উড়োজাহাজের টিকিটের দাম বাড়ানোর সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন
Published: 7th, February 2025 GMT
গত ছয় মাসে উড়োজাহাজের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই তদন্ত কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণের বিভিন্ন পর্যায়ে উড়োজাহাজের টিকিটের উচ্চ মূল্য পর্যালোচনাসহ যৌক্তিক মূল্য নির্ধারণের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।
তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে। কমিটি আগামী ১৫ কার্য দিবসের মধ্যে গত ছয় মাসে উড়োজাহাজের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের চিহ্নিতকরণে যাবতীয় বিষয় তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে।
ওই প্রতিবেদনে সংশ্লিষ্ট সংস্থা বা ব্যক্তিকে শাস্তির জন্য সুপারিশ করবে এবং টিকিটের উচ্চমূল্যের বিষয়টি সার্বক্ষণিক তদারকির জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর ১৩ সদস্য সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
সভায় এখন থেকে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের কপি ছাড়া যাতে টিকিট বুকিং করা না যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও বৃহস্পতিবার থেকে বুকিং করা টিকিট পরবর্তী তিনদিনের (৭২ ঘণ্টা) মধ্যে ইস্যু না হলে স্বয়ংক্রিয়ভাবে এয়ারলাইনস ওই টিকিট বাতিল নিশ্চিত করবে।
বৃহস্পতিবার পর্যন্ত এয়ারলাইনস বা ট্রাভেল এজেন্সি গ্রুপ বুকিং মাধ্যমে ব্লককৃত টিকিট আগামী এক সপ্তাহের মধ্যে ভ্রমণকারী যাত্রীর নাম, পাসপোর্ট নম্বরসহ (পাসপোর্টের কপিসহ) টিকিট ইস্যু নিশ্চিত করতে হবে। অন্যথায় তিনদিনের মধ্যে এয়ারলাইনস তা বাতিল নিশ্চিত করবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গণঅভ্যুত্থান বৃথা হতে দেওয়া যাবে না: গিয়াস উদ্দিন
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থান কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। শেখ হাসিনা এ দেশকে ধ্বংস করে দিয়েছে। অনেক ত্যাগ লড়াই করে ফ্যাসিবাদী বিদায় করে আজ আমরা মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি।’
বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গিয়াস উদ্দিন। ইকরা ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ সংস্থার উদ্যাগে আর্থিক অসচ্ছল ও পাঁচ শাতাধিক দরিদ্র পরিবারের মধ্যে এসব বিতরণ করা হয়।
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, সমাজে যারা অসহায় বিপদগ্রস্ত রয়েছে, তাদের খুঁজে খুঁজে বের করতে হবে। তাদের পাশে গিয়ে সাহায্য সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।
সংস্থার সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিদ্দিকীয়া ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হোসাইন আহমদ, মাহাদ আব্দুল লতিফ, মো. ফয়সাল নেওয়াজ রানা, উত্তর আজিবপুর আউলাবন বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি ও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন আবুল, জেলা তরুণ দলের সভাপতি টিএইচ তোফা প্রমুখ।