Risingbd:
2025-07-31@08:16:52 GMT

কক্সবাজারে আবারো হাতির মৃত্যু

Published: 12th, February 2025 GMT

কক্সবাজারে আবারো হাতির মৃত্যু

কক্সবাজারের বনাঞ্চলে আবারো বন্য হাতির মৃত্যু হয়েছে। এবার কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া আবুলের ঘোনার রিংভং রির্জাভ এলাকা থেকে মৃত হাতি উদ্ধার হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় হাতির মরদেহ উদ্ধার করে বনবিভাগ। উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন জানান, “আনুমানিক ৪৫ বছর বয়সী হাতিটি রাতে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে  সে কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।”

আরো পড়ুন:

রাঙামাটিতে মুমূর্ষু অবস্থায় হাতির শাবক উদ্ধার

টেকনাফের পাহাড়ে আবারো বন্যহাতির মৃত্যু

এর আগে, গত ৫ জানুয়ারি কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা এলাকায় বাচ্চা প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণে একটি মা হাতির মৃত্যু হয়। এরপর ১৮ জানুয়ারি হ্নীলা বিটের পাহাড়ি ছড়ায় ৮-১০ বছর বয়সী আরো একটি হাতির মরদেহ পাওয়া যায়।

ঢাকা/তারেকুর/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বনভ ম বনব ভ গ

এছাড়াও পড়ুন:

বাংলায় দেখা যাবে তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’

জনপ্রিয় তুর্কি রোমান্টিক-থ্রিলার ধারাবাহিক ‘মোস্তফা’ এবার দেখা যাবে আরটিভির পর্দায়। শুক্রবার (১ আগস্ট) থেকে প্রতিদিন রাত ৯টায় প্রচার হবে ২৫০ পর্বের এই সিরিজ। 

গল্পের কেন্দ্রীয় চরিত্র মোস্তফা একজন আদর্শবাদী পুলিশ কর্মকর্তা, যে নিজের ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। চোরাচালান বিরোধী অভিযানে ফাঁদে পড়ে অন্যায়ভাবে বরখাস্ত ও এক বছরের জন্য বন্দি হন তিনি। এতে সন্তানের হেফাজত হারান। এরপর শুরু হয় তার লড়াই—পুনরায় ছেলেকে ফিরে পাওয়া এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার। 

এই যাত্রায় তার জীবনে আসে চিকিৎসক আইসেগুল, যার সঙ্গে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কিন্তু মোস্তফার অজান্তেই সে জড়িয়ে পড়ে গডফাদার বাহরির কন্যার সঙ্গে! 

আরো পড়ুন:

ট্র্যাব স্টার অ্যাওয়ার্ড পেলেন এরশাদ হাসান

বিয়ের পর অভিনয় ছেড়ে দেব: তানিয়া বৃষ্টি

ধারাবাহিকটির মূল চরিত্রে রয়েছেন ইলকের কালেলি (মোস্তফা কারায়েল), সঙ্গে আছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলারসহ জনপ্রিয় তুর্কি তারকারা। বাংলা ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ