ঢাকা লেডিস ক্লাবের 'দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আনিসা হক সভাপতি ও রোকসানা বার চৌধুরী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার এক চিঠিতে লেডিস ক্লাব জানায় গত শুক্রবার নির্বাচনটি অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে মনোয়ারা তাহির সহ-সভাপতি, রুবাবা জলিল সহ-সভাপতি, নাজমা মোস্তফা চৌধুরী কোষাধ্যক্ষ, শাহিদা আক্তার যুগ্ম-সাধারণ সম্পাদক, তাছমিন আক্তার নীনা যুগ্ম-সাধারণ সম্পাদক,  ফেরদৌস আরা চৌধুরী (নিম্মি চৌধুরী) সাংস্কৃতিক সম্পাদক, রাফেয়া আবেদীন সমাজ কল্যাণ সম্পাদক, শাহানা পারভিন ক্রীড়া সম্পাদক, শাহিন আহমেদ (ডেইজি নাসিম) সাহিত্য সম্পাদক, সৈয়দা জাহানারা (ডলি) গ্রন্থাগার সম্পাদক, সুরাইয়া ইসলাম খাদ্য সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটির সদস্য হিসেবে আছেন- ফরিদা ইয়াসমিন ও শারমিন রহমান চৈতি। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

প্রকৃতির সান্নিধ্যে তিশা, রইল ৫ ছবি

ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ