সম্প্রতি প্রকাশিত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত ‘বাংলাদেশ পরিসংখ্যান কমিশন’ হিসেবে গঠনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন বিবিএসের নন-ক্যাডার কর্মকর্তারা।

বৃহস্পতিবার বিবিএস নন-ক্যাডার অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএনসিওএ) সভাপতি মো.

আবদুর রব ঢালী ও সাধারণ সম্পাদক সৈয়দা মারুফা শাকি স্বাক্ষরিত এক কৃতজ্ঞতা জ্ঞাপন পত্রে একথা বলা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারুণ্যের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করে ও বর্তমান অন্তবর্তী সরকারের প্রতি শুভ কামনা জানিয়ে এতে বলা হয়, অতীতে বিবিএসের কাজে নানাভাবে প্রভাব খাটানোর মতো ঘটনা ঘটতে দেখা গেছে। ফলে পেশাদারিত্বের জায়গায় অনেকটা পিছিয়ে পড়ে দেশের প্রধান এ সরকারি পরিসংখ্যান সংস্থাটি। অতীতের শত অর্জন ফিকে হয়ে যায় এসব কারণে। বিবিএস হয়ে যায় গুটিকয়েক ব্যক্তির দ্বারা সংখ্যাগরিষ্ঠের ওপর বৈষম্য ও বঞ্চনার আঁতুড়ঘর।

এ সব বিষয়কে সুন্দরভাবে অনুধাবন করে ছাত্রজনতার বৈষম্যবিরোধী মূল চেতনা বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ, গতিশীল ও স্বাধীন বাংলাদেশ পরিসংখ্যান কমিশন গঠনের যে প্রস্তাব জনপ্রশাসন সংস্কার কমিশন দিয়েছে সেজন্য কমিশকে ধন্যবাদ জানিয়েছে বিবিএসের নন-ক্যাডার অফিসার্স অ্যাসোসিয়েশন। এ সুপারিশ ও প্রস্তাব বাস্তবায়ন হলে সব উন্নত দেশের মতো বাংলাদেশও পাবে একটি স্বাধীন, রাজনৈতিক প্রভাবমুক্ত এবং গবেষণাধর্মী জাতীয় পরিসংখ্যান সংস্থা (এনএসও)। সংবাদ বিজ্ঞপ্তি।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ল দ শ পর স খ য ন ব য র ব ব এস পর স খ য ন ব ব এস

এছাড়াও পড়ুন:

বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম

উৎপাদন ও বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে ডিমের দাম। বিক্রেতারা বলছেন, উৎপাদন কম হওয়ায় খামারিরা মুরগি বিক্রি করে দিচ্ছেন এবং টানা বৃষ্টিপাতের জন্য সরবরাহ ব্যাহত হচ্ছে।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর নিউ মার্কেট, রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে প্রতি ডজন ১২০ টাকায়, এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। সেই হিসেবে ডিমের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

সবজির দাম স্বাভাবিক
এ সপ্তাহে বাজারে টমেটো ছাড়া অন্যান্য সবজির দাম স্বাভাবিক আছে। গত সপ্তাহে টমেটো বিক্রি হয়েছিল ১২০ থেকে ১৩০ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কাঁচামরিচ ২০০ টাকা, শশা ৭০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ টাকা, গাজর (দেশি) ১২০ থেকে ১৩০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, পটল ৫০ টাকা, কাকরোল ৬০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, প্রতিটি পিস জালি কুমড়া ৫০ টাকা এবং লাউ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মুদিবাজারে চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল আছে। তবে, পেঁয়াজের দাম সামান্য বেড়েছে। এ সপ্তাহে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। গত সপ্তাহে ৫৫ টাকায় কেজিতে বিক্রি হয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। রসুন ১৮০ থেকে ২০০ টাকা এবং দেশি আদা ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বেড়েছে মাছ ও মুরগির দাম
বিক্রেতারা বলছেন, নদীতে পানি বৃদ্ধির জন্য জেলেদের জালে মাছ কম ধরা পড়ছে এবং উজানের পানিতে খামারিদের পুকুর ও ঘের তলিয়ে যাওয়ায় মাছের দাম বেড়েছে। বাজারে এখন মাঝারি সাইজের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে থেকে ৩৫০ টাকায়। চাষের পাঙাসের কেজি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা, মাঝারি সাইজ কৈ মাছ ২৫০ থেকে ২৮০ টাকা, দেশি শিং ৬৫০ থেকে ৭০০ টাকা, বড় সাইজের পাবদা ৬০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৬০০ টাকা এবং এক কেজির বেশি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়।

এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে  ১৭০ থেকে ১৮০ টাকা, যা গত সপ্তাহ ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ঢাকা/রায়হান/রফিক 

সম্পর্কিত নিবন্ধ