তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বালকদের ক্রিকেট প্রতিযোগিতা
Published: 19th, February 2025 GMT
“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জের আয়োজনে বালকদের ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদিত ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ওসমানি পৌর স্টেডিয়ামে এ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় চারটি প্রতিষ্ঠানের মোট ৬০ জন বালক অংশগ্রহণ করেন চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ফারজানা আক্তার সাথী জেলা ক্রীড়া অফিসার নারায়ণগঞ্জ (অ: দা:) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাকিব-আল-রাব্বি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নারায়ণগঞ্জ।
এ সময় আরও উপস্থিত ছিলেন খোরশেদ আলম নাসির, মাহমুদ হোসেন সুজন, মাহবুবুর রহমান বিজন, জনাব আরিফ মিহির সহ ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আজ শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচির কথা জানান।
রিজভী বলেন, ‘জাতীয় জীবন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দিন সামনে রেখে আমরা কর্মসূচি হাতে নিয়েছি। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা এবং মহান বিজয়ের চেতনা স্মরণে দলীয়ভাবে এসব কর্মসূচি পালন করা হবে।’
দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৯টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দলীয় নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। একই দিন বেলা আড়াইটার দিকে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি।
এ ছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সকাল ৭টার মধ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। পরে সকাল ৯টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন তাঁরা।