ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছেন।

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং ট্রাম্পকে ‘যুদ্ধের’ ঝুঁকি নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন।

মধ্যপন্থী হিসেবে পরিচিত পেজেশকিয়ানের সাক্ষাৎকারটি ট্রাম্পের শপথ গ্রহণের এক সপ্তাহেরও কম সময় আগে প্রচারিত হলো। ট্রাম্প তার 
প্রথম মেয়াদে ইরানের বিরুদ্ধে কঠোর নীতি বাস্তবায়ন করেছিলেন। ২০২৪ সালে মার্কিন নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন যে তাকে হত্যার চেষ্টার পিছনে ইরানের হাত থাকতে পারে।

পেজেশকিয়ান এনবিসিকে বলেছেন, “আমরা (ট্রাম্পকে হত্যার চেষ্টা) শুরু থেকেই কখনো এই চেষ্টা করিনি এবং করবও না।”

পেজেশকিয়ান আরও বলেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং তেহরান "পারমাণবিক অস্ত্র" তৈরির চেষ্টা করছে না।

২০১৫ সালে ইরানের পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণে জাতির চুক্তি হয়েছিল। ট্রাম্প তার প্রথম মেয়াদে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন।  ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছিলেন যে মার্কিন মিত্র ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালাতে পারে।

পেজেশকিয়ান এনবিসিকে বলেছেন, “আমি আশা করি ট্রাম্প এই অঞ্চল এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবেন, বিপরীতে রক্তপাত বা যুদ্ধে অবদান রাখবেন না। আমরা যেকোনো পদক্ষেপের প্রতিক্রিয়া জানাব। আমরা যুদ্ধকে ভয় পাই না, কিন্তু আমরা তা চাইও না।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের আবেদনের ওপর শুনানি নিয়ে আজ রোববার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আবদুল হান্নানকে আদালতে হাজির করে পুলিশ। রাজধানীর পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শামীম হাসান জিজ্ঞাসাবাদের জন্য তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মোটরসাইকেলে হেলমেট পরা অজ্ঞাতনামা দুজন সন্ত্রাসী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলিতে ওসমান হাদি গুরুতর জখম হন। র‍্যাব-২ ভিডিও ফুটেজ যাচাই করে মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানের বিষয়ে জানতে পারে। ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি আসামি।

আবেদনে আরও বলা হয়, আসামিদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার, জড়িত অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম–ঠিকানা সংগ্রহসহ অবস্থান জানা, মূল রহস্য উদ্‌ঘাটন ও তথ্য-অর্থের সম্পর্ক সংগ্রহ এবং কোন স্থান থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করা হয়েছে, তার উৎস জানার জন্য পুলিশের নিজ হেফাজতে রেখে আবদুল হান্নানকে সাত দিন জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

এর আগে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের (রেজিস্ট্রেশন নম্বর) সূত্র ধরে গতকাল শনিবার আবদুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করে র‍্যাব-২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলটি নিজের বলে স্বীকার করেছেন। পরে তাঁকে পল্টন মডেল থানায় সোপর্দ করা হয়।

আরও পড়ুনওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক৬ ঘণ্টা আগে

গত শুক্রবার বেলা ২টা ২৪ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। পেছন থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করেন। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সম্পর্কিত নিবন্ধ