকহোল্ডার রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত, সবাই যথাযথ প্রস্তুতি নিয়ে নিচ্ছে। এখনো তো সরকারের চূড়ান্ত তারিখ পাইনি আমরা, সবেমাত্র সম্ভাব্য ডেট পেয়েছি, চূড়ান্ত ডেট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সংস্কার প্রসঙ্গে এই উপদেষ্টা বলেন, ‘সরকারের পক্ষ থেকে সংস্কারের রূপরেখা দেওয়া হয়েছে। আপনারা জানেন সংস্কার কমিশনগুলো কাজ করছে। সবাই ঐকমত্যে পৌঁছাচ্ছেন। সেই ভিত্তিতে একটা জুলাই চার্টার হবে, কী কী সংস্কার হবে। এর মধ্যে যেগুলো বাস্তবায়নযোগ্য, সেগুলো বাস্তবায়ন হবে। ইতিমধ্যে আমরা কাজ করছি। স্থানীয় সরকার বিভাগকে যেসব সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলো আমরা বাস্তবায়নে কার্যক্রম শুরু করে দিয়েছি। আশা কিছুদিনের মধ্যে হয়তো আপনারা ফলাফল দেখতে পাবেন।’

এ সময় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. সহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ