ইসলামী ব্যাংকের আরডিএসের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান
Published: 16th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর বগুড়া, রাজশাহী ও রংপুর জোনের পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বগুড়ার হোটেল মম-ইনে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের সদস্য-সন্তানদের মধ্যে বিভিন্ন প্রকৌশল, বিশেষায়িত ও পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের ১৯১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড.
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের রুরাল ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান এ.এফ.এম. আনিছুর রহমান ও ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া জোনপ্রধান শহীদুল্লাহ মজুমদার। শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী জোনপ্রধান মোহাম্মদ নুরুল করিম ও রংপুর জোনপ্রধান এ.কে.এম শাফিয়ার রহমান। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও পূর্বে বৃত্তিপ্রাপ্ত পেশাজীবীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন বুয়েটের শিক্ষার্থী রনি আহমেদ ও মোছাঃ দিলরুবা আলিয়া, ঢাকা মেডিক্যাল কলেজের রাতুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোঃ আশ্রাফুল ইসলাম, দিলীপ কুমার দাস ও মোসাঃ আসমা বেগম, রাজশাহী মেডিক্যাল কলেজের মোসাঃ নুরে জান্নাত টুম্পা ও মোঃ আবুল খায়ের, সোহরাওয়ার্দি মেডিক্যাল কলেজের লাভলি আক্তার বানু, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের মোঃ মাহবুবুর রহমান ও নেসকো বগুড়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোঃ রেদোয়ান হোসেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, সদস্য অভিভাবক এবং ব্যাংকের প্রধান কার্যালয় ও ৩টি জোনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম মাসুদ রহমান বলেন, ইসলামী ব্যাংক পিএলসি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অবিস্মরণীয় অবদান রেখেছে । ব্যাংকের উন্নয়নের বাধা অপসারিত হয়েছে এবং আগামী দিনে ব্যাংক আরো বলিষ্ঠ ভূমিকা পালন করবে। ব্যাংকের জনকল্যাণমূলক কর্মসূচি আরো প্রসারিত হবে। তিনি জাতীয় উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য উদীয়মান শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক জাতি-ধর্ম নির্বিশেষে দেশের গণমানুষের ব্যাংক। আমানত-বিনিয়োগ, বৈদেশিক রেমিট্যান্স আহরণ, আমদানি-রপ্তানিসহ সকল ব্যবসায়িক সূচকে দেশের শীর্ষ অবস্থানের পাশাপাশি শিল্পায়ন, উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে অবিরাম সহযোগীর ভূমিকা পালন করে যাচ্ছে। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প বিশ্বের বৃহত্তম ইসলামিক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি। পল্লী উন্নয়ন, দারিদ্র বিমোচন, সামাজিক বিকাশ ও নারীর ক্ষমতায়নে এ প্রকল্প অগ্রণী ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানে জানানো হয়, ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প বর্তমানে ব্যাংকের ৫১৭টি অপারেটিং ইউনিটের অধীনে দেশের ৬৪ জেলার ৩৪ হাজারের বেশি গ্রামে ১৮ লাখ সদস্যের জীবনমান উন্নয়নে কাজ করছে। ব্যাংক ২০১২ সাল থেকে সহায়ক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষা সহায়তা, প্রশিক্ষণ, স্বাস্থ্যখাত, ত্রাণ ও পুনর্বাসন এবং পরিবেশ সুরক্ষা কার্যক্রমে ২৩৭ কোটি টাকা ব্যয় করেছে যার সরাসরি সুবিধাভোগী ১ কোটি ৯ লক্ষ মানুষ। এ সময়ে শুধু শিক্ষা খাতে ব্যয় করা হয়েছে ৯১ কোটি টাকা যার সুবিধাভোগী ৪ লাখ ৮০ হাজার জন। প্রকল্পের শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় গ্র্যাজুয়েশন ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষাসামগ্রী উপহার প্রদান করা হয়। এছাড়া এ কর্মসূচির আওতায় শিশুদের জন্য সারা দেশে ৬৮০টি প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও মক্তব পরিচালনা করা হচ্ছে।
এএ
উৎস: SunBD 24
কীওয়ার্ড: ম ড ক য ল কল জ র অন ষ ঠ ন প রকল প সদস য রহম ন ইসল ম
এছাড়াও পড়ুন:
বৃষ্টিস্নাত রমনায় সবুজের উল্লাস
রমনা উদ্যানের গাছগুলো বৃষ্টিতে ভিজছে, ভিজছে মাটি ও মাটির ওপরের ঘাসগুলো। বর্ষায় রমনার রূপ হয় দেখার মতো। চারদিকে কেবল সবুজ আর সবুজ। বসন্তের মতো ফুল নেই তো কী হয়েছে? আছে শ্যামল রূপ, আছে অপার স্নিগ্ধতা। বুকভরে ধুলাহীন নিশ্বাস নেওয়ার অবকাশ, প্রকৃতির উদার আমন্ত্রণ।
‘পাগলা হাওয়ার বাদল-দিনে’ ঢাকার রমনা পার্কের গাছের পাতাগুলো এখন আরও সবুজ। টলটলে জলের নয়নাভিরাম ঝিলটা টইটম্বুর। ধুলাময়লাহীন পায়ে চলার পথ। আর গাছের পাতার ফাঁকে রয়েছে অজস্র ফুল। কোনোটা লাল, কোনোটা বেগুনি আবার কোনোটা সাদা। বৃষ্টির মধুর আশকারা পেয়ে রমনা পার্কে এখন সবুজের উল্লাস।
এই পার্কটিকে ঢাকার ফুসফুস বলা হয়। এর যথেষ্ট কারণ আছে অবশ্য। এ রকম প্রগাঢ় নিরেট সবুজ এ শহরে কমই আছে। রমনা তাই ঢাকার জনজীবনের স্পন্দন। এটি কেবল একটি পার্ক নয়, বরং নাগরিক জীবনের পরম আনন্দ-আশ্রয়।
সম্প্রতি ‘বৃষ্টি নেশাভরা’ এক বিকেলে অরুণোদয় ফটক দিয়ে রমনা পার্কে প্রবেশ করলাম। অনেকে শরীরচর্চায় ব্যস্ত। কেউ দল বেঁধে করছেন, কেউ একাকী। কোনো দল ব্যায়াম করে ভোরে, কেউ আবার বিকেলে বা সন্ধ্যায়। আবার অনেকে আছেন দুই বেলাই হাঁটাহাঁটি করেন। হাঁটা সেরে কেউ কেউ লেকের পাশে এসে দুদণ্ড জিরিয়ে নেন। লেকে চলছিল বোট।
বর্ষার ফুলের উৎসব
বর্ষা এলেই রমনা পার্ক যেন রঙের নতুন ভাষা শেখে। আমাদের ঋতুচক্র অনুযায়ী, বসন্ত ও গ্রীষ্মকালেই এ দেশে ফোটে অধিকাংশ ফুল। তবে বর্ষারও নিজস্ব কিছু ফুল আছে, আর গ্রীষ্মের কিছু ফুল টিকে থাকে বর্ষা পর্যন্ত। সেদিন রমনায় গিয়ে এমনই কিছু ফুল চোখে পড়ল—বৃষ্টিভেজা পাতার ফাঁকে তাদের রং যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। মনে হলো, প্রকৃতির এই নিঃশব্দ উৎসবেও কত কথা লুকিয়ে থাকে!
রমনার গোলাপবিথি সেদিন দর্শনার্থীদের সবচেয়ে বেশি মনোযোগ কাড়ছিল। সারি সারি ঝোপে ফুটে আছে হরেক রঙের গোলাপ—লাল, সাদা, হলুদ, কমলা, গাঢ় গোলাপি। বর্ষার ভেজায় যেন আরও সতেজ, আরও তাজা হয়ে উঠেছে প্রতিটি পাপড়ি। নরম আলো আর বৃষ্টিজলে ভেজা ফুলগুলোর সৌন্দর্য মোহিত করেছে পথচলার মানুষকে। কেউ থেমে দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন—মুঠোফোনে বন্দী হচ্ছে বর্ষার রঙিন রমনা।
এটি কেবল একটি পার্ক নয়, বরং নাগরিক জীবনের পরম আনন্দ-আশ্রয়।