সমকালের স্টাফ রিপোর্টার (খুলনা ব্যুরো) হাসান হিমালয়সহ তিন সাংবাদিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ-২০২৪ পেয়েছেন। 

বুধবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক অনুষ্ঠানে তিন সাংবাদিকের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড.

ইফতেখারুজ্জামান।

ফেলোশিপ জয়ী অন্য দুজন হলেন- আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাইফুল মাসুম ও মোহনা টেলিভিশনের মনিরুল ইসলাম।
 
‘নেই নজর, জবাবদিহিতা কম, আয়-ব্যয়ে নয় ছয়’ এবং ‘শরীর মরছে পুষ্টিতে, মন মরছে বৈরি পরিবেশে’ প্রতিবেদন দুটির জন্য টিআইবির এই ফেলোশিপ পেয়েছেন হাসান হিমালয়।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান, সমকালের প্রধান প্রতিবেদক মশিউর রহমান, মফস্বল সম্পাদক মনির হোসেন, মোহনা টিভির সিইও ও বার্তাপ্রধান বোরহানুল হক সম্রাট, প্রধান বার্তা সম্পাদক আব্দুর রউফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী ব্যবস্থাপনার উপদেষ্টা অধ্যাপক ডা. সুমাইয়া খায়ের, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ।

উৎস: Samakal

কীওয়ার্ড: ট আইব ট আইব র

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ