চমৎকার গাড়ির বহর, ঘোড়ার গাড়িতে কনের আগমন, সুন্দর সাজে সকল বর- সব মিলিয়ে এক জমকালো আয়োজন। যেখানে ১২ যুগল ব্যতিক্রম পরিবেশে যৌতুকবিহীন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর রূপকথা থিমপার্ক কনভেনশন হলে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এই ব্যতিক্রম বিয়ের আয়োজন করা হয়। ‘বিয়ে আপনার-খরচ আমাদের’ এই স্লোগানে অনুষ্ঠিত বিয়ের যাবতীয় খরচ বহন করেছে সংস্থাটি। 

বর-কনের পোশাক, সাজসজ্জা, রেজিস্ট্রেশন, অতিথিদের আপ্যায়নসহ নতুন সংসার শুরুর উপহারও দেওয়া হয়েছে।

ফাউন্ডেশন জানায়, রংপুর বিভাগে ৯০ জন বর-কনে এই আয়োজনে অংশ নিতে আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে ১২ যুগলকে বিয়ের জন্য নির্বাচিত করা হয়। তবে শর্ত ছিল দুটি-কোনো যৌতুক নেওয়া যাবে না এবং মোহরানা সম্পূর্ণ পরিশোধ করতে হবে।

নবদম্পতি বর শাহরিয়ার ইসলাম লিখন ও কনে শারমিন সুলতানার সঙ্গে আলাপ হয়। কনে শারমিন বলেন, “এমন স্বপ্নের বিয়ের আয়োজন হবে, কখনো ভাবিনি। এই আয়োজন কেবল আমাদের জন্য নয়, পুরো সমাজের জন্য এক উদাহরণ হয়ে থাকল।”

অনুষ্ঠানে আসা কনে মনিরা ইসলামের মা ফরিদা আক্তার বলেন, “বিয়ে নিয়ে যে দুশ্চিন্তা ছিল, আজ তা দূর হলো। বিনা খরচে এমন সুন্দর আয়োজনের জন্য আমরা কৃতজ্ঞ।”

আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, “যৌতুকের কুপ্রথা দূর করা এবং দেনমোহরের লোভ দেখিয়ে প্রতারণা ঠেকাতেই আমাদের এই উদ্যোগ। আর্থিক সংকটের কারণে যেন কেউ বিয়ে করতে না পারে, এমনটি আমরা হতে দেব না।” 

তিনি জানান, পরবর্তী আয়োজন ঢাকায় করা হবে।

নবদম্পতিদের জন্য তোশক, বালিশ, হাঁড়ি-পাতিল, প্লেট-বাটিসহ গৃহস্থালি সামগ্রী উপহার দেওয়া হয়েছে। তবে সবচেয়ে চমকপ্রদ উপহার ছিল কক্সবাজারে হানিমুন প্যাকেজ ও পরবর্তী সময়ে বিবাহ-পরবর্তী কাউন্সেলিং সেবা।

ঢাকা/আমিরুল/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম দ র র জন য

এছাড়াও পড়ুন:

বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে গবেষণা পুরস্কার এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের আবেদন করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগ ‘রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার’ ও ‘রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন ফিজিক্স’ প্রদানের জন্য দেশের পদার্থবিজ্ঞানী ও গবেষকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

কোন সালের জন্য পুরস্কার —

ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠিত ট্রাস্ট ফান্ড থেকে ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের গবেষণা কাজের জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

পুরস্কার মল্যমান কত —

১. পদার্থবিজ্ঞান বিষয়ে মৌলিক গবেষণার জন্য পুরস্কার পাওয়া গবেষককে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হবে।

২. পদার্থবিজ্ঞান বিষয়ে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে একজন বিজ্ঞানী বা গবেষককে নগদ ৫০ হাজার টাকা মূল্যের রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ —

আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের সঙ্গে জমা দিতে—

আবেদনকারীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তিন কপি আবেদনপত্র, তিন প্রস্থ জীবনবৃত্তান্ত, তিন প্রস্থ গবেষণাকর্ম এবং তিন কপি ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

দরকারি তথ্য—

১. জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রকাশিত গবেষণাকর্ম পুরস্কারের জন্য বিবেচিত হবে।

২. যৌথ গবেষণা কাজের ক্ষেত্রে গবেষণা পুরস্কারের অর্থ সমান হারে বণ্টন করা হবে। এ ক্ষেত্রে সহযোগী গবেষক বা গবেষকের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।

৩. আবেদনকারী যে বছরের জন্য আবেদন করবেন পাবলিকেশন ওই বছরের হতে হবে।

৪. একই পাবলিকেশন দিয়ে পরবর্তী বছরের জন্য আবেদন করা যাবে না।

৫. কোন কারণে একজন প্রার্থী পুরস্কারের জন্য আবেদন করলে প্রার্থিতার স্বল্পতা বিবেচনা করে তাঁর আবেদন বিবেচনা করা হবে।

৬. পরীক্ষক তাঁর গবেষণা কাজের পুরস্কারের জন্য সুপারিশ না করলে তাঁকে পুরস্কারের বিষয়ে বিবেচনা করা হবে না।

৭. পদার্থবিজ্ঞানে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার একবার প্রাপ্ত গবেষকও পরবর্তী সময়ে আবেদন করতে পারবেন।

৮. নতুন গবেষককে অগ্রাধিকার দেওয়া হবে।

৯. যদি মানসম্মত গবেষণা কাজ না পাওয়া যায়, সে ক্ষেত্রে পূর্বের পুরস্কার পাওয়া গবেষকের নতুন গবেষণা কাজের পুরস্কারের জন্য পরীক্ষকের সুপারিশের ভিত্তিতে বিবেচনা করা হবে।

# আবেদন জমা দেওয়ার ঠিকানা: প্রো-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

সম্পর্কিত নিবন্ধ

  • খুলনায় বিএনপির সদস্য সচিব মনিরুল, ভোলা সদরে কার্যক্রম স্থগিত
  • জুলাই সনদ নিয়ে রাজনৈতিক সংকট তৈরি হলো কেন
  • বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে গবেষণা পুরস্কার এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের আবেদন করুন
  • নোবিপ্রবিসাসের বর্ষসেরা সাংবাদিক রাইজিংবিডি ডটকমের শফিউল্লাহ
  • এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ
  • ১০০ কোটির সম্পদ, স্বামীর প্রতারণা, ৪৭ বছর বয়সেই মারা যান এই নায়িকা
  • তানজানিয়ায় ‘সহিংস’ প্রেসিডেন্ট নির্বাচনে ৯৮ শতাংশ ভোট পেয়ে জয়ী সামিয়া
  • শিল্পের আয়নায় অতীতের ছবি