অর্শদীপ সিং ছিলেন আইসিসির ঘোষিত ২০২৩ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি দলে। গতবছর (২০২৪ সালে) ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পেছনে অসামান্য অবদান রাখেন এই বাঁহাতি পেসার। তার স্বীকৃতিস্বরূপ আজ (২৫ জানুয়ারি, ২০২৫) ২০২৪ সালের টি-টোয়েন্টিতে বর্ষসেরা ক্রিকেটারের মর্যাদা পেলেন অর্শদীপ।

২০২৪ সালে ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন অর্শদীপ। এই বাঁহাতি পেসার ৩৬টি উইকেট শিকার করেছেন ১৩.

৫০ গড়ে। প্রতি ম্যাচে গড়ে পেয়েছেন ২টি করে উইকেট। কুড়ি ওভারের ক্রিকেটে সাধারণত ব্যাটসম্যানরাই দাপট দেখান। সেখানে অর্শদীপ ব্যাটারদের উপর দাপট দেখিয়েছেন।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও অনবদ্য পারফর্ম করেন তিনি। আটটি ম্যাচে নেন ১৭টি উইকেট। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন মাত্র ৯ রান খরচ করে। বিশেষ করে ইনিংসের শেষ দিকের ওভারগুলিতে অর্শদীপের হাতে বল তুলে দিয়ে নিশ্চিত থেকেছেন রোহিত শর্মা। ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০ বলে যখন ডিফেন্ড করার জন্য মাত্র ৩০ রান ছিল, তখন জাসপ্রীত বুমরাহর সাথে জুটি বেঁধে দারুণ বোলিং করেছিলেন আর্শদীপ।

আরো পড়ুন:

বাংলাদেশের কেউ নেই আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে, আছেন জিম্বাবুয়ের একজন

শেষ গন্তব্যে বিপিএল

ভারতের প্রথম বোলার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলকের সামনে অর্শদীপ (৯৮)। ইডেনে ইংল্যান্ডের বিপক্ষে এই মুহূর্তে চলমান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এখন পর্যন্ত ১ উইকেট নিয়ে 'উইকেটের সেঞ্চুরি' থেকে আছেন দুই কদম দূরে। এই বাঁহাতি পেসার ইডেনে চলমান সিরিজের প্রথম ম্যাচে ১ উইকেট নিয়ে পেছনে ফেলেছেন যুজবেন্দ্র চাহালকে। কুড়ি ওভারের সংস্করণে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী এখন আর্শদীপ। 

ঢাকা/নাভিদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আইস স উইক ট

এছাড়াও পড়ুন:

ষষ্ঠ ও অষ্টম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ

ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরম (ইএসআইএফ) পূরণের রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। ২০২৪ সালের ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরম (ইএসআইএফ) পূরণের রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। ২১ সেপ্টেম্বর শুরু হয়ে ১৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন শিক্ষার্থীরা। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৮ ঘণ্টা আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৪ খ্রিষ্টাব্দের ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে (ইএসআইএফ) পূরণ রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন করে বিলম্ব ফিসহ জমা দিতে হবে ১৩ অক্টোবরের মধ্যে। তথ্য (ইএসআইএফ) এন্ট্রির সর্বশেষ সময় ১৫ অক্টোবর। শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবেন। আগে এন্ট্রি করা শিক্ষার্থীর কোনো তথ্য এডিট বা ডিলেট করার সুযোগ থাকবে না।

আরও পড়ুনজাপানে মাস্টার্স ও পিএইচডির সুযোগ, ১-৪ বছর পর্যন্ত আর্থিক সুবিধা১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ষষ্ঠ ও অষ্টম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ
  • শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স
  • ২ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়
  • রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা নাভালনির শরীরে বিষ প্রয়োগ করা হয়েছিল: স্ত্রীর দাবি
  • রূপালী লাইফের আর্থিক হিসাবে ৬৯ কোটি টাকার গরমিল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে ভর্তি: মাইগ্রেশন, বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ
  • হেলথ টেকনোলজি কোর্সে ভর্তি, অপেক্ষমাণ থেকে তৃতীয় মেধাতালিকা প্রকাশ
  • তাপমাত্রা বেড়ে দেশের ক্ষতি ২১ হাজার কোটি টাকা, কীভাবে হচ্ছে, কেন হচ্ছে
  • শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল ঢাকা ইন্স্যুরেন্স
  • সোনালী ও রূপালী মুনাফায়, অগ্রণী ও জনতা লোকসানে