চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বিদায়ের শঙ্কায় ছিল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। গ্রুপের শেষ ম্যাচে ক্লাব ব্রুগের বিপক্ষে ৩-১ গোলে জিতে প্লে অফে খেলা নিশ্চিত করেছে এক মৌসুম আগে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী সিটিজেনরা।
ম্যাচে ৪৫ মিনিটে প্রথম গোল খাও ম্যানসিটি। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাক করে প্লে অফ নিশ্চিত করেছে লিগের খারাপ সময় কাটানো পেপ গার্দিওলার দল। ৫৩ মিনিটে কোভাসিচ দলকে সমতায় ফেরান। ৬২ মিনিটে আত্মঘাতী গোলে লিড নেয় সিটিজেনরা। ৭৭ মিনিটে সাভিনহো জয় নিশ্চিত করেন ম্যানসিটির।
ম্যানসিটির মতো বিদায়ের শঙ্কায় ছিল পিএসজিও। হারলে তাদেরও বিদায় নিতে হতো গ্রুপ পর্ব থেকে। স্টুটগার্টের মাঠে ৪-১ গোলে জিতেছে লুইস এনরিকের দল।
পিএসজি ম্যাচের ৬ মিনিটে বারকোলার গোলে প্রথম লিড নেয়। পরে হ্যাটট্রিক করে ডেম্বেলে প্লে অফে তোলেন পিএসজিকে। ডেম্বেলে ১৭ মিনিটে নিজের প্রথম গোল করেন। ৩৫ ও ৫৪ মিনিটে বাকি দুই গোল দেন সাবেক বরুশিয়া ডর্টমুন্ড ও বার্সা ফরোয়ার্ড।
পিএসজি ও স্টুটগার্টের লড়াই ছিল বাঁচা-মরার। যে দল হারবে তারাই নেবে বিদায়। এমন সমীকরণে ঘরের মাঠে কপাল পুড়েছে স্টুটগার্টেরই।
এই জয়ে পিএসজি গ্রুপ পর্বের লড়াই ১৫তম’তে শেষ করেছে। ম্যানসিটি শেষ করেছে ২২তম অবস্থানে থেকে। এবারের চ্যাম্পিয়ন্স লিগে স্লোভান ব্রাতিস্লাভা ও ইয়ং বয়েজ সবগুলো ম্যাচে হেরেছে। জিরোনা ও আরবি লাইপজিগ হেরেছে সাতটি করে ম্যাচে।
চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে সেরা আটে থাকা দল সরাসরি শেষ ষোলোয় খেলবে। ৯ থেকে ২৪তম অবস্থানে থাকা ১৬ দল প্লে অফ খেলবে। সেখান থেকে আট দল খেলবে শেষ ষোলোয়। শুক্রবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের ড্র হবে। ১১ ও ১২ ফেব্রুয়ারি প্লে অফের প্রথম লেগ ও ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ মাঠে গড়াবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: প এসজ উসম ন ড ম ব ল গ র প পর ব প এসজ প রথম
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি
চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।