বিশেষ কমিটির প্রধান ও বাফুফে সিনিয়র সহসভাপতি মো. ইমরুল হাসান ভবনে পা রাখেন সন্ধ্যায়। এর কিছুক্ষণ পর শুরু হয় আনুষ্ঠানিক কার্যাবলি। রোববার কোচ পিটার বাটলারের ইস্যুতে জাতীয় নারী ফুটবলারদের বিদ্রোহের সমাধানে গঠিত বিশেষ কমিটির মুখোমুখি হয়েছেন সাবিনা খাতুনরা।
গতকাল একে একে বিশেষ কমিটির কাছে পিটার বাটলারের বিরুদ্ধে যাওয়ার নিজেদের যুক্তিগুলো তুলে ধরেন বিদ্রোহী ১৮ নারী ফুটবলার। প্রায় তিন ঘণ্টা ধরে তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন কমিটির সদস্যরা। তাদের দেওয়া বক্তব্যগুলো রেকর্ডও করা হয়। মেয়েদের পর কোচিং স্টাফ ও নারী উইংকেও ডাকবে বাফুফের বিশেষ এই কমিটি। সবার কথা শোনার পর সাত কার্যদিবসের মধ্যে কমিটি তাদের রিপোর্ট উপস্থাপন করবে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে। এর পরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।
শুরুতে বাটলারের অধীনে হাতেগোনা কয়েকজন নারী ফুটবলার অনুশীলন করেন। সেখানে সিনিয়ররা ছিলেন না। দিন দিন অনুশীলনে ফুটবলারের সংখ্যাও বাড়ছে। যেমন শনিবার ১৩ ফুটবলার অনুশীলন করেছিলেন। রোববার তাদের সঙ্গে যোগ দিয়েছেন আরও দু’জন। ক্যাম্পে ডাক পাওয়া ৩১ ফুটবলারের মধ্যে এখন পর্যন্ত বাটলারের অধীনে অনুশীলন করেছেন ১৫ জন।
সোমবার সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। কারণ বাফুফে ক্যাম্পে থাকা মেয়েরা সাবিনা-সানজিদাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেননি। বাটলারের বিরুদ্ধে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মেয়েদের সমালোচনা করতে দেখা গেছে ফুটবল-সংশ্লিষ্টদের। সবকিছু মিলিয়ে গত বছরের অক্টোবরে সাফ জেতার পর মেয়েদের নিয়ে যে উন্মাদনা ছিল দেশের ফুটবলে, সেটা পাল্টে গিয়ে এখন চলছে কাদা ছোড়াছুড়ি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সবার নজরের বাইরে থাকা চৈতী দেশের জন্য আনল স্বর্ণপদক
একটু বড় হওয়ার পর মেয়েকে দেখে চিন্তায় পড়ে যান মা–বাবা। অন্য শিশুদের মতো বাড়ছে না সে। হাত–পা ছোট, উচ্চতাও থমকে গেছে। পরে বুঝতে পারেন—চৈতী বামন।
যে মেয়েকে নিয়ে একসময় দুশ্চিন্তার পাহাড়ে আটকা পড়েছিল পরিবার, আজ সেই চৈতীই আনন্দের আলো ছড়াচ্ছে। দেশের জন্য প্রথমবারের মতো এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক এনে দিয়েছে চৈতী রানী দেব।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর গ্রামের শিলু রানী দেব ও সত্য দেবের মেয়ে চৈতীর বয়স ১৩ বছর। উচ্চতা মাত্র ৩ ফুট ৭ ইঞ্চি। কিন্তু তার লক্ষ্য নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া । সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫–এ বর্শা নিক্ষেপ ও ১০০ মিটার দৌড়ে সে জিতে নিয়েছে দুটি স্বর্ণপদক। ৭ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়েছে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
চৈতীর প্রতিভা আছে। অনুশীলনে সে খুব আন্তরিক। সে কিছু করতে চায়। আশা করছি, ওকে দিয়ে একটা ভালো ফলাফল পাবমেহেদী হাসান, বিকেএসপির প্রধান প্রশিক্ষকচৈতীর স্বর্ণপদক পাওয়ার বিষয়টি দুবাই থেকে প্রথম আলোকে নিশ্চিত করেছেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্সের (শি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শারমিন ফারহানা চৌধুরী।
যে মেয়েকে সবাই দেখত শুধু উচ্চতায়ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী চৈতী একসময় গ্রামবাসীর নজরে পড়ত শুধু তার খর্বাকৃতির জন্য। খেলাধুলায় তার যে অসাধারণ প্রতিভা আছে, তা ছিল চোখের আড়ালে।
তবে এই ছবি এখন বদলে গেছে। গ্রামবাসী বাড়িতে এসে খোঁজ নেন। শিক্ষকেরা খেলতে উৎসাহ দেন, ছবি তোলেন। স্কুলে সে এখন ‘তারকা’।
দুবাইয়ে বর্শা নিক্ষেপে স্বর্ণপদক জয়ের পর চৈতী