হোমারের ‘ওডিসি’ নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা আগেই দিয়েছিলেন অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক ক্রিস্টোফার নোলান। সিনেমাটির শুটিং শুরু হয়েছে বলেও খবর পাওয়া গেছে। তবে মূল চরিত্রে কে অভিনয় করছেন, তা এত দিন ছিল গোপন। অবশেষে গতকাল সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গেল মূল চরিত্রের ওডিসিউসকে।

সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন ম্যাট ডেমন। প্রকাশিত লুক দেখে চেনা কষ্ট তিনি ম্যাট ডেমন। ঐতিহাসিক যুদ্ধে মূলত যোদ্ধাদের এ ধরনের শিরস্ত্রাণ (হেলমেট) পরতে দেখা যায়। ফার্স্ট লুক নিয়ে অফিশিয়াল এক্সে পোস্ট করে ম্যাট লিখেছেন, ‘ম্যাট ডেমন ওডিসিউস হয়ে আসছে। সিনেমাটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান। “দ্য ওডিসি” ১৭ জুলাই ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে।’

এই সিনেমা দিয়ে তৃতীয়বারের মতো ক্রিস্টোফার নোলান ও ম্যাট ডেমন একসঙ্গে পর্দায় আসছেন।

আরও পড়ুনঅস্কারের আরও কাছে নোলান১১ ফেব্রুয়ারি ২০২৪

প্রাচীন গ্রিক মহাকবি হোমারের মহাকাব্য ‘ওডিসি’। দুই হাজার বছরের বেশি সময় আগে এটি লেখা। ট্রয় যুদ্ধের অন্যতম নায়ক ওডিসিউস যুদ্ধ শেষ করে ফেরার পথে ঝড়ের মুখে পড়ে দল থেকে বিচ্ছিন্ন হয়ে হয়ে যান। সাগরের মধ্যেই ঘুরতে থাকেন। এই সময়ে দ্বীপে নানান মানুষ, জন্তু ও দেব–দেবীর মুখোমুখি হন। গল্পে ভয়ংকর সব বিপদে পড়তে দেখা যায়। ট্রজান যুদ্ধ জয়ের পর ফেরার সেই গল্প নিয়েই সিনেমাটি।

সিনেমাটির সঙ্গে যুক্ত রয়েছে হলিউডের বড় প্রযোজনা প্রতিষ্ঠানে ইউনিভার্সাল পিকচার্সস। একই সঙ্গে পরিচালকের পাশাপাশি সিনেমাটির সঙ্গে প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন নোলান ও তাঁর স্ত্রী এমা থোমাস। সিনেমাটির কোথায় শুটিং হচ্ছে, সেটাও গোপন রেখেছিল প্রযোজনা প্রতিষ্ঠান।

তবে গত জানুয়ারিতে জানা গিয়েছিল, সিনেমার বেশ কিছু প্রাচীন দ্বীপ ও সাগরের অংশের শুটিং হচ্ছে সিসিলিতে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ভ্যারাইটি সূত্রে আরও জানা যায়, সিনেমায় আরও অভিনয় করছেন অ্যান হ্যাথওয়ে, টম হল্যান্ড, রবার্ট প্যাটিনসন, জেনডায়া, শার্লিজ থেরন প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম য ট ড মন

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মো. রাব্বি মিয়া (২০) নামের এক তরুণ আহত হওয়ার ঘটনায় ১০ জনের নামে মামলা হয়েছে। গুলির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে আহত রাব্বির মা জোহরা খাতুন বাদী হয়ে মামলাটি করেন।

গুলিবিদ্ধ রাব্বি উপজেলার শাহবাজপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে। বর্তমানে রাব্বি পরিবারের সঙ্গে নবীনগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাঝিকাড়া এলাকায় ভাড়া থাকেন। তিনি পেশায় একজন অ্যাম্বুলেন্সচালক।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নবীনগর উপজেলার টিঅ্যান্ডটিপাড়ার বাসিন্দা মো. আতাউর রহমান (৪৮), জাহিদ মিয়া (১৯), জুবায়েদ মুন্সী (১৯), মো. আহসান উল্লাহ (৪৪) ও মো. জসিম উদ্দিন (৪৪)। তাঁরা মামলার এজাহারভুক্ত আসামি। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. খুরশিদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর টিঅ্যান্ডটিপাড়ার বাসিন্দা মো. সানি (২০) ও একই পাড়ার মো. জিসানের মধ্যে কথা–কাটাকাটি ও তর্ক হয়। একপর্যায়ে ঝগড়ার সময় সানি জিসানকে ছুরিকাঘাত করেন। এ ঘটনার জেরে উভয় পক্ষ সালিস ডাকে। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে নবীনগর পৌর এলাকার কালীবাড়ি মোড়ের জমিদারবাড়ির মাঠে সানিসহ তাঁর লোকজন ও জিসানসহ তাঁর লোকজন সালিসে বসেন।

গুলিবিদ্ধ হয়ে আহত রাব্বি সানির পক্ষের সমর্থক। তবে সালিসের রায়ে সানি ও তাঁর লোকজন সম্মত হননি। সালিস ছেড়ে ওঠার সময় জিসানসহ তাঁর লোকজন সানির লোকজনের ওপর হামলা চালান। একপর্যায়ে জিসান বন্দুক বের করে গুলি করেন। এতে রাব্বি গুলিবিদ্ধ হন এবং প্রতিপক্ষের হামলায় সানি আহত হন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন রাব্বিকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, তরুণের বুকের বাঁ পাশের পাঁজরে গুলি লেগেছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গুলির ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ