আমি ক্ষমতায় থাকাকালীন তাইওয়ানকে আক্রমণ করবে না চীন: ট্রাম্প
Published: 16th, August 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে বলেছেন যে, ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন চীন তাইওয়ান আক্রমণ করবে না।
স্থানীয় সময় শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। শনিবার (১৬ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
ফক্স নিউজকে ট্রাম্প বলেন, “চীন ও তাইওয়ানের সম্পর্ক খুবই উত্তেজনাপূর্ণ। কিন্তু আমি বিশ্বাস করি, যতক্ষণ আমি ক্ষমতায় আছি এমন কোনো ঘটনা ঘটবে না। দেখা যাক.
আরো পড়ুন:
ট্রাম্প-পুতিন বৈঠকে আসেনি যুদ্ধ বন্ধের ঘোষণা
ভারতের ওপর আরো শুল্ক আরোপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, “তিনি (চীনের প্রেসিডেন্ট) আমাকে বলেছিলেন, ‘আপনি যতক্ষণ প্রেসিডেন্ট থাকবেন ততক্ষণ আমি এটি কখনও করব না। প্রেসিডেন্ট শি আমাকে এটি বলেছিলেন এবং আমি বলেছিলাম, ‘ঠিক আছে, আমি এটির প্রশংসা করি’। চীনের প্রেসিডেন্ট আমাকে আরো বলেছিলেন, ‘আমি খুব ধৈর্যশীল এবং চীন খুব ধৈর্যশীল।”
ট্রাম্পের এই দাবির বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে গার্ডিয়ানের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর জুন মাসে ট্রাম্প এবং শি’র প্রথম নিশ্চিত ফোনালাপ অনুষ্ঠিত হয়। এর আগে এপ্রিল মাসে ট্রাম্প দাবি করেছিলেন, শি তাকে ফোন করেছিলেন কিন্তু সেই ফোনালাপ কখন হয়েছিল তা নির্দিষ্ট করে বলেননি।
চীন তাইওয়ানকে তার নিজস্ব অঞ্চল হিসেবে দেখে এবং প্রয়োজনে বলপ্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক ও পৃথকভাবে শাসিত দ্বীপটির সঙ্গে পুনঃএকত্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছে। তাইওয়ান চীনের সার্বভৌমত্বের দাবির তীব্র বিরোধিতা করে আসছে।
মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রধান অস্ত্র সরবরাহকারী এবং আন্তর্জাতিক সমর্থক হলেও, বেশিরভাগ দেশের মতো তাদেরও তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।
ঢাকা/ফিরোজ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর বল ছ ল ত ইওয
এছাড়াও পড়ুন:
৩২ নম্বরের দিকে যাওয়া ২টি বুলডোজার আটকে দিল সেনাবাহিনী
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের দিকে যাওয়া দুটি বুলডোজার আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ছাত্র-জনতার সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে।
সূত্র জানায়, দুটি বুলডোজার ট্রাকে করে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। বুলডোজারের ওপরে কিছু তরুণকে স্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলার ঘোষণা দিচ্ছিল। পরে সেনাবাহিনী ও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ৩২ নম্বরে প্রবেশের রাস্তায় বুলডোজার দুটি আটকে দেন। ছাত্র-জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা চলছে। সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আলোচিত এ মামলার রায় ঘোষণার কার্যক্রম শুরু হয়। রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশজুড়ে এলাকায় সর্বোচ্চ সতর্কতা এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে।
গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাড়িটিতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছিল এবং চলতি বছরের ফেব্রুয়ারিতেও বুলডোজার এনে বাড়িটির কিছু অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল।
ঢাকা/এমআর/মাসুদ