ক্লার্কের ঝোড়ো সেঞ্চুরিতে রান পাহাড়ে চট্টগ্রাম
Published: 16th, January 2025 GMT
সপ্তাহের শেষ দিন হলেও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারিতে আজ ছিল তিল ধারণের জায়গা নেই। খুলনা টাইগার্সের বিপক্ষে স্বাগতিক চিটাগং কিংসের ম্যাচ দেখতে দর্শকদের ঢল নেমেছিল স্টেডিয়ামে। আর তাদের হতাশ না করে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দিয়েছেন কিংস ব্যাটার গ্রাহাম ক্লার্ক। বিধ্বংসী ব্যাটিংয়ে বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটার। তার ঝোড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০০ রানের বিশাল সংগ্রহ গড়ে চট্টগ্রাম।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। উসমান খান দ্রুত ফিরে গেলেও দলের ইনিংসের হাল ধরেন গ্রাহাম ক্লার্ক। ব্যাটিংয়ে নেমেই আবু হায়দার রনিকে চার মেরে শুরু করেন তাণ্ডব। এরপর মেহেদী হাসান মিরাজ এবং মোহাম্মদ নওয়াজের স্পিনেও দেখিয়েছেন দক্ষতা। অভিষিক্ত মাহফুজুর রাব্বির এক ওভারে টানা তিন ছক্কা হাঁকিয়ে একাই সংগ্রহ করেন ২০ রান। পরের ওভারে সালমান ইরশাদকেও হাঁকান একটি চার ও একটি ছক্কা।
ক্লার্কের বিধ্বংসী ইনিংস থামে ১০১ রানে, সালমান ইরশাদের বলে আউট হওয়ার মাধ্যমে। এর আগে দ্বিতীয় উইকেটে পারভেজ হোসেন ইমনের সঙ্গে ৬৩ বলে ১২৮ রানের বড় জুটি গড়েন তিনি। চারটি চার এবং দুটি ছক্কায় মাত্র ২৬ বলে পঞ্চাশে পৌঁছান ক্লার্ক। আর তিন অঙ্কের ঘরে পৌঁছান ৪৮ বলে। সেঞ্চুরির পথে তার ইনিংসে ছিল সাতটি চারের সঙ্গে ছয়টি বিশাল ছক্কা।
চলতি বিপিএলে এটি ষষ্ঠ সেঞ্চুরি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ক্লার্কের এটি দ্বিতীয় সেঞ্চুরি। তার ধারাবাহিক ফর্মে চট্টগ্রাম পাচ্ছে বড় ভরসা। শেষ তিন ম্যাচে তিনি করেন ৬০, ৩৯ এবং ৪০ রান।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
ঢাকার শ্রমিক সমাবেশে সজল- সাহেদের নেতৃত্বে মহানগর যুবদলের অংশগ্রহণ
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে মহানগর মহানগর যুবদলের নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করে অংশগ্রহন করেছে ।
বৃহস্পতিবার (১ মে ) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় এ কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ ।
এছাড়াও মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর,সিদ্ধিরগঞ্জ, বন্দর থানারষ ও উপজেলা বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।