হবিগঞ্জের মাধবপুরে বাবার দায়ের কোপে মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রানু বেগম (১৫) উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মঈনুদ্দিনের (৪২) মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত মঈনুদ্দিনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায়ই মোবাইলে কথা বলত রানু। এ বিষয়টি ভালোভাবে নিতেন না মঈনউদ্দীন। বুধবার দুপুরে রানু বেগম ফোনে কথা বলার সময় পেছন থেকে ধারালো দা দিয়ে কোপ দেন মঈনুদ্দিন। এতে রানুর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত রানু বেগমের মা শাহেদা বেগম বলেন, ‘‘মোবাইলে কথা বলার জেরেই এ ঘটনা ঘটিয়েছেন আমার স্বামী। মেয়ে হত্যার বিচার চাই।’’

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘অভিযুক্ত মঈনুদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আজহারুল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এ ঘটন

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ