শঙ্কা কাটিয়ে অনুশীলনে ফিরলেন হারিস রউফ
Published: 17th, February 2025 GMT
ত্রিদেশীয় সিরিজে ইনজুরিতে পড়েছিলেন পাকিস্তানের পেসার হারিস রউফ। তাকে পাওয়া নিয়ে তাতে দেখা দিয়েছিল শঙ্কা। কিন্তু সেই শঙ্কার মেঘ উড়িয়ে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুশীলনে ফিরেছেন রউফ। শুধু তাই নয়, তাকে ফিট ঘোষণা করা হয়েছে এবং আগামী বুধবার চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন তিনি।
ইনজুরিতে পড়ার পরই তাকে বিশ্রামে পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যাতে করে দ্রুত সেরে উঠতে পারেন তিনি। তখন শঙ্কা করা হচ্ছিল যদি তার ইনজুরি সাইড স্ট্রেইনের হয় তাহলে সেরে উঠতে সময় লাগবে। কিন্তু তেমন কিছু হয়নি। তাইতো কয়েকদিন বিশ্রাম নিয়েই অনুশীলনে ফিরতে পেরেছেন রউফ। পিসিবি এখন আশাবাদী শাহীন আফ্রিদি ও নাসিম শাহর সঙ্গে পূর্ণ ইনটেনসিটি নিয়ে বল করতে পারবেন। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্রেকথ্রু এনে দেওয়ার যে সামর্থ হারিসের সেটা খুব কাজে দিবে পাকিস্তানের জন্য।
অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর থেকে বেশ কয়েকজন তারকা পেসার ছিটকে গিয়েছেন। সেই তালিকায় আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।
আরো পড়ুন:
বাংলাদেশের ব্যাটিংয়ের বেহাল দশা
চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫