আর্সেনালকে বিদায় করে ফাইনালে নিউক্যাসল
Published: 6th, February 2025 GMT
তিন দিন আগে ম্যানচেস্টার সিটিকে বিধ্বস্ত করা আর্সেনাল লিগ কাপের সেমিফাইনালে এসে মুখ থুবড়ে পড়ল নিউক্যাসলের বিপক্ষে। প্রথম লেগে ২-০ গোলে হারার পর, বুধবার ফিরতি লেগেও একই ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল মিকেল আর্তেতার দল। অন্যদিকে, দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয় তুলে নিয়ে লিগ কাপের ফাইনালে জায়গা করে নিল নিউক্যাসল ইউনাইটেড।
১৯ মিনিটে নিউক্যাসলকে এগিয়ে দেন জ্যাকব মার্ফি। তবে আর্সেনালও গোলের সুযোগ পেয়েছিল, কিন্তু মার্টিন ওডেগার্ডের শট ফিরে আসে পোস্টে লেগে। সেই ফিরতি বল থেকেই প্রতি আক্রমণে উঠে যায় নিউক্যাসল, যা পরিণত হয় গোলের উৎসবে। বিরতির পর ৫২ মিনিটে অ্যান্থনি গর্ডন বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে এক ছোঁয়ায় নিখুঁত প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন। এর আগে ৩৫ গজ দূর থেকে নেওয়া তার এক শট খুব অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছিল।
এফএ কাপ থেকে আগেই বিদায় নিয়েছিল আর্সেনাল। এবার লিগ কাপের সেমিফাইনাল থেকেও ছিটকে গেল তারা। তবে এখনও প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে টিকে আছে লন্ডনের ক্লাবটি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান
জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।
আরো পড়ুন:
নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা
বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা
মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”
শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।
ঢাকা/রাহাত/রাসেল