বসুন্ধরা শুভসংঘ’র নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন
Published: 4th, February 2025 GMT
অ্যাডভোকেট এমএসএ মনিরকে সভাপতি এবং অ্যাডভোকেট কাজী মামুনকে সাধারণ সম্পাদক করে বসুন্ধরা শুভসংঘ’র নারায়ণগঞ্জ জেলার ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বসুন্ধরা শুভসংঘ’র পরিচালক জাকারিয়া জামান এর সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে উপদেষ্টা হিসেবে রয়েছেন রাশেদুল ইসলাম রাজু, শরীফ সুমন, মোবাশ্বির শ্রাবণ, মাহফুজুর রহমান পারভেজ, অ্যাডভোকেট আব্দুল মান্নান ও ডা.
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দ্বীপ বাপ্পী, জাবেদ কায়সার মিশু, এরশাদুজ্জামান ইমন, সাংগঠনিক সম্পাদক পদে মো: মেহেদী মনজুর বকুল, প্রচার সম্পাদক পদে রাসেল চৌধুরী, সমাজসেবা সম্পাদক পদে রাজু আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক এসএম রাসেল, তথ্য বিষয়ক সম্পাদক ফয়সাল হোসেন, প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আকাশ ডোনার, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কবি আল মনির, ক্রীড়া সম্পাদক পদে আরিফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনজুর আহমেদ আকাশ, ধর্ম বিষয়ক সম্পাদক পদে আলীনুর শরিফ শামিম, দপ্তর সম্পাদক পদে সৌয়াবুল ইসলাম নয়ন, শিশু বিষয়ক সম্পাদক পদে সেনাদ্দুজামান রাব্বি, আপ্যায়ন সম্পাদক পদে মো. শাহজাহান, সহ-আপ্যায়ন সম্পাদক পদে মো. রাকিব রয়েছেন।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন লিটন চন্দ্র পাল, ইঞ্জিনিয়ার আমির হোসেন, ইরান আহম্মেদ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট আবুল বাশার রাসেল, উচ্ছ্বাস রায়, হাবিবুর রহমান মুন্না, মো.আব্দুল্লাহ (অপু) এবং আমিনুল ইসলাম জাবেদ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ল ইসল ম
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রার্থী মান্নানের গণসংযোগ
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের ধানের শীষের গণসংযোগকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ড এলাকায় সৃষ্টি হয় জনস্রোত।
উৎসবমুখর পরিবেশে হাজারো নারী-পুরুষ ফুল ছিটিয়ে ও ফুলের তোড়া উপহার দিয়ে প্রার্থী মান্নানকে স্বাগত জানান।
গণসংযোগজুড়ে কর্মী-সমর্থকদের শ্লোগান ‘ভোট দিব কিসে ধানের শীষে’ বারবার ধ্বনিত হতে থাকে। এতে পুরো এলাকাজুড়ে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
রবিবার (২৩ নভেম্বর) বিকেল চারটায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সার্বিক তত্ত্বাবধানে মৌচাক এলাকা থেকে গণসংযোগের সূচনা হয়। পরে মিজমিজি পশ্চিমপাড়া, দক্ষিণ পাড়া, কান্দাপাড়া ও মধ্য কান্দাপাড়া হয়ে সাহেবপাড়ায় পৌঁছে উঠান বৈঠকের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
এদিকে গণসংযোগকে সফল করতে দুপুর থেকেই মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ, সদর থানা, বন্দর থানা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যানার–ফেস্টুন, সাউন্ড সিস্টেম, ঢাক-ঢোল ও বিশাল মোটরসাইকেল গাড়িবহরসহ পৃথক পৃথক মিছিল নিয়ে মৌচাক স্ট্যান্ডে জড়ো হন। পরে তারা গণসংযোগে যোগ দিয়ে পুরো কার্যক্রমকে আরও উৎসবমুখর করে তোলেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরদার, সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশারফ হোসেন মশুসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।