নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সদ্য সাবেক সভাপতি মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামানসহ মোট ৭ জন প্রার্থী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় চানঁমারীস্থ সংগঠনটির কার্যালয়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা এ তথ্য জানান।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, নির্বাচন বোর্ডের সদস্য মাহমুদ হোসেন, স্বপন চৌধুরী ও নির্বাচন বোর্ডের সচিব হাবিবুর রহমান।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা জানান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী গত ৩ ফেব্রুয়ারী প্রকাশিত বৈধ প্রার্থীদের মধ্য থেকে জেনারেল গ্রুপের ৬ জন মাসুদুজ্জামান, রতন কুমার সাহা, মোহাম্মদ বজলুর রহমান, মো: আ: হাই রাজু, মাহফুজুর রহমান খান (মাহফুজ) ও এম নাসির উদ্দীন এবং অ্যাসেসিয়েট গ্রুপের ১ জন মোহাম্মদ মনিরুল ইসলামসহ মোট ৭ জন প্রার্থী বুধবার (০৫ ফেব্রুয়ারী) তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। তফসিল অনুযায়ী বাকী ১৯ জন প্রার্থীকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হচ্ছে।

চূড়ান্ত প্রার্থীরা হলেন, জেনারেল গ্রুপে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো: সোহাগ, মো: গোলাম সারোয়ার (সাঈদ), মো: মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহমেদুর রহমান তনু, মো: হানিফ মিয়া, আব্দুল্লাহ্ আল মামুন।

অ্যাসেসিয়েট গ্রুপে মো: মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, আলহাজ¦ মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক। এবং ট্রেড গ্রপে শ্রী বিকাশ চন্দ্র সাহা।

এক প্রশ্নের জবাবে প্রবীর কুমার সাহা বলেন, যেহেতু এ ১৯ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার মত আর কোন প্রার্থী নেই। সুতরাং এক্ষেত্রে নির্বাচনের কোন সুযোগ থাকছেনা। এ ১৯ জন প্রার্থীই নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নতুন পরিচালক হিসেবে নির্বাচিত হচ্ছেন। এখন তারাই এ সংগঠনের সভাপতি ও সিনিয়র সহ সভাপতিসহ তাদের নেতৃত্ব নির্বাচিত করবেন।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ জন প র র থ র রহম ন

এছাড়াও পড়ুন:

বন্দরে মুকুলের উপর সন্ত্রাসী হামলা, আমির হোসেনের নিন্দা  

নারায়ণগঞ্জ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে র্তীব্র নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ও বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি  আমির হোসেনসহ যুবদল নেতৃবৃন্দ। সোমবার (৩০ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জ্ঞাপন করেন।

সাবেক যুবদল নেতা আমির হোসেন জানান, মহানগর বিএনপি সাবেক নেতা ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের উপর সন্ত্রাসী হামলার ঘটনাটি অত্যান্ত নেক্কার জনক ঘটনা। এ সন্ত্রাসী হামলার ঘটনায় আমিসহ যুবদল নেতাকর্মীরা র্তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সে সাথে হামলাকারি ডন বজলুসহ তার সন্ত্রাসী বাহিনীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত রোববার দুপুরে দাবিকৃত ১৫ লাখ টাকা চাঁদা না পেয়ে  সোনারগাঁও এলাকার মূর্তিমান আতংক বজলু রহমান ওরফে ডন বজলুর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে বিবস্ত্র করে সম্মানহানী করে। 

সম্পর্কিত নিবন্ধ

  • তারিক সিদ্দিক ও তাঁর স্ত্রীর বাগানবাড়ি, ফ্ল্যাট, জমিসহ বিপুল সম্পদের খোঁজ
  • সংস্কারের নামে নির্বাচন নিয়ে তালবাহানা করছে : টিপু 
  • ১৭নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ 
  • জেলা ও রূপগঞ্জ হসপিটাল ওনার্স এসোসিয়েশনের পরিচিত সভা ও সংবর্ধনা
  • পরিবেশ রক্ষায় ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে সোনারগাঁয়ে বৃক্ষরোপণ
  • বন্দরে শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ধর্ষক
  • সুসময়ের কোকিলরা টাকা দিয়ে মন জয় করার চেষ্টা করছে : টিপু 
  • জুলাই বিপ্লব স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মাসব্যাপী কর্মসূচি
  • জুলাই বিপ্লব স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মাসব্যাপী কর্মসূচি
  • বন্দরে মুকুলের উপর সন্ত্রাসী হামলা, আমির হোসেনের নিন্দা