অ্যাডভোকেট এমএসএ মনিরকে সভাপতি এবং অ্যাডভোকেট কাজী মামুনকে সাধারণ সম্পাদক করে বসুন্ধরা শুভসংঘ’র নারায়ণগঞ্জ জেলার ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বসুন্ধরা শুভসংঘ’র পরিচালক জাকারিয়া জামান এর সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

এতে উপদেষ্টা হিসেবে রয়েছেন রাশেদুল ইসলাম রাজু, শরীফ সুমন, মোবাশ্বির শ্রাবণ, মাহফুজুর রহমান পারভেজ, অ্যাডভোকেট আব্দুল মান্নান ও ডা.

ফারুক হোসেন। সিনিয়র সহ-সভাপতি পদে শ্রী রঞ্জিত কুমার মন্ডল, সহ-সভাপতি পদে প্রদীপ কুমার দাস, কামরুল হোসেন, আশরাফুল ইসলাম, আকরামুজ্জামান, কামাল হোসেন কালিম, ইঞ্জিনিয়ার মাহবুবুল ইসলাম জুয়েল রয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দ্বীপ বাপ্পী, জাবেদ কায়সার মিশু, এরশাদুজ্জামান ইমন, সাংগঠনিক সম্পাদক পদে মো: মেহেদী মনজুর বকুল, প্রচার সম্পাদক পদে রাসেল চৌধুরী, সমাজসেবা সম্পাদক পদে রাজু আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক এসএম রাসেল, তথ্য বিষয়ক সম্পাদক ফয়সাল হোসেন, প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আকাশ ডোনার, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কবি আল মনির, ক্রীড়া সম্পাদক পদে আরিফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনজুর আহমেদ আকাশ, ধর্ম বিষয়ক সম্পাদক পদে আলীনুর শরিফ শামিম, দপ্তর সম্পাদক পদে সৌয়াবুল ইসলাম নয়ন, শিশু বিষয়ক সম্পাদক পদে সেনাদ্দুজামান রাব্বি, আপ্যায়ন সম্পাদক পদে মো. শাহজাহান, সহ-আপ্যায়ন সম্পাদক পদে মো. রাকিব রয়েছেন। 

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন লিটন চন্দ্র পাল, ইঞ্জিনিয়ার আমির হোসেন, ইরান আহম্মেদ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট আবুল বাশার রাসেল, উচ্ছ্বাস রায়, হাবিবুর রহমান মুন্না, মো.আব্দুল্লাহ (অপু) এবং আমিনুল ইসলাম জাবেদ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ল ইসল ম

এছাড়াও পড়ুন:

 সোনারগাঁয়ে গৃহবধূ রিয়া মনিকে গলা কেটে হত্যা, স্বামী আদিল আটক

সোনারগাঁওয়ে রিয়া মনি (২১) নামে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে স্বামী আদিল (২৭) এর বিরুদ্ধে। এঘটনায় আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকা থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশের হাতে আটক আদিল গত আট বছর যাবৎ সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় অবস্থিত র‌্যাংগস গ্রুপের কারখানায় বাবুর্চি হিসেবে কাজ করছেন। তার বাড়ি জামালপুর জেলার সদর থানার চুনুটিয়া গ্রামে। তার বাবার নাম বাদশা মিয়া। 

তিনি গত ১১ মাস আগে পারিবারিকভাবে একই জেলা ও থানার শেখপাড়ার (মন্ডলবাড়ির) হালিম মন্ডলের মেয়ে রিয়া মনিকে বিয়ে করে সোনারগাঁওয়ের র‌্যাংগস গ্রুপের আবাসিক কোয়ার্টারে বসবাস করছিলেন।

জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আদিল তার স্ত্রীর জন্য সকালে নাস্তা আনতে বের হন। পরে সকাল ৯টার দিকে দুটি পরোটা নিয়ে কোয়ার্টারে আসেন আদিল।

এ সময় রুমে ঢুকে একটি ধারালো বটির আঘাতে স্ত্রী রিয়া মনির গলা কাটা ও মাথায় কোপ দিয়ে হত্যা করা রক্তাক্ত লাশ খাটের ওপর পড়ে থাকতে দেখতে পান। এ সময় রুমের ভেতর কাউকে দেখতে না পেয়ে ডাক চিৎকার শুরু করলে, এলাকাবাসী ও র‌্যাংগসের নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে আসেন।

কারখানার শ্রমিকরা জানান, বিয়ের আগে আদিল আরেকটি বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন। পরে রিয়া বিষয়টি জানার পর দাম্পত্য জীবনে উত্তেজনা ও ঝগড়া বাড়তে থাকে। তারা স্টাফ কোয়ার্টারের ভেতরেই থাকতেন।

এদিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পুলিশ কল পেয়ে ঘটনাস্থলে এসে স্বামী আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। পরে বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের (অঞ্চল-খ) অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্বামী আদিলকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • মাসুদুজ্জামানের পক্ষে ঐক্যের বার্তা বিএনপি নেতাদের
  • এসপি জসীমউদ্দিন’কে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির বিদায়ী শুভেচ্ছা, স্মারক প্রদান
  • সোনারগাঁয়ে জাহাজ কেটে বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
  • নবাগত  জেলা প্রশাসকের সাথে মহানগর এলডিপির নেতৃবৃন্দের সাক্ষাৎ 
  • নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র মাসিক সভা অনুষ্ঠিত 
  • মাসুদুজ্জামানকে মহানগর বিএনপি’র পূর্ণ সমর্থন, বিজয়ী করার অঙ্গীকার
  • না’গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন ডিসি রায়হান কবির
  • উপদেষ্টা রিজওয়ানার সাথে ‘’আমরা না’গঞ্জের সন্তান সমাজ কল্যাণ সংগঠন”
  • উপদেষ্টা রিজওয়ানার সাথে ‘’আমরা না’গঞ্জের সন্তান সমাজ কল্যাণ সংগঠন
  •  সোনারগাঁয়ে গৃহবধূ রিয়া মনিকে গলা কেটে হত্যা, স্বামী আদিল আটক