চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রেস্টের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন রদ্রিগো গোয়েস। অন্য গোলটি এসেছে জুড বেলিংহামের পা থেকে। 

ব্রেস্টের মাঠে বড় জয় পেলেও চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সেরা আটে শেষ করতে পারেনি লস ব্লাঙ্কোসরা। যার অর্থ সরাসরি শেষ ষোলোয় খেলা হবে না তাদের। পয়েন্ট টেবিলে ১১তম অবস্থানে শেষ করা দলটির খেলতে হবে প্লে অফ।

এবারের চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম অনুযায়ী, সেরা ৮ দল সরাসরি দ্বিতীয় রাউন্ড খেলবে। ৯ থেকে ২৪ নম্বরে থাকা ১৬টি দল নকআউট প্লে অফ খেলবে। জয়ী দল যাবে শেষ ষোলোয়।

রিয়াল মাদ্রিদের অবশ্য সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলোয় যাওয়ার সুযোগ ছিল। তবে নিজেরা জিতলেই হতো না। মিলতে হতো অনেকগুলো সমীকরণ। যেমন এসি মিলান ও আটালান্টার পয়েন্ট হারাতে হতো। মিলান ২-১ গোলে ডায়নামো জাগরেভের কাছে হেরে সেরা আট থেকে পড়ে গেছে। আবার বার্সার বিপক্ষে ২-২ গোলে ড্র করে আটালান্টাও সেরা আটের বাইরে চলে গেছে।

কিন্তু বায়ার লেবারকুসেন, অ্যাস্টন ভিলা ও লিলি বড় জয়ে সেরা আটে জায়গা পাকা করেছে। লেভারকুসেন যেমন স্পার্তা প্রাগের বিপক্ষে ২-০ গোলে জিতেছে। অ্যাস্টন ভিলা ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে সেল্টিককে। লিলি ৬-১ গোলে জিতেছে ফায়েনর্ডের বিপক্ষে। তারা পয়েন্ট হারালে রিয়ালে হয়তো সেরা আটে ঢুকতে পারতো।

শুক্রবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের ড্র হবে। ১২ ও ১৩ ফেব্রুয়ারি প্লে অফের প্রথম লেগ এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ মাঠে গড়াবে। ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র হবে।  

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ