থানায় বিরোধ মীমাংসার পর যুবদল নেতার বাড়িতে গুলি, আহত বাবার মৃত্যু
Published: 15th, January 2025 GMT
রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে মো. আলাউদ্দীন (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর পবা উপজেলার ভুগরইল গ্রামের বাসিন্দা। তার ছেলে সালাহউদ্দিন মিন্টু নওহাটা পৌর যুবদলের সাবেক সদস্য।
মঙ্গলবার রাত দেড়টার দিকে সালাহউদ্দিন মিন্টুর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। দরজা ভেদ করে একটি গুলি বাড়িতে ঢোকে। এতে আহত হন মিন্টুর বাবা আলাউদ্দিন। গুলিটি কোমরে লাগে। রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বেলা ৩টার দিকে অপারেশন থিয়েটারে তিনি মারা যান।
নিহতের ছেলে সালাহউদ্দিন মিন্টু জানান, তাদের এলাকায় দু’পক্ষের টাকা-পয়সা নিয়ে একটা বিরোধ ছিল। এটি মীমাংসার জন্য রাতে উভয়পক্ষ রাজশাহীর এয়ারপোর্ট থানায় বসেছিল। একপক্ষের একজন তাঁর ‘ছোট ভাই’। এ জন্য তিনিও গিয়েছিলেন। থানায় মীমাংসাও হয়ে যায়। এরপর তিনি বাড়ি ফেরেন। এর আধাঘণ্টা পরই তাঁর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।
এ ঘটনায় জড়িত অভিযোগে ভুগরইল শিহাবের মোড় এলাকার কয়েকজনের নাম জানিয়ে মিন্টু বলেন, ‘তারা ১০-১২ জন এসেছিল। সবাই টোকাই, মাদকাসক্ত। তারা গুলিবর্ষণ করেছে।’
নগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, ‘দুটিপক্ষ থানায় একটি আপস-মীমাংসার জন্য বসেছিল। তারপর নাকি একপক্ষ গিয়ে মিন্টুর বাড়িতে গুলিবর্ষণ করেছে। ঘটনাস্থল পড়েছে শাহমখদুম থানা এলাকায়। শাহমখদুম থানা-পুলিশ ব্যবস্থা নেবে।’
শাহমখদুম থানার ওসি মাহবুব আলম বলেন, ‘হাসপাতালে অপারেশন থিয়েটারে আলাউদ্দিন মারা গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য বদল
এছাড়াও পড়ুন:
বাঁশ চেয়ে না পেয়ে পুরোহিতকে মারধর
বাঁশ চেয়ে না পেয়ে রাজশাহীর পঞ্চবটী মহাশ্মশান মন্দিরের পুরোহিত সাগর কুমার রায়কে মারধরের অভিযোগ উঠেছে আলিফ আলী নামে এক যুবকের বিরুদ্ধে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মন্দির কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে।
পুরোহিত সাগর রায় কুমার অভিযোগ করেন, স্থানীয় যুবক আলিফ মন্দিরে ঢুকে সাগরের কাছে কবুতরের মাচা তৈরির জন্য চিতায় লাশ পোড়ানোর জন্য রাখা বাঁশ চান। পুরোহিত বাঁশ দিতে অস্বীকৃতি জানালে সেখানে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুরোহিতকে চড়-থাপ্পড় মারেন ওই যুবক।
আরো পড়ুন:
অপরাধীদের তথ্য জানাতে পুলিশের অনুরোধ
ভারতের ‘র’ আমার ভাইকে বাঁচতে দেবে না: ওসমান হাদির বোন
এ ঘটনার পর পঞ্চবটী মহাশ্মশান মন্দির পরিদর্শন করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহীর সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক অশোক শাহা। তারা ঘটনার নিন্দা জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
নগরীর বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুরোহিত ও হামলাকারী পূর্ব পরিচিত। পুরোহিতের পক্ষ থেকে এ ঘটনায় থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’
এ বিষয়ে অভিযুক্তের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঢাকা/কেয়া/রাজীব