অ্যাডভোকেট এমএসএ মনিরকে সভাপতি এবং অ্যাডভোকেট কাজী মামুনকে সাধারণ সম্পাদক করে বসুন্ধরা শুভসংঘ’র নারায়ণগঞ্জ জেলার ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বসুন্ধরা শুভসংঘ’র পরিচালক জাকারিয়া জামান এর সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

এতে উপদেষ্টা হিসেবে রয়েছেন রাশেদুল ইসলাম রাজু, শরীফ সুমন, মোবাশ্বির শ্রাবণ, মাহফুজুর রহমান পারভেজ, অ্যাডভোকেট আব্দুল মান্নান ও ডা.

ফারুক হোসেন। সিনিয়র সহ-সভাপতি পদে শ্রী রঞ্জিত কুমার মন্ডল, সহ-সভাপতি পদে প্রদীপ কুমার দাস, কামরুল হোসেন, আশরাফুল ইসলাম, আকরামুজ্জামান, কামাল হোসেন কালিম, ইঞ্জিনিয়ার মাহবুবুল ইসলাম জুয়েল রয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দ্বীপ বাপ্পী, জাবেদ কায়সার মিশু, এরশাদুজ্জামান ইমন, সাংগঠনিক সম্পাদক পদে মো: মেহেদী মনজুর বকুল, প্রচার সম্পাদক পদে রাসেল চৌধুরী, সমাজসেবা সম্পাদক পদে রাজু আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক এসএম রাসেল, তথ্য বিষয়ক সম্পাদক ফয়সাল হোসেন, প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আকাশ ডোনার, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কবি আল মনির, ক্রীড়া সম্পাদক পদে আরিফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনজুর আহমেদ আকাশ, ধর্ম বিষয়ক সম্পাদক পদে আলীনুর শরিফ শামিম, দপ্তর সম্পাদক পদে সৌয়াবুল ইসলাম নয়ন, শিশু বিষয়ক সম্পাদক পদে সেনাদ্দুজামান রাব্বি, আপ্যায়ন সম্পাদক পদে মো. শাহজাহান, সহ-আপ্যায়ন সম্পাদক পদে মো. রাকিব রয়েছেন। 

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন লিটন চন্দ্র পাল, ইঞ্জিনিয়ার আমির হোসেন, ইরান আহম্মেদ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট আবুল বাশার রাসেল, উচ্ছ্বাস রায়, হাবিবুর রহমান মুন্না, মো.আব্দুল্লাহ (অপু) এবং আমিনুল ইসলাম জাবেদ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ল ইসল ম

এছাড়াও পড়ুন:

কারাবন্দি আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত চারটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের পৃথক দুʼটি আমলী আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

তিনি বলেন, ফতুল্লা থানার চারটি হত্যা মামলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম সেলিনা খাতুন এবং সদর থানার সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার মামলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাইমানাহ আক্তার মনির আদালতে শুনানি হয়।

শুনানির সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হন অভিযুক্ত সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মামলাগুলোর শুনানি হবার কথা থাকলোও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের লকডাউন” কর্মসূচির কারণে তা পেছানো হয়।

গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে গত ৬ মাস ধরে আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি। পরে আরও চারটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট” দেখায় পুলিশ।

গত ৯ নভেম্বর হাই কোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন।

ওইদিনই নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের উপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে একটি মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করে।

পরদিন ফতুল্লা মডেল থানা পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করে। তবে, এ পাঁচ মামলার একটিতেও আইভী এজাহারনামীয় আসামি নন।

এদিকে, পাঁচ মামলায় আইভীকে জামিন দিয়ে হাই কোর্টের আদেশ গত বুধবার স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।

মঙ্গলবার আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আওলাদ হোসেন। তিনি বলেন, এ মামলাগুলোতে আইভী আসামি নন, কোথাও তার নাম নেই। গ্রেপ্তার কোনো আসামিও ঘটনাগুলোর সঙ্গে তার জড়িত থাকার কোনো স্বীকারোক্তিও দেয়নি।

আইভী হাইকোর্টে পাঁচটি মামলায় জামিন পেয়েছিলেন, কেবলমাত্র তার কারামুক্তি বিলম্বিত করতেই পুলিশ তড়িঘড়ি করে নতুন ৫টি মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন করে।”এ ব্যাপারে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান।

 

সম্পর্কিত নিবন্ধ

  • মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে সিদ্ধিরগঞ্জে মশাল মিছিল
  • না’গঞ্জে বালক (অনূর্ধ্ব -১৫) ডেভেলপমেন্ট ফুটবল প্রতিযোগিতার বাছাই ও প্রশিক্ষণ
  • মান্নানকে বাদ দিতে তারেকের কাছে চিঠি
  • ১১ ও ১২ নং ওয়ার্ডে মহানগর বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
  • ১১ ও ১২ নং ওয়ার্ডে ৩১ দফার লিফলেট বিতরণে মহানগর বিএনপি
  • নাসিক ৬নং ওয়ার্ডে মান্নানের গণসংযোগ ও লিফলেট বিতরণ 
  • ফতুল্লায় ৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ, জরিমানা : আটক ২  
  • সোনারগাঁয়ে প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অর্ন্তভূক্তিতে উপবৃত্তি
  • মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যুবদল নেতাদের বিরুদ্ধাচারণ : কারণ দর্শানোর নোটিশ
  • কারাবন্দি আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার