চ্যাম্পিয়নস ট্রফিতে আলো ছড়াবেন যেসব ব্যাটসম্যান
Published: 17th, February 2025 GMT
আরও একটি আইসিসি টুর্নামেন্ট দরজায় কড়া নাড়ছে। যেখানে বিশ্বের সেরা আটটি দল অংশ নিবে। তাদের তারকারা নিজেদের সেরাটা দিয়ে বিশ্বমঞ্চে জানান দিবেন শ্রেষ্ঠত্বের। নজর থাকবে এমন বেশ কিছু তারকার দিকে। চলুন দেখে নেওয়া যাক এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে কোন কোন তারকা আলো ছড়াবেন।
ফখর জামান (পাকিস্তান):
সাঈদ আনোয়ারের পর পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটের সেরা উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয় ফখর জামানকে। মূলত প্রয়োজনের মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার তার সামর্থের কারণেই এমন তকমা পাচ্ছেন তিনি। বিস্ফোরক স্ট্রোক প্লেয়ার তিনি।
২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি ওয়ানডেতে পাকিস্তানের ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ২১০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষেও তিনি ক্যারিয়ারের সবচেয়ে দৃষ্টিনন্দন সেঞ্চুরিটি করেছিলেন। গেল জুনে ইনজুরিতে পড়েছিলেন তিনি। কিন্তু পুরোপুরি সেরে উঠে ত্রিদেশীয় সিরিজে খেলেছেন। এবার আরও একটি চ্যাম্পিয়নস ট্রফিতে আলো ছড়ানোর পালা তার।
আরো পড়ুন:
আগামী বিপিএল নিয়ে কাজ শুরু, ‘সুখবর’ দিলেন ফারুক
প্রস্তুতি ম্যাচেই বিশ্বাসের ঘাটতি
ড্যারিল মিচেল (নিউ জিল্যান্ড):
নিউ জিল্যান্ডের সামনে ২৫ বছর পর চ্যাম্পিয়নস ট্রফির আরও একটি শিরোপা জয়ের সুযোগ। আর সেই যাত্রায় তাদের কাণ্ডারি হতে পারেন ড্যারিল মিচেল। এই ব্যাটিং অলরাউন্ডার এশিয়ার কন্ডিশনে খুব ভালো করেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ৬৯ গড়ে করেছিলেন ৫৫২ রান। পাকিস্তানের মাটিতে ৫১.
হেনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা):
তার বিধ্বংসী ব্যাটিং প্রতিপক্ষের আত্মবিশ্বাস গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মিডল অর্ডারে তিনি একজন প্রভাব বিস্তারকারী ব্যাটসম্যান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কমপক্ষে ৫০০ বল খেলে সেরা গড় তোলা ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় স্থানে আছেন ক্লাসেন। বড়সর শারীরিক গঠন ও বাহুর প্রবল শক্তিকে কাজে লাগিয়ে অনায়েসে বল মাঠের বাইরে পাঠাতে পারেন তিনি। স্পিনারদের বিপক্ষে খেলতে পারেন দারুণ সব পুল শট। তাতে করে প্রতিপক্ষরা রান নিয়ন্ত্রণ করতে পারেন না। আরও একবার আইসিসির মঞ্চে এবার ক্লাসেন শো দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
শ্রেয়াস আয়ার (ভারত):
চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে যাদের দিকে নজর থাকবে তার মধ্যে ভারতের শ্রেয়াস আয়ার অন্যতম। সম্প্রতি তার দারুণ পারফরম্যান্সে ভর করে ঘরের মাঠে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারত। মিডল অর্ডারে তিনি দারুণ কার্যকর ব্যাটিং করেন। সম্প্রতি ১২৩.১ স্ট্রাইক রেটে মিডল অর্ডারে দলীয় সংগ্রহে যোগ করেছেন ১৮১ রান। রোহিত শর্মা, বিরাট কোহলিরা সুবিধা করতে না পারলে মিডল অর্ডারে তার মতো একজন আগ্রাসী ব্যাটসম্যান হাল ধরতে পারবেন এবং দলের প্রয়োজন মেটাতে পারবেন।
বেন ডাকেট (ইংল্যান্ড):
টপ অর্ডারে উড়ন্ত সূচনা এনে দিতে বেন ডাকেট বেশ কার্যকর। ফিল সল্টের সঙ্গে উদ্বোধনী জুটিতে বাম-ডানের দারুণ কম্বিনেশন করেন তিনি। পাকিস্তান ও আরব আমিরাতে তার মতো ব্যাটসম্যান বেশ কার্যকর হবেন। চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের হয়ে দারুণ ভূমিকা রাখতে পারবেন বলেই বিশ্বাস ক্রিকেটবোদ্ধাদের। তার দারুণ সূচনার ওপর ভর করে হ্যারি ব্রুক, জো রুট ও জস বাটলাররা ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারবেন।
সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষের তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১২২.৪২ স্ট্রাইক রেটে ১৩১ রান করেছিলেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফিতে এবার তার ব্যাটের কারিশমা দেখার পালা।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব য টসম য ন ক র যকর
এছাড়াও পড়ুন:
সবার নজরের বাইরে থাকা চৈতী দেশের জন্য আনল স্বর্ণপদক
একটু বড় হওয়ার পর মেয়েকে দেখে চিন্তায় পড়ে যান মা–বাবা। অন্য শিশুদের মতো বাড়ছে না সে। হাত–পা ছোট, উচ্চতাও থমকে গেছে। পরে বুঝতে পারেন—চৈতী বামন।
যে মেয়েকে নিয়ে একসময় দুশ্চিন্তার পাহাড়ে আটকা পড়েছিল পরিবার, আজ সেই চৈতীই আনন্দের আলো ছড়াচ্ছে। দেশের জন্য প্রথমবারের মতো এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক এনে দিয়েছে চৈতী রানী দেব।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর গ্রামের শিলু রানী দেব ও সত্য দেবের মেয়ে চৈতীর বয়স ১৩ বছর। উচ্চতা মাত্র ৩ ফুট ৭ ইঞ্চি। কিন্তু তার লক্ষ্য নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া । সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫–এ বর্শা নিক্ষেপ ও ১০০ মিটার দৌড়ে সে জিতে নিয়েছে দুটি স্বর্ণপদক। ৭ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়েছে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
চৈতীর প্রতিভা আছে। অনুশীলনে সে খুব আন্তরিক। সে কিছু করতে চায়। আশা করছি, ওকে দিয়ে একটা ভালো ফলাফল পাবমেহেদী হাসান, বিকেএসপির প্রধান প্রশিক্ষকচৈতীর স্বর্ণপদক পাওয়ার বিষয়টি দুবাই থেকে প্রথম আলোকে নিশ্চিত করেছেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্সের (শি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শারমিন ফারহানা চৌধুরী।
যে মেয়েকে সবাই দেখত শুধু উচ্চতায়ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী চৈতী একসময় গ্রামবাসীর নজরে পড়ত শুধু তার খর্বাকৃতির জন্য। খেলাধুলায় তার যে অসাধারণ প্রতিভা আছে, তা ছিল চোখের আড়ালে।
তবে এই ছবি এখন বদলে গেছে। গ্রামবাসী বাড়িতে এসে খোঁজ নেন। শিক্ষকেরা খেলতে উৎসাহ দেন, ছবি তোলেন। স্কুলে সে এখন ‘তারকা’।
দুবাইয়ে বর্শা নিক্ষেপে স্বর্ণপদক জয়ের পর চৈতী