বড় জয় পেলেও সমীকরণ মেলেনি রিয়ালের
Published: 30th, January 2025 GMT
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রেস্টের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন রদ্রিগো গোয়েস। অন্য গোলটি এসেছে জুড বেলিংহামের পা থেকে।
ব্রেস্টের মাঠে বড় জয় পেলেও চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সেরা আটে শেষ করতে পারেনি লস ব্লাঙ্কোসরা। যার অর্থ সরাসরি শেষ ষোলোয় খেলা হবে না তাদের। পয়েন্ট টেবিলে ১১তম অবস্থানে শেষ করা দলটির খেলতে হবে প্লে অফ।
এবারের চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম অনুযায়ী, সেরা ৮ দল সরাসরি দ্বিতীয় রাউন্ড খেলবে। ৯ থেকে ২৪ নম্বরে থাকা ১৬টি দল নকআউট প্লে অফ খেলবে। জয়ী দল যাবে শেষ ষোলোয়।
রিয়াল মাদ্রিদের অবশ্য সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলোয় যাওয়ার সুযোগ ছিল। তবে নিজেরা জিতলেই হতো না। মিলতে হতো অনেকগুলো সমীকরণ। যেমন এসি মিলান ও আটালান্টার পয়েন্ট হারাতে হতো। মিলান ২-১ গোলে ডায়নামো জাগরেভের কাছে হেরে সেরা আট থেকে পড়ে গেছে। আবার বার্সার বিপক্ষে ২-২ গোলে ড্র করে আটালান্টাও সেরা আটের বাইরে চলে গেছে।
কিন্তু বায়ার লেবারকুসেন, অ্যাস্টন ভিলা ও লিলি বড় জয়ে সেরা আটে জায়গা পাকা করেছে। লেভারকুসেন যেমন স্পার্তা প্রাগের বিপক্ষে ২-০ গোলে জিতেছে। অ্যাস্টন ভিলা ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে সেল্টিককে। লিলি ৬-১ গোলে জিতেছে ফায়েনর্ডের বিপক্ষে। তারা পয়েন্ট হারালে রিয়ালে হয়তো সেরা আটে ঢুকতে পারতো।
শুক্রবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের ড্র হবে। ১২ ও ১৩ ফেব্রুয়ারি প্লে অফের প্রথম লেগ এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ মাঠে গড়াবে। ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ইরান পারমাণবিক স্থাপনাগুলো আরো শক্তিশালী করে পুনর্নির্মাণ করবে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে ‘আরো শক্তিশালী করে’ পুনর্নির্মাণ করবে। রবিবার সরকারি সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্রের সন্ধান করছে না।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তেহরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন।
ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, “ভবন ও কারখানা ধ্বংস আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না, আমরা আরো শক্তির সাথে পুনর্নির্মাণ করব।”
জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। ওই সময় ওয়াশিংটন বলেছিল, স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেএকটি কর্মসূচির অংশ ছিল। তবে তেহরান জানিয়েছিল, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে।
ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, “এগুলো জনগণের সমস্যা সমাধানের জন্য, রোগের জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য।”
ঢাকা/শাহেদ