৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ২-১ গোলে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে-অফের প্রথম লেগে ইত্তিহাদ স্টেডিয়ামে এগিয়ে থাকা ম্যানচেস্টার সিটি ৩-২ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদের কাছে। সেরা ষোলোতে জায়গা নিশ্চিত করতে হলে সান্তিয়াগো বার্নাব্যুতে পাহাড় ডিঙাতে হবে ইংলিশ ক্লাবকে।

বুধবার প্লে-অফের দ্বিতীয় লেগে রিয়ালের বিপক্ষে ম্যাচে নিজেদের সম্ভাবনা ও বাস্তবতা নিয়ে বলতে গিয়ে আশার কথা শোনাননি সিটি কোচ পেপ গার্দিওলা।

‘এই অবস্থায় (৩-২ ব্যবধানে পিছিয়ে) বার্নাব্যুতে জয়ের ব্যবধান সবাই জানে। ম্যাচের আগে যদি জিজ্ঞেস করেন, পরের ধাপে যাওয়ার কত শতাংশ সম্ভাবনা আছে, বলব ১ শতাংশ অথবা জানি না কী বলব।’

গার্দিওলার আশা হারানোর আরেকটি কারণ হলো রিয়ালের মাঠে সিটির অতীত পরিসংখ্যান। চ্যাম্পিয়ন্স লিগে সাত ম্যাচ খেলে কেবল একটিতে জিতেছে ম্যানসিটি। ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে ২-১ গোলের জয় ছাড়া বার্নাব্যুতে ইংলিশ চ্যাম্পিয়নদের সুখকর কোনো স্মৃতি নেই।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ