অনেক বাবা মা শিশুকে অতিরিক্ত শাসন করেন। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত শাসন করলে শিশুর মানসিক বৃদ্ধি ধীর হয়ে যেতে পারে। এ ছাড়া, শিশুর শেখার ক্ষমতা কমে যেতে পারে। আরও ভয়াবহ তথ্য হচ্ছে শিশুকে অতিরিক্ত শাসন করলে শুধু মানসিক ক্ষতিই হয় না, তার শারীরিক ক্ষতিও হয়ে তাকে। অতিরিক্ত শাসনের ফলে শিশুর যেসব ক্ষতি হয় জেনে নিন।
আত্মবিশ্বাস কমে যেতে পারে: অনেক ক্ষেত্রে দেখা যায় শিশু যখন কিছু বলতে যায় তখন বাবা-মায়েরা তাকে আটকে দেন। এতে শিশুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়, আত্মবিশ্বাসও অনেকটা হ্রাস পায়।
তর্ক করার প্রবণতা বারে: শিশুকে কথা বলতে বাধা দিলে বাবা মায়ের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটতে পারে এবং শিশুর তর্ক করার প্রবণতা বাড়তে পারে।
সৃজনশীল ক্ষমতা কমে যায়: শিশু কোনো কাজ করতে গেলেই যদি বাধা পায় তাহলে ‘নার্ভাসনেস’ এ ভুগতে পারে। শিশুর মনে রাগ জন্মাতে পারে। একটা পর্যায়ে শিশু তার মনে কথা শেয়ার করার আগ্রহ হারিয়ে ফেলতে পারে।
করণীয়: শিশুকে কথা বলতে দিন। তার কথা মনোযোগ দিয়ে শুনুন। সে কি বলতে চায় বোঝার চেষ্টা করুন। আপনি যা বলতে চান তা বুঝিয়ে বলুন। প্রয়োজনে একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। শিশুকে তিরস্কারের বদলে প্রশংসা করুন। যেকোন মানুষ নিজের প্রশংসা শুনতে পছন্দ করে। শিশুর ছোট ছোট কাজগুলো কত সুন্দর, কী করলে আরও বেশি সুন্দর হতে পারে তা বলুন। এতে সে কাজের প্রতি আরও উৎসাহী হবে। আপনার সঙ্গে ভালো সম্পর্ক গড়তে চেষ্টা করবে। তবে অতিরিক্ত প্রশংসা না করাই ভালো। অতিরিক্ত প্রশংসা অতিরিক্ত শাসনের মতোই ক্ষতিকর হতে পারে।
ঢাকা/লিপি/এনএইচ/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, ভারী বর্ষণের আশঙ্কা
দেশের উপকূলীয় এলাকায় সক্রিয় রয়েছে স্থানীয় মৌসুমী বায়ু। এর প্রভাবে চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুরে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এই দিন থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের। একইসঙ্গে সম্ভাব্য জলাবদ্ধতা ও কৃষিক্ষেত্রে ক্ষতির বিষয়ে নজর রাখতে বলা হয়েছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে খুলনায় ৭৫ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল নরসিংদীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা/ইভা