‘পাকিস্তান-ভারত একপেশে ম্যাচ হবে’
Published: 18th, February 2025 GMT
পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে অযথাই বাড়াবাড়ি হচ্ছে বলে মনে করছেন হরভজন সিং। সাবেক এ ভারতীয় স্পিনারের মতে, ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে একপেশে ম্যাচ হবে। যেখানে পুরোপুরি দাপট থাকবে ভারতের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে উপমহাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী এ দু’দল একই গ্রুপে খেলছে।
নিজের ইউটিউব চ্যানেলে এ লড়াইয়ে ভারতের আধিপত্যের পুরোপুরি নিশ্চয়তা দিয়েছেন হরভজন। তাঁর এই আত্মবিশ্বাসের কারণ, দু’দলের শক্তির ব্যবধান ও পাকিস্তানের সাম্প্রতিক অধারাবাহিক পারফরম্যান্স। তাঁর মতে, ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না, ‘ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অযথাই হাইপ তোলা হচ্ছে। কারণ, এখানে আসলে কিছু হওয়ার নয়। ভারত বেশ শক্তিশালী একটি দল। আর পাকিস্তান সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হেরেছে। পাকিস্তান ভীষণ অধারাবাহিক একটি দল। আপনি যদি পরিসংখ্যানের দিকে তাকান এবং ভারতের ব্যাটার ও বোলারের সঙ্গে তাদের তুলনা করেন, তাহলে একটি পরিষ্কার চিত্র পাওয়া যায়।’
ক্রিকেটে অতীতে ভালো খেলার রেকর্ড ভবিষ্যতে জেতার নিশ্চয়তা দেয় না। তার পরও ভারতকে নিয়ে আত্মবিশ্বাসী হরভজন, ‘আসলে দুই দলের পার্থক্যটা বিশাল। ভারত অনেক শক্তিশালী একটি দল। আর বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ছাড়া পাকিস্তান তো একটি দুর্বল দল। তাদের বলার মতো আর কোনো ব্যাটার নেই। তাদের বোলিং ইউনিটও ফর্মে নেই। কিউইদের কাছে নাস্তানাবুদ হয়েছে তাদের বোলিং।’
তবে ফখর জামানকে ভারতের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছেন হরভজন, ‘পাকিস্তানের প্রধান ব্যাটার হলেন বাবর আজম। ভারতের বিপক্ষে তাঁর গড় ৩১। ভারতের বিপক্ষে রিজওয়ানের গড় ২৫। একজন ভালো ব্যাটারের গড় ৫০-এর আশপাশে থাকা উচিত। একমাত্র ফখর জামানের গড় ৪৬। সেই কেবল ভারতের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারে। সে ছাড়া বলার মতো আর কেউ নেই। ফাহিম আশরাফের গড় ১২.
আর রোহিত শর্মা ও শুভমান গিল রানে ফিরেছেন বলে ভারত আরও অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে বলেও মনে করছেন হরভজন। আর বড় টুর্নামেন্টে বিরাট কোহলি, লোকেশ রাহুলরা সব সময় রান করেন বলেও আত্মবিশ্বাসী তিনি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান
বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে।
আজ বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিস্তারিত আসছে...