অ্যাডভোকেট এমএসএ মনিরকে সভাপতি এবং অ্যাডভোকেট কাজী মামুনকে সাধারণ সম্পাদক করে বসুন্ধরা শুভসংঘ’র নারায়ণগঞ্জ জেলার ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বসুন্ধরা শুভসংঘ’র পরিচালক জাকারিয়া জামান এর সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

এতে উপদেষ্টা হিসেবে রয়েছেন রাশেদুল ইসলাম রাজু, শরীফ সুমন, মোবাশ্বির শ্রাবণ, মাহফুজুর রহমান পারভেজ, অ্যাডভোকেট আব্দুল মান্নান ও ডা.

ফারুক হোসেন। সিনিয়র সহ-সভাপতি পদে শ্রী রঞ্জিত কুমার মন্ডল, সহ-সভাপতি পদে প্রদীপ কুমার দাস, কামরুল হোসেন, আশরাফুল ইসলাম, আকরামুজ্জামান, কামাল হোসেন কালিম, ইঞ্জিনিয়ার মাহবুবুল ইসলাম জুয়েল রয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দ্বীপ বাপ্পী, জাবেদ কায়সার মিশু, এরশাদুজ্জামান ইমন, সাংগঠনিক সম্পাদক পদে মো: মেহেদী মনজুর বকুল, প্রচার সম্পাদক পদে রাসেল চৌধুরী, সমাজসেবা সম্পাদক পদে রাজু আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক এসএম রাসেল, তথ্য বিষয়ক সম্পাদক ফয়সাল হোসেন, প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আকাশ ডোনার, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কবি আল মনির, ক্রীড়া সম্পাদক পদে আরিফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনজুর আহমেদ আকাশ, ধর্ম বিষয়ক সম্পাদক পদে আলীনুর শরিফ শামিম, দপ্তর সম্পাদক পদে সৌয়াবুল ইসলাম নয়ন, শিশু বিষয়ক সম্পাদক পদে সেনাদ্দুজামান রাব্বি, আপ্যায়ন সম্পাদক পদে মো. শাহজাহান, সহ-আপ্যায়ন সম্পাদক পদে মো. রাকিব রয়েছেন। 

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন লিটন চন্দ্র পাল, ইঞ্জিনিয়ার আমির হোসেন, ইরান আহম্মেদ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট আবুল বাশার রাসেল, উচ্ছ্বাস রায়, হাবিবুর রহমান মুন্না, মো.আব্দুল্লাহ (অপু) এবং আমিনুল ইসলাম জাবেদ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ল ইসল ম

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় ৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ, জরিমানা : আটক ২  

জেলা মৎস্য অধিদপ্তর, নারায়ণগঞ্জ ও র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে  সদর উপজেলার ফতুল্লা দেওয়ানবাড়ী এলাকায় অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির একটি কারখানা থেকে প্রায় ৩ কোটি টাকার কারেন্টজাল জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ফতুল্লার দেওয়ানবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানাগেছে, অভিযানে নেতৃত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মৎস্য অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ। তিনি কারখানার ভেতরে নিষিদ্ধ জাল তৈরির পাশাপাশি বিপুল পরিমাণ জাল মজুদ থাকার বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব-১১ এর এএসপি মাসুদ বলেন, চায়না দুয়ারি জাল দেশের নদী ও জলাশয়ে মাছের প্রাকৃতিক উৎপাদন নষ্ট করছে। প্রজনন মৌসুমে এই জাল জলজ পরিবেশের জন্য আরো ক্ষতিকর হয়ে ওঠে। তাই নিষিদ্ধ এই জালের উৎপাদন ও ব্যবহার রোধে নিয়মিত অভিযান চলছে।

তিনি আরো জানান, জাল জব্দের ঘটনায় কারখানার মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • বহিস্কারাদেশ প্রত্যাহারে বন্দরে মুকুল সমর্থক ফোরামের উদ্যাগে দোয়া
  • না’গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যক্তিকে চা দোকানের সামগ্রী বিতরণ 
  • সদর থানার মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে সিদ্ধিরগঞ্জে মশাল মিছিল
  • না’গঞ্জে বালক (অনূর্ধ্ব -১৫) ডেভেলপমেন্ট ফুটবল প্রতিযোগিতার বাছাই ও প্রশিক্ষণ
  • মান্নানকে বাদ দিতে তারেকের কাছে চিঠি
  • ১১ ও ১২ নং ওয়ার্ডে মহানগর বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
  • ১১ ও ১২ নং ওয়ার্ডে ৩১ দফার লিফলেট বিতরণে মহানগর বিএনপি
  • নাসিক ৬নং ওয়ার্ডে মান্নানের গণসংযোগ ও লিফলেট বিতরণ 
  • ফতুল্লায় ৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ, জরিমানা : আটক ২