ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চাকরিবিষয়ক সেমিনার
Published: 20th, February 2025 GMT
শিক্ষার্থীরা কীভাবে নিজেকে চাকরির জন্য প্রস্তুত করবেন, সেসব বিষয়ে ধারণা দিতে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় চাকরিবিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘ক্যারিয়ার ফেস্ট’ নামে এ সেমিনারে শিক্ষার্থীদের ক্যারিয়ারবিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা দেন ক্যারিয়ার পরামর্শদাতা ও বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আমাদের দেশে অধিকাংশ চাকরির ক্ষেত্রে কোন বিষয়ে পড়েছেন, সেটি গুরুত্বপূর্ণ নয়। আমাদের ইংরেজিতে পারদর্শী হতে হবে। যাঁরা ভালো ইংরেজি জানেন, তাঁদের চাকরির অভাব হয় না।’
লেখক ও ক্যারিয়ার পরামর্শক রবিউল আলম লুইপা বলেন, ‘একাডেমিক পড়াশোনা ও চাকরির প্রস্তুতির মধ্যে অনেক পার্থক্য। শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে যখন চাকরির বাজারে যায়, তখন বোঝে চাকরির বাজার কত কঠিন। প্রাইভেট হোক বা সরকারি চাকরি, যে সেক্টরে যেতে আগ্রহী, সে অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রথম দিক থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে। তাহলে চাকরিতে প্রবেশ অনেকটাই সহজ হয়ে যাবে। এ জন্য পড়াশোনার পাশাপাশি নিজেদের স্কিল ডেভেলপমেন্টের দিকেও জোর দিতে হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, ব্যর্থতা এলেও হতাশ হওয়া যাবে না। লক্ষ্যকে পূরণ করতে চেষ্টা চালিয়ে যেতে হবে। বেসরকারি চাকরিতে ভালো করতে হলে একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা বাড়াতে হবে। পড়ালেখার বাইরেও কিছু কাজ করতে হবে। এ ক্ষেত্রে কমিউনিকেশন স্কিল ও উপস্থাপনাশৈলী ভালো হতে হবে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বাড়াতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক এম এয়াকুব আলী, আলোচক হিসেবে ছিলেন রবিউল আলম লুইপা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ কর র
এছাড়াও পড়ুন:
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।
নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।
স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।