তামিম ইকবালের নেতৃত্বে টানা দ্বিতীয়বার বিপিএলের ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। চলতি আসরের সবচেয়ে জনপ্রিয় দলটি শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী। তবে মাঠে নির্ভার থাকতে হবে। পূর্বে বিপিএলের দুই শিরোপা জেতা তামিম ইকবাল এমনটাই মনে করেন।

শুক্রবার সন্ধ্যা সাতটায় বিপিএলের ফাইনালে বরিশাল ও চট্টগ্রাম কিংস মুখোমুখি হবে। কাগজে কলমে বরিশাল শক্তিতে এগিয়ে। তবে ফাইনালে তামিম কাগজের শক্তির কথা ভাবতে চান না। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনই বার্তা দিয়েছেন বিপিএল চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিক বিদায় বলা তামিম ইকবাল।

তিনি বলেন, ‘আমার মনে হয় ফাইনালে যে দল যত নির্ভার থাকবে তাদেরই জয়ের সম্ভাবনা বেশি। কোয়ালিফায়ারে আমি চাপে ছিলাম। এর আগে দু’বার ফাইনাল খেলেছি। ফাইনালে আমি অত চাপে থাকি না। আশা করি, কালকেও ওমন যাবে। টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ফাইনাল। এখানে চাপ চলে আসলে আপনি ভুল করবেন। সেজন্য নির্ভার দলেরই জয়ের বেশি সুযোগ থাকবে।’

অভিজ্ঞ ক্রিকেটারে ভরা দল ফরচুন বরিশাল। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা খেলছেন। বিদেশি ডেভিড মালান, মোহাম্মদ নবী খেলছেন দলটিতে। দুই দলের শক্তি মাপলে বরিশালের ধারে কাছে নেই চট্টগ্রাম কিংস। তবে তামিম মনে করেন, নাম দিয়ে ফাইনাল ম্যাচ হয় না।

তিনি বলেন, ‘এটা ফাইনাল। নামের খেলা হবে না। দল হিসেবে যারা ভালো খেলবে তারাই জিতবে। আমি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে জিতব। তারা পরিকল্পনা ভালো করলে তারা জিতবে। অনেকে হয়তো ভাবেনি তারা ফাইনালে উঠবে। তবে মাঠে তারা প্রমাণ করেছে যে তারা প্রাপ্য। আমরা ফাইনালটা অন্য ম্যাচের মতো করেই খেলার চেষ্টা করবো।’ 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ত ম ম ইকব ল ত ম ম ইকব ল ব প এল

এছাড়াও পড়ুন:

নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া জেনারেটর উদ্ধার, যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া একটি জেনারেটর উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. মিজানুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। মিজানুরের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল সোনাকান্দর গ্রামে।

আরও পড়ুননিহতের বাবার মামলায় গ্রেপ্তার আরও ২, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি১০ সেপ্টেম্বর ২০২৫

এ নিয়ে দুই মামলায় মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ৫ সেপ্টেম্বর গোয়ালন্দের নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় মিজানুর রহমান জেনারেটর চুরি করে নিয়ে যাচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিজানুরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। মিজানুরকে দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

আরও পড়ুননুরাল পাগলার দরবারে হামলায় হত্যা মামলা, মসজিদের ইমামসহ চারজন গ্রেপ্তার০৯ সেপ্টেম্বর ২০২৫

ওই দিন পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে ৬ সেপ্টেম্বর মামলা করেন। এই মামলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে দরবারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা ও কবর থেকে লাশ তুলে মহাসড়কে পুড়িয়ে ফেলার ঘটনায় নিহত ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৮ সেপ্টেম্বর মামলা করেন। ওই মামলায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত মিজানুরসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ