ভালোবাসার মানুষকে নিয়ে কী বললেন পরীমণি
Published: 15th, February 2025 GMT
ব্যক্তিগত জীবন ও কাজ নিয়ে সবসময় আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। বিভিন্ন সময়েই ভক্তদের সঙ্গে নানা মুহূর্তের ঘটনা কিংবা ছবি শেয়ার করতে দেখা যায় তাকে। এবার ভালোবাসার মানুষকে নিয়ে পোস্ট করলেন এই অভিনেত্রী।
ভালোবাসা দিবসের একদিন পর অর্থাৎ আজ নিজের ও ভক্তদের উদ্দেশে নতুন বার্তা দিলেন পরীমণি। যেখানে তিনি লিখেছেন, ‘ভালোবাসার মানুষকে নিয়ে দুনিয়া জয় করা যায়। অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে বলেন, শোনো সরল অবুঝ প্রাণ, রাতের রাস্তায় নিয়ন আলোর ছায়ার নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটি হোক, শাহরুখ খান বা স্বয়ং বিল গেটস, সবাই তার প্রাণের মানুষটিকে তার নিজের নাম ছাড়িয়েই দেখতে চায় পৃথিবীতে।
পরী আরও বলেন, পৃথিবীর সবাই চায় তার নিজ কাজ সবাইকে ছাড়িয়ে তার নাম হোক। কিন্তু সেটা কখনো রিভেঞ্জ ওয়েতে নয়! অন্তত যাকে তুমি ভালোবাসে নিজের বলে জানো। ভালোবাসার মানুষকে ছাড়িয়ে যেতে নেই। তাকে সঙ্গে নিয়েও দুনিয়া জয় করা যায়। পরীমণির পোস্টে মন্তব্য করেছেন অনেক অনুরাগী। ভক্তরা পরীর কথার সঙ্গে একমত প্রকাশ করেছেন। অনেকেই অভিনেত্রীকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
সম্প্রতি সংগীতশিল্পী শেখ সাদীর সঙ্গে নাম জড়িয়েছিল নায়িকার। একটি মামলার সাক্ষ্য দিতে আদালতে তলব করা হয় তাকে। নির্দিষ্ট দিনে গরহাজির হওয়ার কারণে পরীর ওপর গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সেই সময় তাঁর জামিনের ব্যবস্থা করেছিলেন গায়ক। আদালতে পরীমণির পাশে দেখা গিয়েছিল তাঁকে। মিষ্টি চেহারার যুবক গায়ক প্রকাশ্যে প্রেমের কথা জানাতেই শোরগোল। সে সময় পরীমণি বিষয়টি অস্বীকার করেন। তার পরেই এই ধরনের পোস্ট নতুন করে ভাবাচ্ছে ভক্ত অনুরাগীদের।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রধান উপদেষ্টা শনিবার (১৩ ডিসেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে বলেন, “শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় আমাদের ছয়জন বীর শান্তিরক্ষীর শাহাদাত বরণ এবং আরো আটজনের আহত হওয়ার সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত; বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব, অন্যদিকে গভীর বেদনার।”
আরো পড়ুন:
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: আইএসপিআর
ঢামেক হাসপাতালে নিরাপত্তা জোরদার
তিনি নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যেই জাতিসংঘের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এই দুঃসময়ে সরকার শান্তিরক্ষীদের পরিবারগুলোর পাশে থাকবে।”
বিবৃতিতে তিনি এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ।”
তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা আরও জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
নিহত শান্তিরক্ষীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ চালিয়ে যাবে বলেও বিবৃতিতে বলা হয়।
ঢাকা/নঈমুদ্দীন/রাসেল