সপ্তাহের শেষ দিন হলেও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারিতে আজ ছিল তিল ধারণের জায়গা নেই। খুলনা টাইগার্সের বিপক্ষে স্বাগতিক চিটাগং কিংসের ম্যাচ দেখতে দর্শকদের ঢল নেমেছিল স্টেডিয়ামে। আর তাদের হতাশ না করে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দিয়েছেন কিংস ব্যাটার গ্রাহাম ক্লার্ক। বিধ্বংসী ব্যাটিংয়ে বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটার। তার ঝোড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০০ রানের বিশাল সংগ্রহ গড়ে চট্টগ্রাম।  

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। উসমান খান দ্রুত ফিরে গেলেও দলের ইনিংসের হাল ধরেন গ্রাহাম ক্লার্ক। ব্যাটিংয়ে নেমেই আবু হায়দার রনিকে চার মেরে শুরু করেন তাণ্ডব। এরপর মেহেদী হাসান মিরাজ এবং মোহাম্মদ নওয়াজের স্পিনেও দেখিয়েছেন দক্ষতা। অভিষিক্ত মাহফুজুর রাব্বির এক ওভারে টানা তিন ছক্কা হাঁকিয়ে একাই সংগ্রহ করেন ২০ রান। পরের ওভারে সালমান ইরশাদকেও হাঁকান একটি চার ও একটি ছক্কা।  

ক্লার্কের বিধ্বংসী ইনিংস থামে ১০১ রানে, সালমান ইরশাদের বলে আউট হওয়ার মাধ্যমে। এর আগে দ্বিতীয় উইকেটে পারভেজ হোসেন ইমনের সঙ্গে ৬৩ বলে ১২৮ রানের বড় জুটি গড়েন তিনি। চারটি চার এবং দুটি ছক্কায় মাত্র ২৬ বলে পঞ্চাশে পৌঁছান ক্লার্ক। আর তিন অঙ্কের ঘরে পৌঁছান ৪৮ বলে। সেঞ্চুরির পথে তার ইনিংসে ছিল সাতটি চারের সঙ্গে ছয়টি বিশাল ছক্কা।  

চলতি বিপিএলে এটি ষষ্ঠ সেঞ্চুরি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ক্লার্কের এটি দ্বিতীয় সেঞ্চুরি। তার ধারাবাহিক ফর্মে চট্টগ্রাম পাচ্ছে বড় ভরসা। শেষ তিন ম্যাচে তিনি করেন ৬০, ৩৯ এবং ৪০ রান। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

প্রেমিকার বিয়ের দিনে প্রেমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

নড়াইলের লোহাগড়ায় প্রেমিকার বিয়ের দিনে প্রেমিক সৈয়দ মাসুম বিল্লাহর (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। মাসুমের বাম হাতের একটি আঙুলের নখ উপড়ে ফেলার আলামত থাকায় তার পরিবার অভিযোগ করছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে কালনা মধুমতি সেতুর পশ্চিম পাশে রাস্তার ওপর মাসুমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ইজিবাইকের চালক সুজন শেখ তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বিকেলে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মাসুম বিল্লাহ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের মৃত সৈয়দ রকিবুল ইসলামের ছেলে। 

আরো পড়ুন:

জুলাই হত্যাকাণ্ডের মামলায় চট্টগ্রামে প্রথম অভিযোগপত্র দাখিল

সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

মাসুমের স্বজনরা জানিয়েছেন, শালনগর ইউনিয়নের এক কিশোরীর সঙ্গে মাসুমের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির বিয়ের খবর পেয়ে শুক্রবার (১ আগস্ট) সকালে তিনি ঢাকা থেকে লোহাগড়ায় আসেন। সকালে পরিবারের সঙ্গে তার শেষবার কথা হয়, এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

মাসুম বিল্লাহর চাচা শরিফুল ইসলাম বলেছেন, “আমরা শুনেছি, সকালে লোহাগড়া বাজারের একটি পার্লারে মেয়েটির সঙ্গে মাসুমের কথা হয়। এর পর মেয়েটির বাবার কাছ থেকে হুমকি পায় সে। পরে হাসপাতাল থেকে ফোন পেয়ে মাসুমের মৃত্যুর খবর জানি। তার বাম হাতের  নখ উপড়ানো ছিল। সব মিলিয়ে মনে হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”

মাসুমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া ইজিবাইক চালক সুজন বলেছেন, “ঘটনাস্থলে কোনো দুর্ঘটনার চিহ্ন ছিল না। তবে মনে হয়েছে, কেউ মাসুমকে গাড়ি থেকে ফেলে দিয়েছে।”

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম শনিবার (২ আগস্ট) সকালে সাংবাদিকদের বলেছেন, “আমরা মাসুম বিল্লাহকে মৃত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে আসি। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।” 

ঢাকা/শরিফুল/রফিক

সম্পর্কিত নিবন্ধ