চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রেস্টের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন রদ্রিগো গোয়েস। অন্য গোলটি এসেছে জুড বেলিংহামের পা থেকে। 

ব্রেস্টের মাঠে বড় জয় পেলেও চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সেরা আটে শেষ করতে পারেনি লস ব্লাঙ্কোসরা। যার অর্থ সরাসরি শেষ ষোলোয় খেলা হবে না তাদের। পয়েন্ট টেবিলে ১১তম অবস্থানে শেষ করা দলটির খেলতে হবে প্লে অফ।

এবারের চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম অনুযায়ী, সেরা ৮ দল সরাসরি দ্বিতীয় রাউন্ড খেলবে। ৯ থেকে ২৪ নম্বরে থাকা ১৬টি দল নকআউট প্লে অফ খেলবে। জয়ী দল যাবে শেষ ষোলোয়।

রিয়াল মাদ্রিদের অবশ্য সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলোয় যাওয়ার সুযোগ ছিল। তবে নিজেরা জিতলেই হতো না। মিলতে হতো অনেকগুলো সমীকরণ। যেমন এসি মিলান ও আটালান্টার পয়েন্ট হারাতে হতো। মিলান ২-১ গোলে ডায়নামো জাগরেভের কাছে হেরে সেরা আট থেকে পড়ে গেছে। আবার বার্সার বিপক্ষে ২-২ গোলে ড্র করে আটালান্টাও সেরা আটের বাইরে চলে গেছে।

কিন্তু বায়ার লেবারকুসেন, অ্যাস্টন ভিলা ও লিলি বড় জয়ে সেরা আটে জায়গা পাকা করেছে। লেভারকুসেন যেমন স্পার্তা প্রাগের বিপক্ষে ২-০ গোলে জিতেছে। অ্যাস্টন ভিলা ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে সেল্টিককে। লিলি ৬-১ গোলে জিতেছে ফায়েনর্ডের বিপক্ষে। তারা পয়েন্ট হারালে রিয়ালে হয়তো সেরা আটে ঢুকতে পারতো।

শুক্রবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের ড্র হবে। ১২ ও ১৩ ফেব্রুয়ারি প্লে অফের প্রথম লেগ এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ মাঠে গড়াবে। ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র হবে।  

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

হাদিকে গুলির ঘটনা আ.লীগের নির্বাচনবিরোধী ছকের অংশ: নাহিদ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনবিরোধী ছকের অংশ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন:

জুলাই অভ্যুত্থানকে নস্যাতের ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ অবস্থান

দুর্নীতি-সন্ত্রাসের অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল: নাহিদ 

নাহিদ ইসলাম বলেন, “হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, আওয়ামী লীগের নির্বাচনবিরোধী ছকের অংশ।”

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নরমালাইজ করার চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, “আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার চেষ্টা দেখছি।”

এনসিপির আহ্বায়ক বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সব জায়গায় আওয়ামী লীগকে প্রতিহত করা, প্রশাসনিকভাবে প্রতিহত করা এবং ভারতের হস্তক্ষেপ বন্ধ করার কথা বলেছি।”

পতিতরা নির্বাচন ঠেকাতে চাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “সবাইকে দায়িত্ব নিয়ে নির্বাচনি পরিবেশ ফেরাতে হবে।”

নাহিদ বলেন, “আমরা সর্বাত্মকভাবে জাতীয় ঐক্য ধরে রাখব বলেছি। হামলাকারী ও পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছি।”

এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে করেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৈঠকে তিনটি দলের দুজন করে প্রতিনিধি অংশ নেন।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন-দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন-দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এছাড়া এনসিপির প্রতিনিধিদলে ছিলেন- দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

ঢাকা/রায়হান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ