মোবাইলে কথা বলায় বাবার দায়ের কোপে প্রাণ গেল মেয়ের
Published: 22nd, January 2025 GMT
হবিগঞ্জের মাধবপুরে বাবার দায়ের কোপে মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রানু বেগম (১৫) উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মঈনুদ্দিনের (৪২) মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত মঈনুদ্দিনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায়ই মোবাইলে কথা বলত রানু। এ বিষয়টি ভালোভাবে নিতেন না মঈনউদ্দীন। বুধবার দুপুরে রানু বেগম ফোনে কথা বলার সময় পেছন থেকে ধারালো দা দিয়ে কোপ দেন মঈনুদ্দিন। এতে রানুর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত রানু বেগমের মা শাহেদা বেগম বলেন, ‘‘মোবাইলে কথা বলার জেরেই এ ঘটনা ঘটিয়েছেন আমার স্বামী। মেয়ে হত্যার বিচার চাই।’’
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘অভিযুক্ত মঈনুদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আজহারুল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২১ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে।
নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ হাজার ৬২ জন পরীক্ষার্থী আবেদন করে। গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৮ এপ্রিল ফলাফল প্রকাশিত হয়। আগামী ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।