Risingbd:
2025-11-03@08:52:02 GMT

‘ঝলমলে রানী’ অপু বিশ্বাস

Published: 31st, January 2025 GMT

‘ঝলমলে রানী’ অপু বিশ্বাস

পরনে সাদা রঙের পোশাক। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। গলায় নেকলেস, কানে দুল। চোখে কাজল। চোখে-মুখে স্মিত হাসির ঢেউ বয়ে যাচ্ছে। শুক্রবার (৩১ জানুয়ারি) ফেসবুক পোস্ট করা ছবিতে এমন লুকে দেখা যায় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে।

অপু তার ফেসবুক অ্যাকাউন্টে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। এসব ছবিতে মেদহীন অপুকে দেখে উচ্ছ্বসিত তার সহকর্মী-ভক্তরা। ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন— “রানী ঝলমল করবে, বিদ্বেষীরা ঘৃণা।”

প্রথম সন্তানের মা হওয়ার পর অপু বিশ্বাসের শারীরিক ওজন বেড়ে যায়। যদিও এটা বেশ পুরোনো ব্যাপার। কিন্তু ওজন ঝরিয়ে ফিট হতে অনেকটা সময় লেগে গেছে তার। মেদ ঝরানোর সংগ্রামের ফসলই এসব ছবি। যা দেখে মুগ্ধ সবাই।

আরো পড়ুন:

বিদ্যার সঙ্গে চর্চিত চুম্বন দৃশ্য নিয়ে নীরবতা ভাঙলেন প্রতীক

কুম্ভ মেলা থেকে বলিউডে, ভাইরাল মোনালিসার ভাগ্যবদল

চিত্রনায়িকা পলি লেখেন, ‘বিউটিফুল।’ অভিনেত্রী-সঞ্চালক শ্রাবণ্য তৌহিদা লেখেন, ‘ওয়াও! খুব সুন্দর।’ অপু তার ফেসবুক পেজেও একই ছবি শেয়ার করেছেন। তিন ঘণ্টায় এসব ছবিতে রিঅ্যাক্ট পড়েছে ১৩ হাজারের বেশি। মন্তব্য পড়েছে দেড় হাজারের অধিক।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ