৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ২-১ গোলে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে-অফের প্রথম লেগে ইত্তিহাদ স্টেডিয়ামে এগিয়ে থাকা ম্যানচেস্টার সিটি ৩-২ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদের কাছে। সেরা ষোলোতে জায়গা নিশ্চিত করতে হলে সান্তিয়াগো বার্নাব্যুতে পাহাড় ডিঙাতে হবে ইংলিশ ক্লাবকে।

বুধবার প্লে-অফের দ্বিতীয় লেগে রিয়ালের বিপক্ষে ম্যাচে নিজেদের সম্ভাবনা ও বাস্তবতা নিয়ে বলতে গিয়ে আশার কথা শোনাননি সিটি কোচ পেপ গার্দিওলা।

‘এই অবস্থায় (৩-২ ব্যবধানে পিছিয়ে) বার্নাব্যুতে জয়ের ব্যবধান সবাই জানে। ম্যাচের আগে যদি জিজ্ঞেস করেন, পরের ধাপে যাওয়ার কত শতাংশ সম্ভাবনা আছে, বলব ১ শতাংশ অথবা জানি না কী বলব।’

গার্দিওলার আশা হারানোর আরেকটি কারণ হলো রিয়ালের মাঠে সিটির অতীত পরিসংখ্যান। চ্যাম্পিয়ন্স লিগে সাত ম্যাচ খেলে কেবল একটিতে জিতেছে ম্যানসিটি। ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে ২-১ গোলের জয় ছাড়া বার্নাব্যুতে ইংলিশ চ্যাম্পিয়নদের সুখকর কোনো স্মৃতি নেই।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।

আরো পড়ুন:

নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা

বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা

মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”

শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।

ঢাকা/রাহাত/রাসেল

সম্পর্কিত নিবন্ধ