কারাগারে অসুস্থ সাবেক শিল্প প্রতিমন্ত্রী ঢামেকে ভর্তি
Published: 15th, January 2025 GMT
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার সকাল ৬টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন কামাল আহমেদ মজুমদার। অচেতন অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর তাকে সকাল সোয়া ৭টার দিকে নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
কারারক্ষীরা জানান, সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ার কারণে কামাল আহমেদ মজুমদারকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে গোপালগঞ্জে বিস্ফোরণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আরো পড়ুন:
মানিকগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ
নারায়ণগঞ্জে কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
রাতে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, জেলা প্রশাসক কার্যালয় ও জেলা স্টেডিয়ামের সামনের তিন রাস্তার মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসময় বিকট শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে ধোয়ায় আচ্ছান্ন হয়ে পড়ে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
গোপালগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন বলেন, এ দুটি ককটেল নয়, পটকাজাতীয় বস্তু। খবর পেয়ে গোপালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। তবে সেখানে কোনো পিলেট বা ধাতববস্তু পাওয়া যায়নি। শুধু পাওডার পাওয়া গেছে। এ ঘটনায় সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করা হবে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা/বাদল/রাসেল