ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার সকাল ৬টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন কামাল আহমেদ মজুমদার। অচেতন অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর তাকে সকাল সোয়া ৭টার দিকে নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

কারারক্ষীরা জানান, সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ার কারণে কামাল আহমেদ মজুমদারকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো.

ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা ঢাকা-১৫ আসনের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেকে নিয়ে আসেন কারারক্ষীরা। পরে তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ঢাকা বোর্ডের এইচএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণের তারিখ ঘোষণা, কবে কোন জেলা

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ১০ ডিসেম্বর থেকে বিতরণ শুরু করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গতকাল রোববার (৭ ডিসেম্বর ২০২৫) ঢাকা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের বৃত্তির তালিকা প্রকাশ২ ঘণ্টা আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ থেকে ২২ ডিসেম্বর বোর্ডের ৪ নম্বর ভবনের পঞ্চম তলায় এইচএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। ট্রান্সক্রিপ্টে ভুল পাওয়া গেলে সাত দিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বোর্ডে আবেদন করতে বলা হয়েছে।

আরও পড়ুন৩২ হাজার সহকারী শিক্ষকদের কোন কারণে পদোন্নতি হচ্ছে না জানালেন উপদেষ্টা১ ঘণ্টা আগে

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ ডিসেম্বর টাঙ্গাইল ও ঢাকা জেলার, ১১ ডিসেম্বর নরসিংদী ও ফরিদপুর জেলার ট্রান্সক্রিপ্ট দেওয়া হবে। মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ ১৪ ডিসেম্বর, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ ১৫ ডিসেম্বর, মাদারীপুর ও শরীয়তপুর ১৭ ডিসেম্বর, রাজবাড়ী ও গোপালগঞ্জ ১৮ ডিসেম্বর, গাজীপুর ২১ ডিসেম্বর এবং ঢাকা মহানগরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে ২২ ডিসেম্বর।

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, ফি ১০০০২৩ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ