নাটোরের গুরুদাসপুরে বন্ধু রবিউল ইসলাম রবিকে গলা কেটে ও কুপিয়ে হত্যা মামলায় এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। রোববার জেলার শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আবদুর রহিম এ আদেশ দেন।

আদালতের পিপি রুহুল আমীন তালুকদার টগর এজাহার সূত্রে জানান, ২০১৫ সালের ২৯ এপ্রিল কথাকাটাকাটির জেরে রবিউল ইসলাম রবিকে ধারালো অস্ত্র দিয়ে গলা ও হাত কেটে হত্যা করে তার কিশোর বন্ধু। পরে মরদেহ রশীদপুরের চাকলা বিলে লুকিয়ে রাখে। রবিকে খুঁজে না পেয়ে তার বাবা গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

একই বছরের ২ মে চাকলা বিল থেকে রবির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে কিশোরসহ পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুই-তিনজনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত করে কিশোরের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। এরপর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক তাকে কিশোর অপরাধী হিসেবে ১০ বছরের আটকাদেশ দেন।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বছর র

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪  

বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ  বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)  দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২২ নং ওয়ার্ডের লের্জাস ১নং গল্লী এলাকার মৃত আজিম মিয়ার ছেলে বন্দর থানা ও নারায়ণগঞ্জ সদর থানার একাধিক জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল (৩৪) একই থানার সোনাকান্দা মসজিদ এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনি (৩৫)|r

একই থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মুন্সী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত  আব্দুল কুদ্দুস (৫২) ও গকুলদাশেরবাগ এলাকার আনোয়ার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইব্রাহিম (৩০)। 
 

সম্পর্কিত নিবন্ধ