পাবনার ঈশ্বরদীর মেধাবী ছাত্রী শাপলা খাতুনের মেডিকেল কলেজে ভর্তি ও পড়াশোনার স্বপ্ন পূরণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ঢাকার ক্যামব্রিয়ান কলেজের চেয়ারম্যান লায়ন এম. কে বাশার এবং লন্ডন প্রবাসী আব্দুল কাদের মাখন।

গত সোমবার দৈনিক সমকালে ‘মায়ের মৃত্যুতে চিকিৎসক হওয়ার স্বপ্ন, বাধা অর্থ’ শিরোনামে প্রকাশিত সংবাদের পর তাদের সহযোগিতা আসে। মঙ্গলবার তারা দু'জনই আর্থিক সহায়তা পাঠান, যেখানে লন্ডন থেকে আব্দুল কাদের মাখন পাঠান ২০ হাজার টাকা এবং লায়ন এম.

কে বাশার দেন ২৫ হাজার টাকা। এর আগে, ঈশ্বরদীর উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ শাপলার মেডিকেল ভর্তি ফি বাবদ ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

শাপলার বাবা, অটোরিকশা চালক শফিকুল ইসলাম বলেন, মেয়ে মেডিকেলে চান্স পাওয়ার পরও টাকার অভাবে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। সমকালে সংবাদ প্রকাশের পর অনেকেই এগিয়ে এলেন। এখন মনে হচ্ছে, আমার মা-হারা মেয়েটির চিকিৎসক হওয়ার স্বপ্ন আর বাধাগ্রস্ত হবে না। আমি সমকাল এবং সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞ।

শাপলা খাতুন বলেন,আমি আরও ভালোভাবে পড়াশোনা করে সকলের এই সহায়তার মর্যাদা রক্ষা করব।
অর্থনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে শাপলার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে এগিয়ে আসায় দাতাদের প্রশংসা করছেন স্থানীয়রা।

উৎস: Samakal

কীওয়ার্ড: প বন সমক ল

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ