রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের স্মরণে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)’র উদ্যোগে পীরগঞ্জের বাবনপুর কামিল মাদরাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে কম্বল ও চাদর এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

এই কর্মসূচি ২০২৪ সালের অক্টোবর মাসে আয়োজিত স্বাস্থ্য ক্যাম্পের ধারাবাহিক উদ্যোগের একটি অংশ, যার লক্ষ্য শহীদ আবু সাঈদের অদম্য চেতনাকে সম্মান জানানো। 

পিপিআরসি-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ১৫০টি কম্বল, ৪০০টি চাদর এবং ১২০টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে অডিও বার্তা প্রদান করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ব্র্যাকের চেয়ারপারসন এবং পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড.

হোসেন জিল্লুর রহমান। 

অডিও বার্তায় তিনি বলেন, আবু সাঈদের আত্মত্যাগ জুলাই-আগস্টের গণঅভুত্থানকে বেগবান করেছিল। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পিপিআরসির পক্ষ থেকে গেল বছরের অক্টোবর মাসে পীরগঞ্জের বাবনপুর গ্রামের কামিল (এমএ) মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে একটি হেলথ ক্যাম্প করেছিলাম। এবারে একই সামাজিক ও নৈতিক দায়বদ্ধতার সূত্রধরে শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণ ও স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হচ্ছে।’

এই কর্মসূচিতে সহযোগিতা করেছে বিকাশ, ব্র্যাক, সিনিয়র সিটিজেনস সোসাইটি এবং শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন। বস্ত্র বিতরণ ও স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্র্যাকের রংপুর ডিসট্রিক্ট কো-অর্ডিনেটর একে এম জাহিদুল ইসলাম, পিপিআরসি’র ম্যানেজার কমিউনিকেশন জয়ন্ত পাল, ব্র্যাক অ্যাডভোকেসি প্রোগ্রামের মো. মুসা মিয়া, শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন এবং চাচা মো. মনজুর হোসেন ও আব্দুল আহাদ, শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীনসহ অন্যান্যরা।

উৎস: Samakal

কীওয়ার্ড: শ তবস ত র ব তরণ স ক ল ব য গ ব তরণ ক প রগঞ জ প প আরস

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ